পাল বংশ ও সেন বংশের ইতিহাস | Indian History

পাল বংশ ও সেন বংশের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম যেগুলি চাকরি পরীক্ষায় বার বার আসে। 


১. বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?


 উত্তরঃ গোপাল


২.প্রাচীন বাংলার সর্ব শেষ্ঠ সম্রাট কাকে বলা হয় ?  


 উত্তরঃ ধর্মপাল                               


৩. গোপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন ?


 উত্তরঃ ধর্মপাল


৪. "উত্তরাপথ স্বামিন ও পরমেশ্বর" কার উপাধি ছিল ?


 উত্তরঃ ধর্মপাল   


৫. বিক্রমশীলা ও সোমপুরি মহাবিহার কে স্থাপন করেন ?


 উত্তরঃ ধর্মপাল                     


৬. আরব পর্যটক সুলেমান কোন রাজার সভায় এসেছিলেন ?


 উত্তরঃ ধর্মপাল


৭.সবচেয়ে শক্তিশালী পাল রাজা হলেন ?


 উত্তরঃ দেবপাল                  


৮.পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ?


 উত্তরঃ প্রথম মহীপাল 


৯. প্রথম মহীপালের উপাধি কি ছিল ?


 উত্তরঃ বিক্রমশীল


১০.  বৌদ্ধ সন্ন্যাসী ও পন্ডিত অতীশ দীপঙ্কর কোন রাজার সমসাময়িক ছিলেন ?  


 উত্তরঃ মহীপাল


১১. রামপালের সভাকবি কে ছিলেন ? 


 উত্তরঃ সন্ধ্যাকর নন্দী 


১২. প্রথম মহীপাল এর সভাসদ কে ছিলেন ?


 উত্তরঃ রাজশেখর 


১৩. রামচরিত গ্রন্থটি কার লেখা ?     


 উত্তরঃ সন্ধ্যাকর নদী 


১৪ . পাল বংশের শেষ রাজা কে ছিলেন ?         


 উত্তরঃ গোবিন্দপাল       


১৫. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ?


 উত্তরঃ সামন্ত সেন                         


১৬. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠিতা কে ?


 উত্তরঃ বিজয় সেন 


১৭. প্রবন্ধকোশ গ্রন্থটি কার রচনা ?


 উত্তরঃ রাজশেখর 


১৮.উমাপতিধর কার সভাকবি ছিলেন ?


 উত্তরঃ বিজয় সেন     


১৯. বিজয়পুর রাজধানীর স্থাপন করেন ?


 উত্তরঃ বিজয় সেন 


২০. দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ?


 উত্তরঃ বল্লাল সেন   


২১. কৌলীন্য প্রথা কে প্রবর্তন করেন ?


 উত্তরঃ বল্লাল সেন      


22.লক্ষণ সেনের রাজধানী হল ?


 উত্তরঃ লক্ষণাবতী 


২৩. জয়দেব ও ধোয়ি কোন রাজার সভাকবি ছিলেন ?


 উত্তরঃ লক্ষ্মণ সেন     


২৪. "গীত গোবিন্দ" কাব্যের রচয়িতা হলেন ?


 উত্তরঃ জয়দেব   


২৫. বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন ?


 উত্তরঃ লক্ষণ সেন       


২৬. বক্তিয়ার খলজি কার সময় বাংলা আক্রমণ করেন ?


 উত্তরঃ লক্ষণ সেন 


২৭. প্রতিহার সংশের প্রতিষ্ঠাতা হলেন ? 


 উত্তরঃ হরিচন্দ্র  


২৮. প্রতিহার বংশের শেষ রাজা কে ? 


 উত্তরঃ রাজ্যপাল


২৯.প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?


 উত্তরঃ প্রথম ভোজ 


৩০. সেন বংশের শেষ রাজা কে ছিলেন ?


 উত্তরঃ কেশব সেন 


👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3







3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here



Post a Comment

Previous Post Next Post