ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | Fundamental Rights

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গুলি থেকে গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন শেয়ার করা হলো। চাকরি পরীক্ষায় এখান থেকে কমন আসবেই। 


১. ভারতীয় সংবিধানের কত নং পার্টে মৌলিক অধিকার আছে ?


 উত্তরঃ পার্ট-III


২. বর্তমানে ভারতীয় সংবিধানভুক্ত মৌলিক অধিকার সংখ্যা ?


 উত্তরঃ ৬ টি


৩. জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন- 


 উত্তরঃ রাষ্ট্রপতি 


৪. কোন ধারায় অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা হয়েছে ?


   উত্তরঃ ১৭ নং ধারা


৫. কোন বিচারালয় মৌলিক অধিকারগুলিকে কার্যকর করার ক্ষমতাপ্রাপ্ত ?


 উত্তরঃ সুপ্রিমকোর্ট এবং হাইকোর্ট 


৬. কোনটি মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয় ?

  1. ধর্মীয় স্বাধীনতার অধিকার  

  2. সমতার অধিকার 

  3. ধর্মঘট করার অধিকার 

  4. শোষণের বিরুদ্ধে অধিকার  

উত্তরঃ (3)ধর্মঘটের অধিকার 


৭. বর্তমান সম্পত্তির অধিকার হল একটি- 


 উত্তরঃ সাধারণ আইনি অধিকার   


৮. সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকারের বাদ দেওয়া হয় ?


 উত্তরঃ ৪৪ তম সংশোধনে                         


৯. সংবিধানের কত নং ধারায় সম্পত্তির অধিকার স্বীকৃত হয়েছে ? 


 উত্তরঃ 300(A) নং ধারায়


১০.  আম্বেদকর "সংবিধানের প্রাণ ও আত্মারূপে" বর্ণনা করেছেন ?


 উত্তরঃ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 


১১. সংবিধানের ১৪নং ধারায় কয়টি সাম্য নীতির উল্লেখ আছে ?


 উত্তরঃ ২ টি       


১২. মৌলিক অধিকার এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?   


 উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র  


১৩. কত সালে "অস্পৃশ্যতা আইন" প্রণীত হয় ?


 উত্তরঃ ১৯৫৫  


১৪ . কত সালে"শিক্ষার অধিকার" কে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে ? 


 উত্তরঃ ২০০২


১৫. মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা যার হাতে ন্যস্ত হয়েছে- 


 উত্তরঃ সংসদে


১৬.জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার বিষয়ক কোন ধারাটি বাতিল করা যায়না ?


 উত্তরঃ ২১ নং               


১৭. সংবিধানের কত নং ধারায় সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে ?


 উত্তরঃ ১৪-১৮


১৮. সংবিধানের কত নং ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃত হয়েছে ?


 উত্তরঃ ২৩-২৪


১৯. সংবিধানের কত নং ধারায় ধর্নীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে ?


 উত্তরঃ ২৫-২৮            


২০. কোন মামলা রায় দেয়, সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে না ?


 উত্তরঃ গোলকনাথ মামলা (১৯৬৭) 


২১. মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট কতপ্রকার লেখ জারি করতে পারে ?


 উত্তরঃ ৫  প্রকার 


২২. কোন মৌলিক অধিকারটি সামাজিক বৈষম্যরোধে সচেষ্ট হয়েছে ?


 উত্তরঃ সাম্যের অধিকার        


২৩. সংবিধানের কত নং ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত হয়েছে ? 


 উত্তরঃ ৩২ নং ধারায় 


২৪. কর্মের অধিকারটি বর্তমানে কী ধরনের অধিকারের অন্তর্ভুক্ত ?


 উত্তরঃ অর্থনৈতিক অধিকার 


২৫. কত নং ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে ?


 উত্তরঃ ২২৬ নং ধারায় 


২৬. ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কে বলবৎ করার ক্ষমতা যার রয়েছে-  


 উত্তরঃ সুপ্রিমকোর্ট      


২৭. ভারতীয় সংবিধানের ২৫ নং ধারায় বর্নিত আছে-


 উত্তরঃ ধর্মীয় স্বাধীনতার অধিকার 


২৮. মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন-


 উত্তরঃ মন্ত্রীসভার অনুমোদনসাপেক্ষে রাষ্ট্রপতি  


২৯. কত নং ধারায় শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত অধিকার স্বীকৃত হয়েছে ?


 উত্তরঃ ২৯-৩০ 


৩০.  কোন মৌলিক অধিকারটি বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য ?


 উত্তরঃ ব্যক্তিস্বাধীনতা অধিকার 


৩১. কত নং ধারার অধীনে "ভারতরত্ন" এবং পদ্মশ্রী" পুরষ্কার প্রদান করে ?


 উত্তরঃ ১৮ নং ধারায়      


৩২.কোন লেখ জারি করার মাধ্যমে মৌলিক অধিকারগুলিকে বাধ্যতামূলক করা হয় ?


 উত্তরঃ হেবিয়াস করপাস  


৩৩. সংবিধানের কত নং ধারায় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে ?


 উত্তরঃ ১৯-২২ নং ধারায় 


৩৪. কত নং ধারার মাধ্যমে ১৪ বছরের কমবয়সি শিশুদের খনি,কারখানা ও অন্য কোনো বিপজ্জনক কার্যে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে ?


 উত্তরঃ ২৪ নং ধারায় 


৩৫. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে ?


 উত্তরঃ ৩২ নং ধারায় 


৩৬. ৪৪ তম সংশোধনের আগে সম্পত্তির অধিকার বর্নিত ছিল কত নং ধারায় ?


 উত্তরঃ ৩১ নং ধারায় 


৩৭. মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল ?


 উত্তরঃ ৭ টি


৩৮. কোন ধারার অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষনাবেশণ করতে পারবে ?


 উত্তরঃ ৩০ নং ধারায়  


৩৯. সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?


 উত্তরঃ ১৯৭৮ সালে  


৪০. মৌলিক অধিকার গুলি বর্নিত আছে ?


 উত্তরঃ ১২-৩৫ নং ধারায় 

👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2


[ আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নদনদী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন