ভারতের প্রতিবেশী দেশগুলি সম্পর্কিত প্রশ্ন PDF | indian geography

বন্ধুরা আজ তোমাদের সঙ্গে ভারতীয় ভূগোল থেকে ভারতের প্রতিবেশী দেশগুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম যেগুলি চাকরি পরীক্ষায় বার বার আসে। 


১. কোনটি ভারতের প্রতিবেশী দেশ ?


উত্তরঃ চিন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ 


২. ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সংখ্যা কটি ?


 উত্তরঃ ৯ টি


৩. ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?


 উত্তরঃ চিন             


৪. নেপাল এর রাজধানীর নাম কী ?


 উত্তরঃ কাঠমান্ডু 


৫. ভুটানের রাজধানী নাম কি ?


 উত্তরঃ থিম্পু


৬. বাংলাদেশের রাজধানীর নাম কী ?


 উত্তরঃ ঢাকা 


৭. মায়ানমারের রাজধানীর নাম কি ? 


 উত্তরঃ নেপাইদাউ


৮. শ্রীলঙ্কার রাজধানীর নাম কী ?


 উত্তরঃ শ্রীজয়বর্ধনে কোর্টে এনং কলম্বো 


৯. পাকিস্তানের রাজধানীর নাম কি ?


 উত্তরঃ ইসলামাবাদ                


১০.  আফগানিস্তানের রাজধানীর নাম কী ?


 উত্তরঃ কাবুল  


১১. চিন এর রাজধানী নাম কি ?  


 উত্তরঃ বেজিং


১২. মালদ্বীপের রাজধানীর নাম কী ?


 উত্তরঃ মালে                                                                                                                              


১৩. নেপাল মুদ্রার নাম কি ?


 উত্তরঃ রুপি


১৪ . নেপালের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?


 উত্তরঃ মাউন্ট এভারেস্ট 


১৫. নেপালের প্রধান নদীর নাম কি ?


 উত্তরঃ কালিগন্ডকী    


১৬. নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ? 


 উত্তরঃ বিদ্যা দেবী ভান্ডারি


১৭. নেপালের পার্লামপন্টের নাম কি ? 


 উত্তরঃ রাষ্ট্রীয় পঞ্চায়েত 


১৮. ভুটানের মুদ্রার নাম কি ? 


 উত্তরঃ ন্যুলট্রাম 


১৯. ভুটানের সরকারি ভাষার নাম কি ?


 উত্তরঃ জাংথা  


২০. ভুটানের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ? 


 উত্তরঃ কুলাকাংড়ি 


২১. ভুটানের প্রধান নদীর নাম কি ?  


 উত্তরঃ মানস 


২২. বজ্রপাতের দেশ কাকে বলা হয় ? 


 উত্তরঃ ভুটান 


২৩. ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ? 


 উত্তরঃ লোটে শেরিং 


২৪. ভুটানের পার্লামেন্ট এর নাম কি ? 



 উত্তরঃ সোংডু



২৫. বাংলাদেশের মুদ্রার নাম কি ? 


 উত্তরঃ টাকা 


২৬. বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি ? 


 উত্তরঃ কেওক্রাডং 


২৭. বাংলাদেশর পার্লামেন্ট এর নাম কি ? 


 উত্তরঃ জাতীয় সংসদ  


২৮. বাংলাদেশর বর্তমান স্পিকারের নাম কি ? 


 উত্তরঃ শিরীন শারমিন চৌধুরী 


২৯. মায়ানমার এর মুদ্রার নাম কি ? 


 উত্তরঃ কিয়াত


৩০. মায়ানমারের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি ? 


 উত্তরঃ কাকাবোরাজি 


৩১. মায়ানমারের প্রধান নদীর নাম কি ? 


 উত্তরঃ ইরাবতী 


৩২. শ্রীলঙ্কার প্রধান ভাষার নাম কী ? 


 উত্তরঃ সিংহলি


৩৩. শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতির নাম কি ? 


 উত্তরঃ গোতাবায়া রাজাপক্ষ


৩৪. শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ? 


 উত্তরঃ পেড্রোতালাগালা 


৩৫. শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি ? 


 উত্তরঃ মহাবলী গঙ্গা  


৩৬. প্রাচ্যের মুক্তো কোন দেশ কে বলা হয় ? 


 উত্তরঃ শ্রীলঙ্কা 


৩৭. দারুচিনি দ্বীপ কাকে বলা হয় ?  


 উত্তরঃ শ্রীলঙ্কা 


৩৮. পাকিস্তানের সরকারি ভাষা কি ? 


 উত্তরঃ উর্দু


৩৯. পাকিস্তানের প্রধান নদীর নাম কি ?  


 উত্তরঃ সিন্ধু


৪০. পাকিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ? 


 উত্তরঃ তিরিচমির 


৪১. আফগানিস্তানের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি ? 


 উত্তরঃ নেশাক


৪২. চিনের মুদ্রার নাম কি ?  


 উত্তরঃ রেনমিনবি


৪৩. চিনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ? 


 উত্তরঃ লি খছিয়াং


৪৪. ডুরান্ড রেখা কোন দু-দেশের সীমানা নির্ধারণ করে ? 


 উত্তরঃ ভারত ও আফগানিস্তান 


৪৫. স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ যে দেশগুলির সঙ্গে সম্পর্কিত- 


 উত্তরঃ ভারত ও পাকিস্তান 


৪৬. তিনবিঘা করিডোর যোগ করেছে- 


 উত্তরঃ ভারত ও বাংলাদেশ 


৪৭. মাধেসি উপজাতি কোন দেশে বাসকরে ? 


 উত্তরঃ নেপাল 


৪৮. SAARC এর সদর দপ্তর কোথায় ? 


 উত্তরঃ নেপালের, কাঠমান্ডু


৪৯. BRICS এর সদর দপ্তর কোথায় ? 


 উত্তরঃ চিনের, সাংহাই 


৫০. ভরতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কেনটি ? 


 উত্তরঃ মালদ্বীপ 


৫১. ভারতের আন্তর্জাতিক সিমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার সঙ্গে ? 


 উত্তরঃ বাংলাদেশ 


৫২. কোন দেশকে India's Teardrop বলা হয় ? 


 উত্তরঃ শ্রীলঙ্কা 


৫৩. Graveyard of Empires কোন দেশকে বলা হয়- 


 উত্তরঃ আফগানিস্তান 


৫৪. র‍্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ? 


 উত্তরঃ ভারত ও পাকিস্তান 


৫৫. আদম সেতু ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশকে সংযুক্ত করেছে ?  


 উত্তরঃ শ্রীলঙ্কা 

👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2










3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post