গুপ্ত সম্রাজ্যের ইতিহাস PDF | WBCS History Gk

গুপ্ত যুগের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন শেয়ার করলাম যেগুলি চাকরি পরীক্ষায় বার বার আসে। wbcs 2022 expected history gk 


১. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?


 উত্তরঃ শ্রীগুপ্ত   


২. শ্রীগুপ্ত কোন উপাধি গ্রহণ করেন ? 


 উত্তরঃ মহারাজা


৩. শ্রীগুপ্তের পুত্রের নাম কি ?


 উত্তরঃ ঘটোৎকচগুপ্ত    


৪. ৩২০ খ্রীস্টাব্দে গুপ্ত বংশের সূচনা করেন ?


 উত্তরঃ প্রথম চন্দ্রগুপ্ত  


৫. প্রথম চন্দ্রগুপ্তের সময় মগধের রাজা কে ছিলেন ?    


 উত্তরঃ সুন্দরবর্মন    


৬. ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ান অ্যাখ্যা দেয় ? 


 উত্তরঃ সমুদ্রগুপ্ত  


৭.কোনটি সমুদ্রগুপ্তের উপাধি ?


 উত্তরঃ কবিরাজ 


৮. সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিলেন ?


 উত্তরঃ বৈষ্ণব ধর্ম   


৯. সমুদ্র গুপ্তের সভাকবি কে ছিলেন ?   


 উত্তরঃ হরিসেন     


১০.  এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?


 উত্তরঃ হরিসেন   


১১. এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার  বর্ণনা আছে ?


 উত্তরঃ সমুদ্রগুপ্ত   


১২. বিরসেন কার সেনাপতি ছিলেন ?  


 উত্তরঃ সমুদ্রগুপ্ত                                                

১৩. দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল ?


 উত্তরঃ শকারি,  বিক্রমাদিত্য এবং  পরম ভাগবত      


১৪ . দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেন ?       


 উত্তরঃ উজ্জয়িনী     


১৫. কোন গুপ্ত রাজা প্রথম রৌপ ও তাম্রমুদ্রা প্রবর্তন করেন ?      


 উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত  


১৬. "ফা-হিয়েন" কার রাজত্বকালে ভারতে আসেন ?


 উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত  


১৭. ফা-হিয়েন কোন দেশের পরিব্রজক ছিলেন ?


 উত্তরঃ চীন 


১৮.নবরত্ন কার রাজসভায় উপস্থিত ছিল ?


 উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত  


১৯. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?


 উত্তরঃ কুমারগুপ্ত 


২০. কুমারগুপ্তের উপাধি কি ছিল ?


 উত্তরঃ মহেন্দ্রদিত্য   


২১. ফো কুয়ো কি গ্রন্থটির রচয়িতা কে ?    


 উত্তরঃ ফা হিয়েন   


22.কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে করেন ?


 উত্তরঃ স্কন্দগুপ্ত    


২৩. ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় ?


 উত্তরঃ স্কন্দগুপ্ত        


২৪. দেবী চন্দ্রগুপ্তম কার রচনা ?


 উত্তরঃ বিশাখদত্ত 



২৫. দেবী চন্দ্রগুপ্তম নাটক কোন রাজা সম্পর্কিত ?


 উত্তরঃ রামগুপ্ত   


২৬. গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাট কে ?   


 উত্তরঃ বিষ্ণুগুপ্ত   


২৭. বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন ?


 উত্তরঃ অশ্বঘোষ    


২৮. কালিদাস কার সভাকবি ছিলেন ?


 উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত     


২৯.লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত ছিলেন ?    


 উত্তরঃ সমুদ্রগুপ্ত  


৩০. ভারত অভিযান কারী শ্বেত হূন শাখাটির নেতৃত্ব দেন ?


 উত্তরঃ তোমরান   


৩১.  কোন গুপ্তরাজা হুন নেতা তোরমানকে পরাজিত করেন ?   


 উত্তরঃ ভানুগুপ্ত  


৩২. ভগৎ গীতা কোন যুগে রচিত হয় ? 


 উত্তরঃ গুপ্ত যুগে 


৩৩. বানভট্ট ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত______।


 উত্তরঃ চিকিৎসক  


৩৪. অজন্তার গুহাচিত্র কোন যুগের সৃষ্টি ?


 উত্তরঃ গুপ্ত যুগে  



৩৫. দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল ?


 উত্তরঃ ধর্মবিজয়  


৩৬. আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন ?  


 উত্তরঃ পাটলিপুত্র 


৩৭. গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল- 


 উত্তরঃ সংস্কৃত


৩৮. কোন রাজবংশের আমলে ভারতে দশমিক ও শূন্যের আবিষ্কার হয় ? 


 উত্তরঃ গুপ্ত যুগে


৩৯. কোন নামে গুপ্ত যুগের রৌপ্যমুদ্রা পরিচিত ছিল ? 


 উত্তরঃ রুপক


৪০. বীজগণিত আবিষ্কার করেছিলেন-


 উত্তরঃ আর্যভট্ট 


৪১. গুপ্ত সাম্রাজ্যে সোনার মুদ্রা যে নামে পরিচিত ছিল-


 উত্তরঃ দিনার


৪২. কোনটি কালিদাসের রচয়িতা গ্রন্থ ? 


 উত্তরঃ শকুন্তলাম, মেঘদুতম এবং রঘুবংশম 


৪৩. সমুদ্রগুপ্তের রাজধানীর কোথায় ছিল ? 


 উত্তরঃ পাটলিপুত্র 


৪৪. সূর্যসিদ্ধান্ত কার লেখা ? 


 উত্তরঃ আর্যভট্ট 


৪৫. হর্ষচরিত/কাদম্বরী কার রচনা ? 


 উত্তরঃ বাণভট্ট  


৪৬. কালিদাস কোন গুপ্তরাজার সমসাময়িক ছিলেন ? 


 উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত  


৪৭. সহসাঙ্ক কার উপাধি ছিল ? 


 উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত 


৪৮. কোন গুপ্তরাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ? 


 উত্তরঃ কুমারগুপ্ত 


৪৯. দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ও উত্তরসূরি কে ? 


 উত্তরঃ কুমারগুপ্ত 


৫০. দ্বিতীয় জীবিত গুপ্ত কি নামে পরিচিত ? 


 উত্তরঃ বিষ্ণুগুপ্ত 



👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2










3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন