পরবর্তী গুপ্ত যুগের ইতিহাস | gupta dynasty

পরবর্তী গুপ্ত যুগের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম যেগুলি চাকরি পরীক্ষায় বার বার আসে। 



১. মালব রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন ? 


 উত্তরঃ যশোবর্ধন  


২. মালব রাজ্যের রাজধানী কোথায় ছিল ? 


 উত্তরঃ মান্দাসোর 


৩. মৌখারী বংশের রাজধানী কোথায় ছিল ?


 উত্তরঃ কৌনজ               


৪. মৌখারী রাজা গ্রহবার্মা কার নিকট পরাস্ত হন ?  


উত্তরঃ শশাঙ্ক   



৫. সৌরাষ্ট্রে শাসনকারী মৈত্রকা বংশের রাজধানী হল ?


 উত্তরঃ বল্লভি 


৬. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ?


 উত্তরঃ গৌড়      


৭. শশাঙ্ক সিংহাসনে বসেন আনুমানিক ?


 উত্তরঃ ৬০৫ খ্রীস্টাব্দে 


৮. গৌড় বংশের শ্রেষ্ঠ শাসক হলেন ?


 উত্তরঃ শশাঙ্ক  


৯. শশাঙ্কের রাজধানীর কোথায় ছিল ?      


 উত্তরঃ কর্ণসুবর্ণ     


১০.  হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?   


 উত্তরঃ বাণভট্ট     


১১. হর্ষচরিত কার লেখা ?    


 উত্তরঃ বাণভট্ট  


১২. হর্ষবর্ধন তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন- 



 উত্তরঃ থানেশ্বর থেকে কনৌজে                                                                       


১৩. prince of pilgrims কাকে বলা হয় ? 


 উত্তরঃ হিউয়েন সাঙ  


১৪ . শ্বেত হুনদের শাখা কোন অঞ্চল আক্রমণ করে ?


 উত্তরঃ ভারত 


১৫. হর্ষবর্ধনকে "সকলোত্তরপথনাথ" বলা হয়েছে -                             


 উত্তরঃ আইহোল প্রশস্তিতে   


১৬. শেষ পল্লবরাজা ছিলেন- 


 উত্তরঃ অপরাজিত বর্মন 


১৭. বাদামির চালুক্য বংশের পতন ঘটান- 


 উত্তরঃ দন্তিদুর্গ 


১৮. হর্ষবর্ধনের আমলে "ভাগ" বলতে বোঝাত- 


 উত্তরঃ ভূমিরাজস্ব  


১৯. রাজসিংহ নামে পরিচিত ছিলেন- 


 উত্তরঃ দ্বিতীয় নরসিংহবর্মন 


২০. হুন নেতা মিহিরকুলের রাজধানী ছিল- 


 উত্তরঃ শিয়ালকোট  



২১. কত খ্রীস্টাব্দ থেকে হর্ষাব্দ শুরু হয় ?


 উত্তরঃ ৬০৬ খ্রিস্টাব্দ  


২২. "বাতাপিকোন্ড" উপাধি ধারণ করেন- 


 উত্তরঃ প্রথম নরসিংহবর্মন  


২৩. হর্ষবর্ধন প্রথম জীবনে কোন ধর্মের অনুরাগী ছিলেন ?


 উত্তরঃ শৈব ধর্ম  


২৪. হর্ষবর্ধন শেষ জীবনে কোন ধর্মের অনুরাগী ছিলেন ?


 উত্তরঃ বৌদ্ধ ধর্ম 


২৫. ৬২৯ খ্রিঃ হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পর্যটন ভারতে এসেছিলেন ?


 উত্তরঃ হিউয়েন সাঙ   


২৬. কে "শিলাদিত্য" নামে পরিচিত ছিলেন ?  


 উত্তরঃ হর্ষবর্ধন 


২৭. দ্বিতীয় পুলকেশী কার কাছে যুদ্ধে পরাজিত হয়েছিল ?


 উত্তরঃ প্রথম নরসিংহবর্মন  


২৮. শশাঙ্কের রাজধানী বর্তমান কোন জেলায় অবস্থিত ?


 উত্তরঃ মুর্শিদাবাদ  


২৯. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?


 উত্তরঃ দন্তিদূর্গ  


৩০. ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন ? 


 উত্তরঃ প্রথম কৃষ্ণ   


৩১. রাষ্ট্রকূট দের রাজধানীর নাম কি ? 


 উত্তরঃ মান্যক্ষেত


৩২. আইহোল প্রশস্তি কে রচনা করেন ? 


 উত্তরঃ রবিকীর্তি


৩৩. "আইহোল প্রস্তুতি" থেকে কোন রাজার সমন্বে জানা যায় ? 


 উত্তরঃঃ দ্বিতীয় পুলকেশী 


৩৪. দ্বিতীয় পুলকেশীর রাজধানী কোথায় ছিল ? 


 উত্তরঃ বাদামি


৩৫. বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ? 


 উত্তরঃ প্রথম পুলকেশী 

👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2







3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post