বন্ধুর আজ তোমাদের সঙ্গে ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা থেকে ৪০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম। এই প্রশ্ন গুলি থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবেই। প্রতিদিন এমন পোস্ট পেতে exam wbpsc ওয়েবসাইট কে ফলো করুন।
১. কে প্রস্তাবনাকে "Political Horoscope' বলে মন্তব্য করেন ?
উত্তরঃ কে এম মুন্সী
২. প্রস্তাবনাকে " A key to the constitution " বলেন কে ?
উত্তরঃ আর্নেস্ট বার্কার
৩. ভারতীয় সংবিধানে উল্লিখিত "Residual Powers" এর ধারণাটি যে দেশ থেকে সংগৃহীত-
উত্তরঃ কানাডা
৪. কত সালের সংবিধান সংশোধন দ্বারা "ধর্মনিরপেক্ষ,সমাজতন্ত্র ও সংহতি" শব্দগুলি যুক্ত হয় ?
উত্তরঃ 1976 সালে
৫. যে দেশের অনুকরণে ভারতীয় শাসনতন্ত্রে পার্লামেন্টারি শাসনব্যাবস্থার রুপায়ণ ঘটেছে ?
উত্তরঃ ব্রিটেন
৬. সংবিধানের প্রস্তাবনায় যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, তা হল -
উত্তরঃ গণতান্ত্রিক সমাজবাদ
৭. সংবিধানে লোকপালের ধারনাটি গৃহীত কোন দেশ থেকে ?
উত্তরঃ সুইডেন
৮. "সংবিধান সংশোধনের ধারণা " গৃহীত কোন দেশর সংবিধান থেকে ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
৯. কোনটি ভারত ও আমেরিকা উভয় দেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য ?
উত্তরঃ সংবিধানের তত্ত্বাবধায়ক হিসাবে যুক্তরাষ্ট্রীয় সুপ্রিমকোর্ট গঠন
১০. কে মন্তব্য করেছেন "প্রস্তাবনাই হল সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ" ?
উত্তরঃ ঠাকুরদাস ভার্গাব
১১. কোন দেশের সংবিধানের প্রথম একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
১২. সুপ্রিমকোর্ট কোন মামলায় রায় দেয় যে,প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অংশ বিশেষ ?
উত্তরঃ কেশবানন্দ ভারতী মামলা (১৯৭৩)
১৩. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনও পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে ?
উত্তরঃ ১ বার
১৪. ১৯৭৬ সালের ৪২ তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয় ?
উত্তরঃ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ
১৫. ভারতীয় রাষ্ট্রব্যাবস্থার প্রকৃতি হল-
উত্তরঃ গণতান্ত্রিক
১৬. ভারতীয় সংবিধানের কোন অংশকে "রত্নসম্ভার" বলে ?
উত্তরঃ প্রস্তাবনা
১৭. কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে 'নিষ্ঠাপূর্ণ সংকল্প" বলে বর্ণনা করেছেন ?
উত্তরঃ ধীরেন্দ্রনাথ সেন
১৮. কে সংবিধান কে "সংবিধানের আত্মা" বলেছেন ?
উত্তরঃ ঠাকুরদাস ভার্গব
১৯. কে প্রস্তাবনা কে "সাংবিধানের পরিচয়পত্র" বলে অভিহিত করেছেন ?
উত্তরঃ নানি পাল্কিওয়ালা
২০. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারনাটি সর্বপ্রথম উস্থাপন করেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু
২১. ভারতীয় সংবিধান বর্ণিত একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের থেকে গৃহীত ?
উত্তরঃ ব্রিটেন
২২. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে সংবিধানের উৎস হল-
উত্তরঃ ভারতবর্ষের জনগণ
২৩. মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের থেকে গৃহীত ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
২৪. কোন আইনকে মডেল করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে ?
উত্তরঃ ভারতশাসন আইন, ১৯৩৫
২৫. সংবিধানের প্রস্তাবনা ধারনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
২৬. সংবিধানের "মৌলিক কর্তব্য" কোন দেশ থেকে গৃহীত ?
উত্তরঃ সোভিয়েত রাশিয়া
২৭. সংবিধানের "জরুরি অবস্তার ধারনাটি" গৃহীত ?
উত্তরঃ জার্মানি
২৮. ভারতীয় গণতন্ত্রের প্রকৃতিটি হল-
উত্তরঃ বহুদলীয় ও সংসদীয়
২৯. কোন দেশের সংবিধান থেকে "বিচারবিভাগীয় পুনর্বিবেচনা" ধারনাটি গৃহীত ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
৩০. সংবিধানের কোন অংশকে "সংবিধানের প্রাণ বলে উল্লেখ করা হয় ?
উত্তরঃ প্রস্তাবনা
৩১. কততম সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল প্রস্তাবনা ?
উত্তরঃ ৪২ তম
৩২. কোন মামলায় সুপ্রিমকোর্ট রায় দেয় প্রস্তাবনা সংবিধানের অংশ নয় ?
উত্তরঃ বেরুবাড়ি মামলা (১৯৬০)
৩৩. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি গৃহীত হয়েছে-
উত্তরঃ আয়ারল্যান্ড
৩৪. সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটি গৃহীত হয় কোন দেশ থেকে ?
উত্তরঃ গ্রেট ব্রিটেন
৩৫. ভরতের প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
উত্তরঃ অস্ট্রেলিয়া
৩৬. স্পিকার / প্রধানমন্ত্রী / রাষ্ট্রপতির ধারনা গৃহীত-
উত্তরঃ ব্রিটেন
৩৭. জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ সংক্রান্ত নিয়ম গৃহীত-
উত্তরঃ জার্মানি
৩৮. উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান ধারণাটি নেওয়া হয়েছে-
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
৩৯. পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি গৃহীত-
উত্তরঃ সোভিয়াত রাশিয়া
৪০. রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্যের ধারণাটি গৃহীত-
উত্তরঃ আয়ারল্যান্ড
👇👇👇👇👇👇👇👇👇
[ আরও পড়ুনঃ ভারতীয় সংবিধানের গণপরিষদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর ]
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।