বৈদিক সভ্যতার ইতিহাস PDF | exam wbpsc history

বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে বৈদিক সভ্যতার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। অধ্যায় ভিত্তিক Gk আপডেট পেতে exam wbpsc ওয়েবসাইট ফলো করুন।





১. আর্য শব্দের অর্থ হল

উত্তরঃ চাষ করা 

২. বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়  ?

উত্তরঃ ১৫০০-১০০০ খ্রীস্টপূর্বে           

৩. উপনিষদ গুলির বিষয়বস্তু হল ?

 উত্তরঃ দর্শন  

৪. ঋগবেদে নীচের কোন নদীর উল্লেখ নেই ?

উত্তরঃ পেরিয়ার 

৫. কোনটি প্রাচীনতম বেদ ?  

 উত্তরঃ ঋগবেদ       

৬. কোন প্রাণীকে ঋকবেদে "অঘ্ন্য" বলা হত ?

উত্তরঃ গোরু  

৭. গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় ?

 উত্তরঃ ঋগবেদে

৮. গায়েত্রী মন্ত্র কে রচনা করেন  ?

 উত্তরঃ বিশ্বমিত্র              

৯. রাভী বা ইরাবতী নদী ঋগবেদে কী নামে খ্যাত ? 

উত্তরঃ পুরুষনি 

১০.  সংস্কৃত ব্যাকরণ রচনা করেন-

উত্তরঃ পাণিনি    

১১. আদি বৈদিক যুগে আর্যদের ধর্মবিশ্বাস ছিল প্রধানত-

 উত্তরঃ প্রাকৃতিপূজা এবং যজ্ঞ  

১২. কোন বেদ যাদুবিদ্যা এবং মন্ত্র নিয়ে রচিত ?

উত্তরঃ অথর্ববেদ                                                

১৩. ন্যায়সূত্র এর লেখক কে ?

 উত্তরঃ গৌতম 

১৪ . মানুস্মৃতি-তে মূলত কোন বিষয়ে আলোচনা করা হয়েছে ?

 উত্তরঃ আইন 

১৫. আর্য কথাটির আক্ষরিক অর্থ কী ?

 উত্তরঃ মহান                  

১৬. "সত্যমের জয়তে" কথাটি গৃহীত-

উত্তরঃ  মুন্ডক উপনিষদ                      

১৭. পুরুষমেধ এর উল্লেখ কোথায় আছে ?

উত্তরঃ শতপথ ব্রাহ্মণ                

১৮. যোগ দর্শনের ব্যাখ্যা দেন-  

 উত্তরঃ পতঞ্জলি

১৯. অষ্টাধ্যয়ী রচনা করেন-   

 উত্তরঃ পাণিনি

২০. বেদের অপর নাম কী ?

 উত্তরঃ শ্রুতি  

২১. ঋগবেদের কততম মন্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে ? 

 উত্তরঃ তৃতীয় মন্ডল 

২২. যজ্ঞের নিয়মকানুন আলোচনা করা হয়েছে ?

 উত্তরঃ যজুর্বেদে  

২৩. কোন ভাষায় বেদ রচিত হয়েছিল ?

 উত্তরঃ সাংস্কৃত

২৪. বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কী ?

 উত্তরঃ নিষ্ক   

২৫. দশরাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল ?  

 উত্তরঃ পুরুষ্ণী  

২৬. বৈদিক আর্যরা কী দিয়ে বাড়িঘর নির্মাণ করত  ?   

 উত্তরঃ পোড়া ইট 

২৭. বৌদিক ধর্ম পরবর্তীকালে কী নামে বিকাশ লাভ করে ?  

 উত্তরঃ ব্রাহ্মণ ধর্ম   

২৮. ঋগবৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিল ?

 উত্তরঃ ইন্দ্র   

২৯.ঋগবৈদিক যুগে আলোর দেবতা ছিলেন ?  

 উত্তরঃ মিত্র 

৩০. দশরাজার যুদ্ধ কাহিনি কোথায় লিপিবদ্ধ আছে  ?

উত্তরঃ  ঋগবেদে


👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1
Download Full PDF : Link 3 





3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post