গৌতম বুদ্ধ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | Gautam Buddha gk in bengali

 বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে গৌতম বুদ্ধ সম্পর্কিত ৫০ টি প্রশ্ন ও উত্তর শেয়ার করতো। গৌতম বুদ্ধ সম্পর্কিত যত প্রশ্ন চাকরি পরীক্ষায় আসে প্রায় সব এখানে নেওয়া হয়েছে। প্রতিদিন topic wise gk পেতে আমদের ওয়েব সাইট exam wbpsc ফলো করুন।  


১. গৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?

উত্তরঃ  ত্রিপিটক   

২. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের ত্রিপিটক কোন ভাষায় লেখা ?

 উত্তরঃ পালি 

৩. গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনি কে বলা হয় ?

 উত্তরঃ জতক 

৪. গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল ?

 উত্তরঃ লুম্বিনি, নেপাল 

৫. গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি ছিল ? 

 উত্তরঃ সিদ্ধার্থ               

৬. গৌতম বুদ্ধ কোথায় তার বানি প্রথম প্রচার করে ?

 উত্তরঃ সারনাথ 

৭. গৌতম বুদ্ধের মুখ্য বাণী কি ছিল ?

 উত্তরঃ বুদ্ধ, ধর্ম  এবং  সংঘ

৮. কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ? 

 উত্তরঃ বিম্বিসার 

৯. গৌতম বুদ্ধ কোন গাছের নিচে জ্ঞান পান ? 

 উত্তরঃ পিপল   

১০.  গৌতম বুদ্ধ কোথায় তার জ্ঞান বা নির্বাণ লাভ করেন ?   

 উত্তরঃ বোধগয়া  

১১. কাকে "এশিয়ার আলো" বলা হয়ে থাকে ? 

 উত্তরঃ গৌতম বুদ্ধ     

১২. গৌতম বুদ্ধের বাবার নাম কি ? 

 উত্তরঃ শুদ্ধোধন  

১৩. গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল ?

 উত্তরঃ মায়াদেবী   

১৪ . গৌতমবুদ্ধ জন্মের কত দিন পর তার মা মারা যান ?

 উত্তরঃ ৭ দিন   

১৫. গৌতম বুদ্ধের বাবা কোন বংশের ছিলেন ? 

 উত্তরঃ শাক্য                    

১৬. গৌতম বুদ্ধের মা কোন বংশের ছিলেন ? 

 উত্তরঃ কোশলা                         

১৭. গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন ?

 উত্তরঃ ৫৬৩ বা ৫৬৬ খ্রীস্টপূর্ব

১৮. গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিয়ে করেন ?

 উত্তরঃ ১৬ বছর   

১৯. গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ?

 উত্তরঃ যশোধরা                   

২০. গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল ? 

 উত্তরঃ রাহুলা  

২১. গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন ? 

 উত্তরঃ ২৯ বছর 

২২. গয়ায় কোন নদীর ধারে গৌতম বুদ্ধ বিদ্যজ্ঞান লাভ করে ?

 উত্তরঃ নিরাজনা   

২৩. কত বছর বয়সে গৌতম বুদ্ধ বিদ্যজ্ঞান লাভ করে  ?

 উত্তরঃ ৩৫ বছর  

২৪. বর্তমানে "সারনাথ" কোথায় অবস্থিত ? 

 উত্তরঃ উত্তরপ্রদেশ 

২৫. গৌতম বুদ্ধের পালক মাতা কে ছিলেন ? 

 উত্তরঃ গৌতমী 

২৬. গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল ? 

 উত্তরঃ কান্থাক 

২৭. গৌতম বুদ্ধের রথ এর নাম কি ছিল ?   

 উত্তরঃ চান্না 

২৮. গৌতম বুদ্ধের প্রথম ধ্যানের শিক্ষক কে ছিলেন ? 

 উত্তরঃ আলারাকামা

২৯. গৌতম বুদ্ধের পরবর্তী বা দ্বিতীয় শিক্ষক কে ছিলেন ?   

 উত্তরঃ উদ্রাকা রামপুত্রা  

৩০. গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করে ? 

 উত্তরঃ ৪৮৩ বা ৪৮৬ খ্রীস্টপূর্ব 

৩১. গৌতম বুদ্ধ কত বছর বয়সে দেহত্যাগ করেন ? 

 উত্তরঃ ৮০ বছর 

৩২. গৌতম বুদ্ধের জন্মের প্রতিক কি  ? 

 উত্তরঃ পদ্ম, ষাড় এবং হাতি  

৩৩. গৌতম বুদ্ধের ত্যাগের প্রতিক কি ? 

 উত্তরঃ ঘোড়া 

৩৪. গৌতম বুদ্ধের বিদ্যজ্ঞান লাভের প্রতীক কি ? 

 উত্তরঃ বোধগাছ

৩৫. গৌতম বুদ্ধের ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কি ছিল ?

 উত্তরঃ চাকা 

৩৬. গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কি ? 

 উত্তরঃ স্তুপ

৩৭. বিনয় পিটকের রচয়িতা কে ছিলেন ? 

 উত্তরঃ উপালি 

৩৮. সূত্র পিটকের রচয়িতা কে ছিলেন ? 

 উত্তরঃ আনন্দ 

৩৯. বিনয় পিটকের মূল বিষয় কি ছিল ? 

 উত্তরঃ বৌদ্ধ মঠের নিয়ম কানুন 

৪০. সূত্র পিটকের মূল বিষয় হল-

 উত্তরঃ বুদ্ধের উপদেশ 

৪১. প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় ও কবে হয় ? 

 উত্তরঃ ৪৮৩ খ্রীস্টপূর্ব, রাজগ্রীহ

৪২. প্রথম বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন ? 

 উত্তরঃ মহাকাস্যাপা

৪৩. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে কোথায় হয় ? 

 উত্তরঃ ৩৮৩ খ্রীস্টপূর্ব, বৈশালী 

৪৪. দ্বিতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি ছিলেন ? 

 উত্তরঃ সবকামি

৪৫. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় ও কবে হয় ? 

 উত্তরঃ ২৫০ খ্রীষ্টপূর্ব, পাটলিপুত্র 

৪৬. তৃতীয় বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন ? 

 উত্তরঃ মোগনিপুত্তা 

৪৭. চতুর্থ বৌদ্ধ কাউন্সিল কবে ও কোথায় হয় ? 

 উত্তরঃ ৭২ খ্রীস্টাব্দ, কাশ্মীর 

৪৮. চতুর্থ বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন ? 

 উত্তরঃ বসুমিত্র 

 ৪৯. সম্রাট অশোকের সময় কোন বৌদ্ধ কাউন্সিল হয় ? 

 উত্তরঃ তৃতীয় বৌদ্ধ কাউন্সিল 

৫০. নীচের কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন ? 

 উত্তরঃ বিম্বিসার 


আজকের ক্লাসের PDF 

👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF: Link 1

Download Full PDF : Link 2 

Download Full PDF : Link 3 


আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post