বন্ধুরা আজ ইতিহাসের পরবর্তী মৌর্য যুগের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম যেগুলি চাকরি পরীক্ষায় বার বার আসে।
১. সাতবাহান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ সিমুক
২. কাকে বিন্ধ্য অধিপতি বলা হয় ?
উত্তরঃ গৌতমীপুত্র সাতকর্ণি
৩. কোন চৈনিক শাসক কণিঙ্ককে পরাজিত করেছিলেন ?
উত্তরঃ প্যান চাও
৪. কোন বংশ মৌর্য সম্রাজের পতনের পর মগধের শাসন ক্ষমতা অধিকার করেছিলো ?
উত্তরঃ শুঙ্গ বংশের
৫. শকাব্দ এর প্রচলন করেন-
উত্তরঃ কণিষ্ক
৬. কুষাণ রাজ্যের রাজধানী ছিল-
উত্তরঃ পুরুষপুর
৭. কণিষ্ক সিংহাসনে আরোহণ করেন-
উত্তরঃ ৭৮ খ্রীস্টাব্দে
৮. চরক কর রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন ?
উত্তরঃ কণিষ্ক
৯. ভারতে কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেন ?
উত্তরঃ কুষাণ
১০. প্রাচীন ভারতে সাতবাহন দের জেলা কী নামে পরিচিত ছিল ?
উত্তরঃ অহরা
১১. সাতবাহানদের সময়কালীন একটি গুরুত্বপূর্ণ বন্দর হল-
উত্তরঃ সোপারা
১২. সাতবাহানদের রাজধানী অবস্থিত ছিল-
উত্তরঃ পৈঠানে
১৩. ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো-গ্রিক শাসক কে ছিলেন ?
উত্তরঃ মিনান্দার
১৪ . কালিঙ্গ রাজা খারবেল কোন ধর্ম গ্রহণ করেন ?
উত্তরঃ জৈন
১৫. মিনান্দার কার নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ?
উত্তরঃ নাগসেন
১৬. কুষাণ দের আদি বাসভূমি কোথায় ছিল ?
উত্তরঃ মধ্য এশিয়া
১৭. শুঙ্গ বংশের শেষ রাজা হলেন-
উত্তরঃ দেবভূতি
১৮. কুষাণরা কোন জাতির শাখা ছিল ?
উত্তরঃ ইউ-চি
১৯. কে প্রথম কদফিসেস নামে পরিচিত ?
উত্তরঃ কুজুল কদফিসেস
২০. শুঙ্গ বংশের শাসনকালে ভারত আক্রমণ করেছিল-
উত্তরঃ ব্যকট্রিয় গ্রিক
২১. কণিষ্ক কোন উপাধি ধারণ করেছিলেন ?
উত্তরঃ দেবপুত্র
২২. কাকে দ্বিতীয় অশোক বলা হয় ?
উত্তরঃ কাণিষ্ক
২৩. কণিষ্কের রাজসভার শ্রেষ্ঠ দর্শনিক কে ছিলেন ?
উত্তরঃ নাগার্জুন
২৪. নিম্নের কে কণিষ্কের সভাসদ ছিলেন ?
উত্তরঃ অশ্বঘোষ, নাগার্জুন ও বসুমিত্র
২৫. কণিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন ?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম
২৬. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ প্রথম কদফিসেস
২৭. মিলিন্দপঞ্চহো কে রচনা করেন ?
উত্তরঃ নাগসেন
২৮. গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয় ?
উত্তরঃ কুষাণ
২৯. বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন ?
উত্তরঃ অশ্বঘোষ
৩০. কুষাণ বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ দ্বিতীয় বসুদেব
👇👇👇👇👇👇👇👇👇👇
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।