পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতি সম্পর্কিত প্রশ্ন PDF | west bengal geography

 বন্ধুরা আজ পশ্চিমবঙ্গে ভূগোল থেকে পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হল। প্রতিদিন Gk এর আপডেট পেতে exam wbpsc কে ফলো করুন। 



১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী ? 

উত্তরঃ  সান্দাকফু 

২. সান্দাকফু কোন পর্বতশ্রেণী অন্তর্গত ?

 উত্তরঃ সিঙ্গালিলা পর্বতশ্রেণী      

৩. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে ?

 উত্তরঃ পুরুলিয়া  

৪. হিমালয়ের পদাদেশের সমভূমি দার্জিলিং জেলায়___ নামে পরিচিত।   

 উত্তরঃ তরাই          

৫. পুরুলিয়া সর্বোচ্চ স্থান কোনটি  ? 

 উত্তরঃ গোর্গাবুরু 

৬. শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ? 

 উত্তরঃ বাঁকুড়া 

৭. পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ?       

উত্তরঃ   ফালুট  

৮. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে ?

 উত্তরঃ সিঙ্গালিলা

৯. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?   

 উত্তরঃ গোর্গাবুরু

১০.  পশ্চিমবঙ্গের কোন জেলায় অধিক বালিয়াড়ি দেখা যায়  ?

 উত্তরঃ পূর্ব মেদিনীপুর 

১১. কোন শহরকে "ভূটান যাওয়ার পথ" বলা যেতে পারে ?  

উত্তরঃ  জলপাইগুড়ি   

১২. তিস্তার পূর্বাংশের সমতল ভূভাগ কী নামে পরিচিত  ?

 উত্তরঃ ডুয়ার্স                                                      

১৩. তিস্তা নদীর পশ্চিমাংশের সমতল ভূভাগ কী নামে পরিচিত ?

 উত্তরঃ তরাই 

১৪ . পশ্চিমবঙ্গের বৃহত্তম ভূপ্রকৃতিক অংশ কোনটি ?

 উত্তরঃ সমভূমি অঞ্চল

১৫. বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান কোনটি ?

 উত্তরঃ সাংচুলি                  

১৬. কোন জেলাটি পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত ?

 উত্তরঃ দক্ষিণ ২৪ পরগণা                        

১৭. দুরবিনদারা পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? 

 উত্তরঃ ঋষিলা 

১৮. "দিয়ারা" অঞ্চলটি কোন জেলার সাথে সম্পর্কযুক্ত ? 

 উত্তরঃ মালদাহ  

১৯. ভারতের উচ্চতম রেলস্টেশন অবস্থিত কোন শহরে ?

 উত্তরঃ ঘুম

২০. দার্জিলিং হিমালয় রেলওয়ে কবে ওয়ার্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় ?

 উত্তরঃ ১৯৯৯

২১. পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত ?

 উত্তরঃ ৩৬৩০ মিটার

২২. বরাভূমি বলতে কী বোঝায় ?

 উত্তরঃ এবড়ো খেবড়ো ভূমি

২৩. কোন শৈলশিরাটি "ডাংকিয়া" নামে পরিচিত ?

 উত্তরঃ দার্জিলিং-কার্শিয়াং 

২৪. সান্দাকাফু পর্বতশৃঙ্গ কোন জেলা অবস্থিত ? 

 উত্তরঃ কালিম্পং 

২৫. মামা-ভাগনে পাহাড় কোন জেলায় অবস্থিত ?  

 উত্তরঃ বীরভূম       

👇👇👇👇👇

 Download PDF - Click Here

 Download PDF - Click Here

Download PDF - Click Here


আরও পড়ুনঃ ভারতীয় সংবিধানে গণপরিষদ সম্পর্কিত ৬০ টি প্রশ্ন। 

3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন