বন্ধুরা আজ ইতিহাসের ষোড়শ মহাজনদ সম্পর্কিত ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিদিন এমন পোস্ট পেতে follow করুন exam wbpsc
১. ষোড়শ মহাজনপদের বর্ণনা পাওয়া যায়-
উত্তরঃ ভগবতী সূত্র ও অঙ্গুত্তরনিকায়
২. আলেকজান্ডার সিন্ধু অতিক্রম করেন -
উত্তরঃ ৩২৭ খ্রীস্টপূর্ব
৩. "মগধ" নামক মহাজনপদটির প্রতিষ্ঠাতা হলেন ?
উত্তরঃ ব্রহ্মদত্ত
৪. ভগবতী সূত্র হল-
উত্তরঃ জৈন সাহিত্য
৫. বৃজি ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল-
উত্তরঃ প্রজাতান্ত্রিক
৬. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ মহাপদ্মনন্দ
৭. কার রাজত্বকালে মগধের রাজধানী গিরিব্রজ থেকে পাটলিপুত্র স্থানান্তরিত হয় ?
উত্তরঃ উদয়িন
৮. কে বৈশালিতে মগধের রাজধানী স্থানান্তরিত করেন ?
উত্তরঃ শিশুনাগ
৯. ষোড়শ মহাজনপদের সবচেয়ে শক্তিশালী ছিল-
উত্তরঃ মগধ
১০. কাশী মহাজনপদের রাজধানী কি ছিল ?
উত্তরঃ বারাণসী
১১. মগধের প্রাচীন রাজধানীর নাম কী ?
উত্তরঃ গিরিব্রজ
১২. জনপদীয় যুগে এলাহাবাদ কী নামে পরিচিত ছিল ?
উত্তরঃ বৎস
১৩. অঙ্গ মহাজনদের রাজধানীর নাম কী ?
উত্তরঃ চাম্পা
১৪ . গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান ?
উত্তরঃ মল্ল
১৫. কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ বৎস
১৬. তক্ষশীলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল ?
উত্তরঃ গান্ধারা
১৭. বিখ্যাত মথুরা শহরটি কোন মহাজনদের রাজধানী ছিল ?
উত্তরঃ সুরসেন
১৮.বর্তমান দিল্লি অঞ্চলে কোন মহাজনপদ ছিল ?
উত্তরঃ কুরু
১৯. গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল ?
উত্তরঃ অস্মক
২০. হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ বিম্বিসার
👇👇👇👇👇👇👇👇👇
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।