জৈন ধর্ম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | jainism

 বন্ধুরা আজ তোমাদের সঙ্গে জৈন ধর্ম সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। অধ্যায় ভিত্তিক Gk পোস্ট পেতে exam wbpsc ওয়েবসাইটি ফলো করুন। 


১. জৈন ধর্মের গুরুদের কি বলা হয় ?

 উত্তরঃ তীর্থঙ্কর                

২. জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিল ? 

 উত্তরঃ ২৪ জন        

৩. জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ? 

 উত্তরঃ ঋষভনাথ 

৪. ঋঘভ দেবের প্রতীক কি ছিলেন ?

 উত্তরঃ ষাড় 

৫. জৈন ধর্মের ২৩ তম তীর্থাঙ্কর কে ছিলেন ?

 উত্তরঃ পার্শ্বনাথ

৬. পার্শ্বনাথের প্রতীক কি ছিল ?

 উত্তরঃ সাপ      

৭. জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন ? 

 উত্তরঃ মালিনাথ

৮. জৈন ধর্মের ২৪ তম তীর্থঙ্কর কে ছিলেন ?

 উত্তরঃ মহাবীর 

৯. মহাবীর এর প্রতীক কি ছিল ?

 উত্তরঃ সিংহ

১০. জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয় ?   

 উত্তরঃ মহাবীর 

১১. মহাবীরের বাবার নাম কি ?

 উত্তরঃ সিদ্ধার্থ                                           

১২. মহাবীরের মায়ের নাম কি ?

 উত্তরঃ ত্রিশলা  

১৩. জৈন ধর্মের সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান এই তিনটি কে একত্রে কি বলে ?

 উত্তরঃ ত্রিবত্ন

১৪. জৈনরা কটি সম্প্রদায়ের বিভক্ত ? 

 উত্তরঃ ২টি      

১৫. নীচের কোনটি জৈন সম্প্রদায়  ?

 উত্তরঃ দিগম্বর এবং শ্বেতাম্বর     

১৬. জৈন সাহিত্য কোন ভাষায় লেখা ? 

 উত্তরঃ প্রাকৃত  

১৭. জৈন ধর্ম কত সালে বিস্তার লাভ করে ?

 উত্তরঃ খ্রীস্টপূর্ব ষষ্ঠ শতকে              

১৮. মহাবীর কবে জন্মগ্রহণ করেন ?

 উত্তরঃ ৫৪০ বা ৫৯৯ খ্রীস্টপূর্ব      

১৯. মহাবীর কোথায় জন্মগ্রহন করে ? 

 উত্তরঃ বিহারের বৈশালীর, কুন্ডগ্রাম 

২০. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ?

 উত্তরঃ গোসাল

২১. মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন ?

 উত্তরঃ জৈমেলী 

২২. মহাবীর কত সালে মারা যায় ?

 উত্তরঃ ৪৬৮ বা ৫২৭ খ্রীস্টপূর্ব 

২৩. জৈন দের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?

 উত্তরঃ দ্বাদশ অঙ্গ 

২৪. দিগম্বর (নগ্ন সাধনায় বিশ্বাসী) শাখার প্রবক্তা হলেন ?

 উত্তরঃ ভদ্রবাহু

২৫. শ্বেতম্বর(শ্বেত বস্ত্র পরিধানে বিশ্বাসী) শাখার প্রবক্তা হলেন ? 

 উত্তরঃ স্থূলভদ্র 

২৬. প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়- 

 উত্তরঃ ৩০০ খ্রীস্টপূর্ব 

২৭. জৈন ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম হল-

 উত্তরঃ কল্পসূত্র 

২৮. জৈন ধর্মের সম্মেলন দুটি অনুষ্ঠিত হয় যথাক্রমে-

 উত্তরঃ পাটলিপুত্র এবং বলভীতে

২৯. কোন রাজার রাজত্বকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটে ? 

 উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য 

৩০. মহাবীর কোন রাজার সমসাময়িক ছিলেন ?

 উত্তরঃ বিম্বিসার 

👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF: Link 1

Download Full PDF: Link 2

Download Full PDF: Link 3

 

[ আরও পড়ুনঃ গৌতম বুদ্ধ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post