বন্ধুরা আজ তোমাদের সঙ্গে বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিদিন এমন পোস্ট পেতে exam wbpsc ওয়েবসাইট কে ফলো করুন।
১. অপকেন্দ্র বলকে কি বলে ?
উত্তরঃ অলীক বল
২. কোন যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের চাপ মাপা হয় ?
উত্তরঃ ব্যারোমিটার
৩. ২০ হার্জের নীচের কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে কী বলে ?
উত্তরঃ ইনফ্রাসোনিক
৪. কোন মাধ্যমে শব্দ সর্বাধিক গতিবেগে সঞ্চালিত হতে পারে ?
উত্তরঃ শূন্যস্থান
৫. ফারেনহাইট স্কেলের পরমশূন্য উষ্ণতার মান কত ?
উত্তরঃ -459.4°F
৬. ক্যান্সার থেরাপিতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় ?
উত্তরঃ কোবাল্ট
৭. লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয় ?
উত্তরঃ ডায়াপ্টার এককে
৮. ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে হল-
উত্তরঃ ইলেক্ট্রন প্রবাহ
৯. টরিসেলির শূন্যস্থানে কি থাকে ?
উত্তরঃ পারদবাষ্প
১০. রেডিওকার্বন ডেটিং অভ্রকে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় ?
উত্তরঃ ইলেকট্রিক্যাল
১১. কোন যন্ত্রে যান্ত্রিকশক্তি তড়িৎশক্তিতে রুপান্তরিত হয় ?
উত্তরঃ ডায়নামো
১২. থার্মাল আয়োনাইডেশন তত্ত্ব প্রকাশ করেন-
উত্তরঃ মেঘনাদ সাহা
১৩. কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হয় ?
উত্তরঃ তরলের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে
১৪. কম্পাঙ্ক কোন এককে মাপা হয় ?
উত্তরঃ হার্জ
১৫. কোথায় বস্তুর ওজন শূন্য হয় ?
উত্তরঃ পৃথিবীর কেন্দ্রে
১৬. মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয় ?
উত্তরঃ ক্রিপটন
১৭. সার্কাসের "মত্যুকূপ" খেলা কোন প্রকার বলের ব্যবহারিক প্রয়োগ ?
উত্তরঃ অপকেন্দ্র বল
১৮. যে পদার্থটি চৌম্বক পদার্থ নয়-
উত্তরঃ জিঙ্ক
১৯. তড়িৎ চুম্বকীয় তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তরঃ ম্যাক্সওয়েল
২০. রেডিওকার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স-নির্ধারণে ব্যাবহার করা হয় ?
উত্তরঃ জীবশ্ম
২১. জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন ?
উত্তরঃ জলের আপেক্ষিক তাপ বেশি দুধের কম
২২. ঘর্ষণ বল কোন দিকে কাজ করে ?
উত্তরঃ গতির বিপরীত দিকে
২৩. জার্মান সিলভার কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত ?
উত্তরঃ দস্তা, তামা এবং নিকেল
২৪. কোনো পদার্থের গতিশক্তি দ্বিগুণ করলে,তার ভরবেগের কী পরিবর্তন হবে ?
উত্তরঃ √2 গুণ বৃদ্ধি পাবে
২৫. ভেদন ক্ষমতার নিরিখে কণাগুলির বর্ধিত ক্রমানুযায়ী সাজান ?
উত্তরঃ গামা, আলফা, বিটা
👇👇👇👇👇👇👇👇
[ আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ও প্রতিবেশী দেশ ]
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।