ভারতীয় সংবিধানের গণ পরিষদ সম্পর্কিত প্রশ্ন PDF | making of constitution

 বন্ধুরা আজ ভারতের গণ পরিষদ থেকে ৬০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল। যেগুলি চাকরি পরীক্ষায় বারবার আসে। প্রতিদিন gk আপডেট পেতে exam wbpsc ওয়েবসাইট কে follow করুন। 



১. ভারতীয় সংবিধান কবে লাগু হয় ?

 উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৫০

২. ১৯৪৬ সালে গণ পরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন ?

 উত্তরঃ সচ্চিদানন্দ সিনহা 

৩. কাকে সংবিধানের স্থাপত্তি বলে মনে করা হয় ? 

 উত্তরঃ বি আর আম্বেদকর  

৪. কবে গণপরিষদ গঠনের দাবি প্রথম উপস্থাপিত হয়েছিল ?

 উত্তরঃ ১৯২৩  

৫. সংবিধানের প্রথম স্থানীয় সভাপতি  ? 

উত্তরঃ  রাজেন্দ্র প্রসাদ  

৬. ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে ?

 উত্তরঃ ২৬ নভেম্বর ১৯৪৯ 

৭. গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল ?   

 উত্তরঃ ৩৮৯ 

৮. কার অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল ?

 উত্তরঃ ক্যাবিনেট মিশন প্ল্যান        

৯. গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা ছিল- 

 উত্তরঃ ৭৩ 

১০.  গণপরিষদের খসড়া কমিটির প্রধান কে ছিলেন ?

 উত্তরঃ বি আর আম্বেদকর  

১১. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

 উত্তরঃ দিল্লি    

১২. গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?

 উত্তরঃ মার্চ, ১৯৪৬ 

১৩. কবে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ?

 উত্তরঃ ৯ ডিসেম্বর ১৯৪৬ 

১৪ . রাজ্য সংবিধান-সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?

 উত্তরঃ বল্লভভাই পাটেল  

১৫. গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন ?

 উত্তরঃ বি এন রাও  

১৬. কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ?

 উত্তরঃ সচ্চিদানন্দ সিনহা                      

১৭. সাংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম ব্যাক্ত করেন- 

 উত্তরঃ গান্ধিজি                         

১৮. কে প্রথম গণ পরিষদ গঠনের দাবি প্রথম উপস্থাপন করেন ? 

 উত্তরঃ এম এন রায় 

১৯. গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল ?

 উত্তরঃ ৭ জন                 

২০. গণপরিষদের সহসভাপতি ছিলেন- 

  উত্তরঃ হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়  

২১. ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন-  

 উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ 

২২. কে ভারতবন্ধু নামে পরিচিত ছিলেন ?

 উত্তরঃ ক্লিমেন্ট এটলি 

২৩. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ? 

 উত্তরঃ সচ্চিদানন্দ সিনহা 

২৪. গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে সচ্চিদানন্দ সিনহা নাম প্রস্তাব করেন- 

 উত্তরঃ জে বি কৃপালনী   

২৫. কে ক্রিপস প্রস্তাবকে "post dated cheque on a crashing bank বলেছেন ?

 উত্তরঃ গান্ধিজি  

২৬. গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন ? 

 উত্তরঃ জওহরলাল নেহেরু 

২৭. কার প্রতিবেদনে " যুক্তরাষ্ট্রীয়" ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয় ?

 উত্তরঃ মোতিলাল নেহেরু 

২৮. গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন ?

 উত্তরঃ বি আর আম্বেদকর    

২৯.জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করে ? 

 উত্তরঃ ২২ জানুয়ারি ১৯৪৭   

৩০. অন্তর্বতীকালীন সরকারের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন ? 

 উত্তরঃ জওহরলাল নেহেরু   

৩১. আগস্ট অফার প্রকাশিত হয় ? 

 উত্তরঃ ১৯৪০

৩২. কবে গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ শুরু করে ? 

উত্তরঃ  ১৭ নভেম্বর ১৯৪৭

৩৩. ১৯৪৭ সালের কোন মাসে ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি রচিত হয় ? 

 উত্তরঃ অক্টোবর 

৩৪. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ? 

 উত্তরঃ দাদাভাই নৌরজী 

৩৫. ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ? 

 উত্তরঃ জে বি কৃপালনী 

৩৬. নেহেরু রিপোর্ট কমিটিতে (১৯২৮) লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন- 

 উত্তরঃ তেজ বাহাদুর সাপ্রু

৩৭. কত সালে ওয়াভেল প্ল্যান ঘোষিত হয় ? 

 উত্তরঃ জুন, ১৯৪৫

৩৮. গণপরিষদে কত জন মহিলা সদস্য ছিলেন ?

 উত্তরঃ ৯ জন 

৩৯. সিমলা কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয় ? 

 উত্তরঃ ১৯৪৫

৪০. ক্রীপস মিশন কত সালে ভারতে আসে ? 

 উত্তরঃ মার্চ, ১৯৪২

৪১. কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় ? 

 উত্তরঃ আগস্ট, ১৯৪৬ 

৪২. কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে ? 

 উত্তরঃ মার্চ, ১৯৪৬

৪৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 

 উত্তরঃ চার্চিল 

৪৪. কোন বড়োলাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বতীকালীন সরকার গঠিত হয় ? 

 উত্তরঃ ওয়াভেল 

৪৫. গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় ? 

 উত্তরঃ ২২ জুলাই ১৯৪৭

৪৬. ভারতীয় জাতীয় পতাকা কে অঙ্কন করেন ? 

 উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া 

৪৭. ভারতীয় সংবিধানে জনক কাকে বলা হয় ? 

 উত্তরঃ বি আর আম্বেদকর 

৪৮. ভারতী জাতীয় সংগীত কবে গৃহীত হয় ? 

 উত্তরঃ ২৪ জানুয়ারি ১৯৫০

৪৯. জন গন মন কবে প্রথম গাওয়া হয় ? 

 উত্তরঃ ২৭ ডিসেম্বর ১৯১১

৫০. ১৯৪৭ সালে ২৯ আগস্ট কে সংবিধানের খসড়া কমিটির গঠন করে ?  

 উত্তরঃ বি আর আম্বেদকর 

৫১. ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত কত ? 

 উত্তরঃ ৩ঃ২

৫২. ভারতের জাতীয় গান কি ? 

 উত্তরঃ বন্দেমাতরম 

৫৩. "বন্দেমাতরম" গানটি গৃহীত___ থেকে। 

 উত্তরঃ আনান্দ মঠ

৫৪. "আনান্দ মঠ" কার রচনা ? 

 উত্তরঃ বঙ্কিমচন্দ্র  চট্টোপাধ্যায় 

৫৫. "বন্দেমাতরম" গানটি প্রথম কবে গাওয়া হয় ? 

উত্তরঃ ১৮৯৬

৫৬. ভারতীয় জাতীয় গান কবে গৃহীত হয় ? 

 উত্তরঃ ২৪ জানুয়ারি ১৯৫০

৫৭. ভারতীয় জাতীয় প্রতিক কবে গৃহীত হয় ? 

 উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৫০

৫৮. ভারতের সুপ্রিম কোর্ট কবে সংবিধানে গৃহীত হয় ? 

 উত্তরঃ ২৮ জানুয়ারি ১৯৫০

৫৯. কে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন ?  

 উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ 

৬০. কবে গণ পরিষদের সর্বশেষ অধিবেশন বসে ? 

 উত্তরঃ ২৪ জানুয়ারি ১৯৫০

👇👇👇👇👇
Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3 


আরও পড়ুনঃ বৈদিক সভ্যতার ইতিহাস প্রশ্ন ও উত্তর 



3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here





Post a Comment

Previous Post Next Post