পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান | west bengal gk in bengali | wbpsc exam

বন্ধুরা আজ তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের Gk থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করবো যেগুলি সাধারণ জ্ঞান এবং চাকরি পরীক্ষার জন্য জানা আবশ্যিক।





১. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?

উত্তরঃ কলকাতা 

২. পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত  ?

উত্তরঃ ২৩ টি

৩. পশ্চিমবঙ্গের ২৩ তম জেলা কোনটি ?

উত্তরঃ পশ্চিম বর্ধমান 

৪. পশ্চিমবঙ্গ কোন অক্ষাংশে অবস্থিত ?

উত্তরঃ  ২১°৩৮' উত্তর - ২৭°১০' উত্তর 

৫. পশ্চিমবঙ্গ কোন দ্রাঘিমাংশে আবস্থিত ?

উত্তরঃ ৮৫°৫০' পূর্ব - ৮৯°৫০' পূর্ব         

৬. পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম দিকে কোন দেশ আছে ?

উত্তরঃ নেপাল 

৭. পশ্চিমবঙ্গের আয়তনের নিরিখে সবচেয়ে বড়ো জেলা কোনটি ?

উত্তরঃ দক্ষিণ ২৪ পরগণা 

৮. পশ্চিমবঙ্গের আয়তনের সবচেয়ে ছোটো জেলা  ?

উত্তরঃ কলকাতা

৯. পশ্চিমবঙ্গে মোট কয়টি প্রশাসনিক বিভাগ আছে ?

 উত্তরঃ ৫ টি 

[ মালদা,বর্তমান, জলপাইগুড়ি, প্রেসিডেন্সি এবং মেদিনীপুর ] 

১০.  পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি হল ?

 উত্তরঃ সুন্দরবন 

১১. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সর্বাধিক ?

 উত্তরঃ উত্তর ২৪ পরগণা 

১২. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক ?

 উত্তরঃ কলকাতা                                                      

১৩. পশ্চিমবঙ্গের লোকসভার নির্বাচন কেন্দ্র কটি ?

 উত্তরঃ ৪২ টি

১৪ . পশ্চিমবঙ্গের রাজ্যসভায় প্রতিনিধি সংখ্যা কত ?

উত্তরঃ ১৬ টি 

১৫. পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন কেন্দ্র কত ?

 উত্তরঃ ২৯৫ টি [ ২৯৪ নির্বাচিত + ১ মনোনীত ]

১৬. পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত ?

 উত্তরঃ ৭৭.০৮% 

১৭. কোন শহরকে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বলে ?

 উত্তরঃ শিলিগুড়ি                         

১৮. পশ্চিমবঙ্গে মোট কটি ওয়ার্ড হেরিটেজ সাইট আছে ? 

উত্তরঃ ২ টি

১৯. পশ্চিমবঙ্গের ২টি  ওয়ার্ড হেরিটেজ স্থান ? 

উত্তরঃ সুন্দরবন এবং দার্জিলিং হিমালয় রেলওয়ে 

২০. সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় ?

উত্তরঃ ১৯৮৭ 

২১. পশ্চিমবঙ্গের মোট কটি জাতীয় উদ্যান রয়েছে ? 

 উত্তরঃ ৬ টি 

২২. পশ্চিমবঙ্গ ভারেতর কোন দিকে অবস্থিত ? 

উত্তরঃ পূর্ব 

২৩. স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে কটি জেলা ছিল ?

উত্তরঃ ১৪ টি  

২৪. পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমানা সবচেয়ে কম ?

উত্তরঃ সিকিম  

২৫. পশ্চিমবঙ্গের সঙ্গে সিমানা সবচেয়ে বেশি কোন রাজ্যের ? 

উত্তরঃ ঝাড়খণ্ড  

২৬. জনঘনত্ব বিচারে পশ্চিমবঙ্গ কত নম্বরে ? 

উত্তরঃ দ্বিতীয়

২৭. ভারতের রুঢ় বলা হয় কাকে ? 

উত্তরঃ দুর্গাপূর 

২৮. সিটি অফ জয় বলা হয় কাকে ?

 উত্তরঃ কলকাতা  

২৯.পশ্চিমবঙ্গ কবে গঠিত হয়েছে ? 

উত্তরঃ ১৫ আগস্ট ১৯৪৭

৩০. পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি  ?

উত্তরঃ পশ্চিম বর্তমান  

৩১. ঝাড়গ্রাম জেলাটি কোন জেলা ভেঙ্গে গঠিত হয় ?  

 উত্তরঃ পশ্চিম মেদিনীপুর 

৩২. পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি ? 

 উত্তরঃ ছাতিম 

৩৩. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি ?

 উত্তরঃ মেছোবিড়াল  

৩৪. পশ্চিমবঙ্গের রাজ্য পাথি কী ? 

উত্তরঃ মাছরাঙা 

৩৫. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি  ?

উত্তরঃ  শিউলি 


আরও পড়ুনঃ ভিটামিন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 


👇👇👇👇👇

Download Full PDF - Link 1

Download Full PDF - Link 2

Download Full PDF - Link 3



3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post