বন্ধুরা আজ পশ্চিমবঙ্গে ভূগোল থেকে পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হল। প্রতিদিন Gk এর আপডেট পেতে exam wbpsc কে ফলো করুন।
১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উত্তরঃ সান্দাকফু
২. সান্দাকফু কোন পর্বতশ্রেণী অন্তর্গত ?
উত্তরঃ সিঙ্গালিলা পর্বতশ্রেণী
৩. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে ?
উত্তরঃ পুরুলিয়া
৪. হিমালয়ের পদাদেশের সমভূমি দার্জিলিং জেলায়___ নামে পরিচিত।
উত্তরঃ তরাই
৫. পুরুলিয়া সর্বোচ্চ স্থান কোনটি ?
উত্তরঃ গোর্গাবুরু
৬. শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ বাঁকুড়া
৭. পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ ফালুট
৮. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে ?
উত্তরঃ সিঙ্গালিলা
৯. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ গোর্গাবুরু
১০. পশ্চিমবঙ্গের কোন জেলায় অধিক বালিয়াড়ি দেখা যায় ?
উত্তরঃ পূর্ব মেদিনীপুর
১১. কোন শহরকে "ভূটান যাওয়ার পথ" বলা যেতে পারে ?
উত্তরঃ জলপাইগুড়ি
১২. তিস্তার পূর্বাংশের সমতল ভূভাগ কী নামে পরিচিত ?
উত্তরঃ ডুয়ার্স
১৩. তিস্তা নদীর পশ্চিমাংশের সমতল ভূভাগ কী নামে পরিচিত ?
উত্তরঃ তরাই
১৪ . পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রকৃতিক অংশ কোনটি ?
উত্তরঃ সমভূমি অঞ্চল
১৫. বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান কোনটি ?
উত্তরঃ সাংচুলি
১৬. কোন জেলাটি পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত ?
উত্তরঃ দক্ষিণ ২৪ পরগণা
১৭. দুরবিনদারা পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ ঋষিলা
১৮. "দিয়ারা" অঞ্চলটি কোন জেলার সাথে সম্পর্কযুক্ত ?
উত্তরঃ মালদাহ
১৯. ভারতের উচ্চতম রেলস্টেশন অবস্থিত কোন শহরে ?
উত্তরঃ ঘুম
২০. দার্জিলিং হিমালয় রেলওয়ে কবে ওয়ার্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় ?
উত্তরঃ ১৯৯৯
২১. পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত ?
উত্তরঃ ৩৬৩০ মিটার
২২. বরাভূমি বলতে কী বোঝায় ?
উত্তরঃ এবড়ো খেবড়ো ভূমি
২৩. কোন শৈলশিরাটি "ডাংকিয়া" নামে পরিচিত ?
উত্তরঃ দার্জিলিং-কার্শিয়াং
২৪. সান্দাকাফু পর্বতশৃঙ্গ কোন জেলা অবস্থিত ?
উত্তরঃ কালিম্পং
২৫. মামা-ভাগনে পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ বীরভূম
👇👇👇👇👇
আরও পড়ুনঃ ভারতীয় সংবিধানে গণপরিষদ সম্পর্কিত ৬০ টি প্রশ্ন।
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।