লোকসভা ও রাজ্যসভা সম্পর্কিত প্রশ্ন PDF | indian polity for wbcs

Top 50 Indian Polity Gk Question | Important Gk for WBCS 2022 | Indian Constitution Gk 


১. লোকসভার আসন সংখ্যা সর্বাধিক কত ? 


 উত্তরঃ ৫৫২


২. লোকসভায় রাজ্যগুলি থেকে কত জনের আসন আছে ?


 উত্তরঃ ৫৩০


৩. লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে আসন সংখ্যা কত ?


 উত্তরঃ ২০ 


৪. লোকসভায় রাষ্ট্রপতি কত জন ইঙ্গ-ভারতীয় সদস্য মনোনীত করেন ? 


 উত্তরঃ ২ জন 


৫. বর্তমানের লোকসভার মোট সদস্য সংখ্যা হল ?


 উত্তরঃ ৫৪৫  


৬. লোকসভায় সদস্য হতে ন্যূনতম বয়স লাগে ?


 উত্তরঃ ২৫ বছর  


৭. সাধারণভাবে লোকসভার সদস্যের কার্যকাল কত ?


 উত্তরঃ ৫ বছর  


৮. ভারতীয় সংসদের নিম্নকক্ষ হল-  


 উত্তরঃ লোকসভা


৯. লোকসভার আসন সংখ্যা কত সাল পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে ?  


 উত্তরঃ ২০২৬   


১০. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে ?


 উত্তরঃ ৮৪ তম সংশোধন, ২০০১


১১. লোকসভার স্পিকার হতে ন্যূনতম বয়স কত লাগে ?  


 উত্তরঃ ২৫ বছর 


১২. লোকসভার স্পিকারের কার্যকালের মেয়াদ কত ? 


 উত্তরঃ ৫ বছর  


১৩. রাষ্ট্রপতি রাজ্যসভায় কত জন সদস্য মনোনীত করতে পারেন ?


 উত্তরঃ ১২ জন  


১৪. রাজ্যসভার সদস্য হতে ন্যূনতম বয়স লাগে ?


 উত্তরঃ ৩০ বছর 


১৫. রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন ?


 উত্তরঃ উপরাষ্ট্রপতি 


১৬. রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত ?


 উত্তরঃ ২৫০ জন 


১৭. রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত  ?


 উত্তরঃ ২৪৫  


১৮. রাজ্যসভার সদস্যের কার্যকালের মেয়াদ ? 


 উত্তরঃ ৬ বছর 


১৯. সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় ?


 উত্তরঃ রাজ্যসভা


২০. ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন ?


 উত্তরঃ ৯৩ ধারায়


২১. স্পিকার কে পদচ্যুতি করতে হলে কতদিনের পূর্ব নোটিস দিতে হয় ? 


 উত্তরঃ ১৪ দিন


২২. লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয় ? 


 উত্তরঃ 10 টি 


২৩. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ ৫ থেকে ৬ বছর করা হয় ? 


 উত্তরঃ ৪২ তম,১৯৭৬


২৪. রাজ্যসভার মোট সদস্যসংখ্যার কতজন প্রতি দুবছর অন্তর অবসর গ্রহণ করেন ? 


 উত্তরঃ এক-তৃতীয়াংশ 


২৫. লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল- 


 উত্তরঃ সংবিধানে নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই 


২৬. মন্ত্রীসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ? 


 উত্তরঃ লোকসভা


২৭. কোন গুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে ? 


 উত্তরঃ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা


২৮. লোকসভার স্পিকার নির্বাচিত হন-


 উত্তরঃ লোকসভার সদস্যগণ কর্তৃক


২৯. লোকসভার দৈনন্দিন অধিবেশন বা সভার কাজকর্মকে মুলতুবি করতে পারেন-


 উত্তরঃ স্পিকার 


৩০. লোকসভার প্রথম স্পিকার হলেন-


 উত্তরঃ জি ভি মাভলঙ্কার 


৩১. কোন বিল অর্থবিল কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেন ? 


 উত্তরঃ স্পিকার 


৩২. লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন-



 উত্তরঃ মীরা কুমার 



৩৩. লোকসভার স্পিকার যিনি পরবর্তীকালে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন-


 উত্তরঃ নীলাম সঞ্জীব রেড্ডি 


৩৪. সর্বাপেক্ষা বেশিদিন ব্যাপি লোকসভার স্পিকার ছিলেন-


 উত্তরঃ বলরাম জাখর


৩৫. লোকসভার বাজেট কমিটির সভাপতি হলেন-


 উত্তরঃ ডেপুটি স্পিকার 


৩৬. লোকসভার অধিবেশন আহব্বান ও স্থগিত করেন-


 উত্তরঃ রাষ্ট্রপতি  


৩৭. স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কে লোকসভায় সভাপতিত্ব করেন ? 


 উত্তরঃ স্পিকার ঘোষিত চেয়ারম্যান প্যানেলের সদস্য 


৩৮. লোকসভার স্পিকার পদত্যাগ পত্র জমা দেন ? 


 উত্তরঃ ডেপুটি স্পিকার  


৩৯. কততম লোকসভায় লোকসভার মেয়দ বাড়িয়ে ছয় বছর করা হয় ? 


 উত্তরঃ পঞ্চম


৪০. সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যাবধান থাকে ? 


 উত্তরঃ ৬ মাস 


৪১. অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উস্থাপিত হতে পারে ? 


 উত্তরঃ কেবলমাত্র লোকসভায় 


৪২. রাষ্ট্রপতি লোকসভায় কোন সম্প্রদায়ের  দু-জন সদস্য মনোনীত করেন ? 


 উত্তরঃ অ্যাংলো-ইন্ডিয়ান


৪৩. সভার কার্য চালানোর জন্য লোকসভায় ন্যূনতম সদস্য উপস্থিত দরকার ? 


 উত্তরঃ এক-দশমাংশ 


৪৪. ভারতে কে সর্বপ্রথম লোকসভার বিরোধী দলনেতার মর্যাদা লাভ করেন ? 


 উত্তরঃ রাম সুভগ সিং


৪৫. সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন-


 উত্তরঃ লোকসভার স্পিকার 


৪৬. লোকসভার প্রথম বাঙালি স্পিকার কে ছিলেন ?


 উত্তরঃ সোমনাথ চট্টোপাধ্যায় 


৪৭. বছরে অন্তত কতবার লোকসভার অধিবেশন আহব্বান হয় ?  


 উত্তরঃ ২ বার


৪৮. কোনটি স্থায়ী কক্ষ ? 


 উত্তরঃ রাজ্যসভা 


৪৯. ভোটদানের অধিকার ২১ থেকে ১৮ করা হয় কোন সংশোধনে ? 


 উত্তরঃ ১৯৮৯,৬১ তম সংশোধন 


50. ভারতীয় সংবিধানের উচ্চকক্ষ হল- 


 উত্তরঃ রাজ্যসভা 

👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2




3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post