WBCS Previous Year Question Set 15

WBCS Previous Year Question in Bengali | WBCS Gk in Bengali | General Knowledge in Bengali 


১. গৌতম বুদ্ধ কোথায় নির্বানলাভ করেন ?

  1. লুম্বিনী         

  2. সারনাথ       

  3. কুশলনগর      

  4. বোধগয়া                    

২.আশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন ?

  1. আলেকজান্ডার   

  2. জেমস প্রিন্সেপ  

  3. ম্যাক্স ম্যূলার          

  4. মার্টিমার হুইলার                                           

৩. গুপ্তবংশের উত্তরাধিকার হিসাবে সমুদ্রগুপ্তের পর শাসক হন ?

  1. দ্বিতীয় চন্দ্রগুপ্ত         

  2. বিষ্ণুগুপ্ত    

  3. প্রথম চন্দ্রগুপ্ত    

  4. স্কন্দগুপ্ত                 

৪. "মৃচ্ছকটিকম" নাটকটির রচয়িতা ছিলেন ?

  1. বিশাখদত্ত          

  2. শূদ্রক             

  3. বানভট্ট       

  4. ভাস       

৫. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

  1. ফিরোজ শাহ তুঘলক        

  2. চন্দ্রগুপ্ত মৌর্য      

  3. বিম্বিসার    

  4. আলাউদ্দিন খলজি                                    

৬. কার অনুমতিতে কোম্পানি প্রথম সুরাটে কারখানা স্থাপন করেন ?

  1. আকবর         

  2. জাহাঙ্গীর         

  3. শাহজাহান          

  4. ঔরঙ্গজেব

৭.ফতেপুর সিক্রিতে ইবাদত খানা-র নির্মাতা ছিলেন ?

  1. আকবর      

  2. ঔরঙ্গজেব                         

  3. জাহাঙ্গীর 

  4. মহম্মদ শাহ        

৮.ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন ?

  1. ১৪৯৮ খ্রি. 

  2. ১৪০৯ খ্রি.           

  3. ১৪৯৬ খ্রি.         

  4. ১৪৯২ খ্রি.                                      

৯. বক্সার যুদ্ধ ঘটে- 

  1. ১৮৬২ খ্রিস্টাব্দে  

  2. ১৭৬৪ খ্রিস্টাব্দে    

  3. ১৭৬৮ খ্রিস্টাব্দে

  4. ১৭৭২ খ্রিস্টাব্দে       

১০.  কোন যুদ্ধে মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কতৃত্ব শুরু হয় ?

  1. পলাশীর যুদ্ধ ১৭৫৭   

  2. বক্সারের যুদ্ধ ১৭৬৪  

  3. মহীশূর যুদ্ধ ১৭৯০   

  4. মহীশূর যুদ্ধ ১৭৯৯   

১১. কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ?

  1. আসাম   

  2. বাংলা  

  3. পাঞ্জাব 

  4. মহারাষ্ট্র   

১২. ১৮৫৭ র মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন ?

  1. তাঁতিয়া টোপি   

  2. রানী লক্ষ্ণীবাঈ     

  3. নানা সাহেব                                                                              

  4. কুনওয়ার সিং                                                                                        

১৩. নীচের কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন ?

  1. লর্ড হার্ডিঞ্জ  

  2. লর্ড মিন্টো                    

  3. লর্ড ডালহৌসি 

  4. লর্ড ক্যানিং 

১৪ . এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

  1. সি এফ এ্যান্ড্রুজ                       

  2. রাজা রামমোহন রায়      

  3. উইলিয়াম জোন্স   

  4. উইলিয়াম মার্শাল      

১৫. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন ?

  1. লর্ড মাউন্টব্যাটেন                                      

  2. সিরিল রেডক্লিফ  

  3. স্ট্যাফোর্ড ক্রীপস      

  4. পেথিক লরেন্স       

১৬. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  1. এ ও হিউম    

  2. বাল গঙ্গাধর তিলক       

  3. মতিলাল নেহরু 

  4. সুরেন্দ্রনাথ ব্যানার্জী                                             

১৭. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন ? 

  1. অ্যানি বেসান্ট  

  2. মীরা বেন 

  3. সরোজিনী নাইডু 

  4. দেবী চৌধুরানী                                              

১৮.কোন কংগ্রেস অধিবেশনে প্রথম বার "বন্দেমাতরম" গানটি গাওয়া হয় ?

  1. ১৯২০  

  2. ১৯০৬  

  3. ১৮৯৬ 

  4. ১৮৮৬        

১৯. মুসলিম লীগ "প্রত্যক্ষ সংগ্রাম দিবস" বলে ঘোষণা করেছিল ?

  1. ৩ সেপ্টেম্বর ১৯৪৬     

  2. ১৬ আগস্ট ১৯৪৬     

  3. ১৬ মে ১৯৪৬            

  4. ৪ ডিসেম্বর ১৯৪৬                                            

২০. গদর পার্টির প্রতিষ্ঠাতা হলেন ?

  1. লালা লাজপৎ রায় 

  2. লালা হারদায়াল 

  3. ভগত সিং 

  4. কুনওয়ার সিং 

২১. পাকিস্তান প্রস্তাবটির জনক কে ?

  1. আসফ আলি 

  2. মহম্মদ আলি জিন্না 

  3. এইচ এস সুহরাওয়ার্দি

  4. চৌধুরী রহমত আলি 

২২. পাকিস্তানের ধারনা প্রথম কে ভাবেন ?

  1. মহম্মদ ইকবাল       

  2. এম এ জিন্না    

  3. সৌকর আলি

  4. আগা খান 

২৩. নেহেরু একজন দেশপ্রেমিক,জিন্না একজন রাজনীতিবিদ- কার মন্তব্য ?

  1. মৌলানা আজাদ 

  2. মহাত্মা গান্ধি

  3. মহম্মদ ইকবাল          

  4. আব্দুল গফফর 

২৪. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ কে প্রতিষ্ঠা করেন ? 

  1. রাসবিহারী বসু   

  2. সুভাসচন্দ্র বসু 

  3. মহাত্মা গান্ধি

  4. জহরলাল নেহেরু 

২৫. অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল ? 

  1. সিঙ্গাপুর 

  2. টোকিও

  3. বার্লিন 

  4. রোম 

২৬. কোন আইনকে Black Bill বলা হত ?

  1. Rowlatt অ্যাক্ট কে 

  2. Pitt ইন্ডিয়া অ্যাক্ট কে

  3. দি রেগুলেটং অ্যাক্ট কে

  4. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কে             

২৭. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?

  1. গোদাবরী ও কাবেরীর মধ্যে 

  2. গোদাবরী ও কৃষ্ণার মধ্যে     

  3. কৃষ্ণা ও কাবেরীর মধ্যে  

  4. উপরের কোনটিই নয়   

২৮. লাক্ষা দ্বীপপুঞ্জ হল- 

  1. প্রবাল দ্বীপপুঞ্জ 

  2. আগ্নেয় দ্বীপপুঞ্জ  

  3. টেকটনিক দ্বীপপুঞ্জ   

  4. পলিগঠিত দ্বীপপুঞ্জ    

২৯. মানস সরোবর অবস্থিত- 

  1. কারাকোরাম পর্বতশ্রেণীতে

  2. পীরপাঞ্জাল পর্বতশ্রেণীতে            

  3. কৈলাস পর্বতশ্রেণীতে       

  4. মহাভারত পর্বতশ্রেণীতে     

৩০. শিলং শহর অবস্থিত-

  1. নাগা পর্বতে 

  2. গারো পর্বতে

  3. খাসি পর্বতে

  4. মিকির পর্বতে       

৩১. তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্যে হিসাবে আত্মপ্রকাশ করে ?

  1. ১ লা জুন ২০১৩  

  2. ১ লা জুন ২০১৪ 

  3. ১ লা জুন ২০১৫ 

  4. ১ লা জুন ২০১৬

৩২. কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি ?

  1. মিজোরাম 

  2. ত্রিপুরা

  3. ওড়িশা 

  4. মধ্যপ্রদেশ         

৩৩. শোলা অরণ্য দেখা যায়- 

  1. হিমালয় পর্বতে

  2. পশ্চিমাঘাট পর্বতে

  3. বিন্ধ্য পর্বতে

  4. পূর্বঘাট পর্বতে     

৩৪. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কেন ?

  1. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসাবে     

  2. পর্যটন ক্ষেত্র হিসাবে

  3. বিশ্ব হেরিটেজ স্থান হিসাবে     

  4. রামসার স্থান হিসেবে

৩৫. বাঁসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

  1. উত্তরপ্রদেশ 

  2. গুজরাট

  3. রাজস্থান             

  4. মধ্যপ্রদেশ 

৩৬. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয় 

  1. ১৯৫৬ সালে       

  2. ১৯৫৮ সালে

  3. ১৯৫৫ সালে    

  4. ১৯৫৯ সালে  

৩৭. ধনেখালি কী জন্য বিখ্যাত ?

  1. তাঁত শিল্পের জন্য        

  2. কাগজ শিল্পের জন্য             

  3. পাট শিল্পের জন্য    

  4. চর্ম শিল্পের জন্য               

৩৮. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত-

  1. ডুয়ার্স 

  2. তরাই        

  3. তাল    

  4. দিয়ারা 

৩৯. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ?

  1. তিস্তা ও করলা নদী 

  2. তিস্তা ও জলঢাকা নদী        

  3. জলঢাকা ও রায়ঢাক নদী 

  4. তিস্তা ও রায়ঢাক নদী    

৪০. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?

  1. পুরুলিয়া       

  2. বাঁকুড়া 

  3. জলপাইগুড়ি         

  4. দার্জিলিং         

৪১. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ?

  1. হাওড়া থেকে হুগলী 

  2. হাওড়া থেকে রানিগঞ্জ    

  3. হাওড়া থেকে বর্ধমান 

  4. শিয়ালদহ থেকে নৈহাটি       

৪২.স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না ?

  1. কোচবিহার

  2. হাওড়া    

  3. দার্জিলিং      

  4. মুর্শিদাবাদ 

৪৩. পশ্চিমবঙ্গের শিক্ষার হার -

  1. ৮২.৬৭%   

  2. ৭৪.০৪%   

  3. ৭৭.০৮%   

  4. ৭১.১৬%     

৪৪. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে- 

  1. ঝাড়খান্ড   

  2. বিহার            

  3. ওড়িশা       

  4. আসাম        

৪৫. মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল- 

  1. ১২ জোড়া 

  2. ৩১ জোড়া  

  3. ৩১ টি   

  4. ১২ টি     

৪৬. নীচের কোনটি সিমেন্টের মূল উপাদান ?

  1. জিপসাম

  2. চুনাপাথর    

  3. মাটি

  4. ছাই   

৪৭. কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে ?

  1. ১৫৬

  2. ১৫৫

  3. ১৫৪         

  4. ১৫৩ 

48. ভাীরতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্রা নিহিত আছে-

  1. ভারতের রাষ্ট্রপতি 

  2. পার্লামেন্ট 

  3. প্রধান বিচারপতি 

  4. আইন কমিশন 

৪৯. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার- 

  1. একস্তরে   

  2. দ্বিস্তরে        

  3. তিনস্তরে  

  4. চারস্তরে      

৫০. কোন রাজ্যের District Judge নিযুক্ত হন-

  1. Governor দ্বারা   

  2. High Court-র প্রধান বিচারক দ্বারা 

  3. রাজ্যের Advocate General দ্বারা

  4. উপরের কোনটিই নয় 

👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2




Answer Key : 

1-d,2-b,3-a,4-b,5-d,6-b,7-a,8-a,9-b,10-b,11-c,12-c,13-a,14-c,15-b,16-a,17-a,18-c,19-b,20-b,21-d,22-a,23-c,24-a,25-a,26-a,27-b,28-a,29-c,30-c,31-b,32-c,33-b,34-d,35-b,36-a,37-a,38-b,39-a,40-d,41-a,42-a,43-c,44-a,45-b,46-b,47-c,48-b,49-c,50-a

3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post