WBCS Previous Year Question Set 1 | wbcs exam



১. ভারতের বিপ্লেবের জননী কাকে বলা হয় ?

  1. সরোজনী নাইডু

  2. বাসন্তী দেবী 

  3. ভিখাজি রুস্তামজি 

  4. মাতঙ্গিনী হাজরা         

২.আলিপুর বোমার মামলায় শ্রীঅরবিন্দের কৌসুলি কে ছিলেন ?

  1. বিপিনচন্দ্র পাল 

  2. সি আর দাশ 

  3. জি কে গোখলে 

  4. তেজ বাহাদুর                                

৩. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোন সালে ঘটেছিল ?

  1. ১৯১৯ খ্রীস্টাব্দে 

  2. ১৯১৮ খ্রীস্টাব্দে 

  3. ১৯০৯ খ্রীস্টাব্দে 

  4. ১৯০৮ খ্রীস্টাব্দে     

৪. নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন ?

  1. ডিরোজিও

  2. রামমোহন

  3. দেবেন্দ্রনাথ

  4. ডেভিড হেয়ার 

৫. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় - কে রচনা করেন ?

  1. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 

  2. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 

  3. ঈশ্বরচন্দ্র গুপ্ত 

  4. নজরুল ইসলাম                        

৬. ভারতের অর্ধনগ্ন ফকির- ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্মন্ধে বলেছিলেন ?

  1. গান্ধীজী

  2. তেজবাহাদুর 

  3. বি আর আম্বেদকর 

  4. মহম্মদ আলি জিন্না

৭.স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই- কে বলেছিলেন ?

  1. নেতাজী সুভাসচন্দ্র বোস 

  2. বালগঙ্গাধর তিলক                    

  3. শ্রীঅরবিন্দ ঘোষ   

  4. লালা লাজপৎ রায়   

৮.দন্ত চিকিৎসক-রা ব্যাবহার করেন - 

  1. আয়না  

  2. সমতল আয়না 

  3. অবতল আয়না 

  4. উত্তল আয়না                         

৯. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?

  1. ১৯৫১

  2. ১৯৫২

  3. ১৯৫৩

  4. ১৯৫৭ 

১০.  কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল ?

  1. ১৯৪৭  

  2. ১৯৪৯       

  3. ১৯৫০  

  4. ১৯৫১    

১১. যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে ?

  1. সাভারকর  

  2. হরিদয়াল  

  3. মদনলাল ধিংড়া  

  4. মোহন সিং ভাখনা 

১২. কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল ?

  1. ১৯৬৫ 

  2. ১৯৬৭  

  3. ১৯৬৯                                                                   

  4. ১৯৭১                                                                           

১৩. আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী -কে বলেন ?

  1. সি আর দাশ  

  2. শ্রীঅরবিন্দ          

  3. উপেন্দ্রনাথ গাঙ্গুলি 

  4. ব্রহ্মবান্ধব উপাধ্যায় 

১৪ . যে পদ্ধতিতে এল.পি.জি সিলিন্ডার হতে গ্যাস মুক্ত হয় তাকে বলে।

  1. ডিফিউসন          

  2. এফিউসন         

  3. প্রেসার         

  4. ভেন্টিলেসন    

১৫. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

  1. ৮-ই মার্চ                          

  2. ৫-ই জুন 

  3. ১লা-জুলাই 

  4. ৩১-ডিসেম্বর 

১৬. রাজ্যসভার সভাপতিত্ব করেন ?

  1. রাষ্ট্রপতি 

  2. প্রধানমন্ত্রী 

  3. উপরাষ্ট্রপতি  

  4. স্বরাষ্ট্রমন্ত্রী                                 

১৭. ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিম্নতম বয়স হচ্ছে ?

  1. ১৮ বছর 

  2. ২০ বছর 

  3. ২৫ বছর 

  4. ৩৫ বছর                                  

১৮.টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে- 

  1. উত্তল লেন্স 

  2. অবতল লেন্স 

  3. সম উত্তল লেন্স 

  4. সম অবতল লেন্স 

১৯. জাতীয় যুব দিবস পালিত হয় কার জন্মদিনে ?

  1. স্বামী বিবেকানান্দ 

  2. নেতাজি সুভাষচন্দ্র বসু  

  3. জওহরলাল নেহেরু 

  4. ডিরোজিও                                

২০. ভারতের পঞ্চায়েতী রাজ কোন সালে শুরু হয়েছিল ?

  1. ১৯৫৬

  2. ১৯৫১

  3. ১৯৫৯

  4. ১৯৬১ 

২১. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ?

  1. দেবপাল

  2. গোপাল

  3. ধর্মপাল 

  4. মহীপাল

২২. দ্বি-জাতি তত্ত্বের জনক কে ছিলেন ? 

  1. সৈয়দ আহমেদ খান 

  2. এম এ জিন্না 

  3. মহম্মদ ইকবাল 

  4. ফজলুল হক 

২৩. মগধের প্রথম রাজধানী ছিল ? 

  1. পাটলিপুত্র 

  2. কাশী

  3. রাজগৃহ

  4. বৈশালী 

২৪. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ? 

  1. মার্কিন যুক্তরাষ্ট্র

  2. রাশিয়া 

  3. জাপান

  4. যুক্তরাজ্য 

২৫. গান্ধীজীর কোন আন্দোলন খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ? 

  1. অসহযোগ

  2. আইন অমান্য

  3. ভারতছাড়ো

  4. নীল বিদ্রোহ 

২৬. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ? 

  1. ব্রহ্মবান্ধব উপাধ্যায়

  2. বারীন্দ্র ঘোষ 

  3. কৃষ্ণকুমার মিত্র 

  4. ভূপেন্দ্রনাথ দত্ত 

২৭. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন করা হয় ? 

  1. ১৯৪৯

  2. ১৯৫১

  3. ১৯৫৫

  4. ১৯৬০ 

২৮. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ? 

  1. জি এস পাঠক 

  2. ডা.এস.রাধাকৃষ্ণন 

  3. ডাঃ জাকির হোসেন 

  4. ভি.ভি. গিরি 

২৯. কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছে ? 

  1. ১৯৮০

  2. ১৯৮৫

  3. ১৯৯১

  4. ২০০০

৩০. ভারতীয় সংবিধানের ২৫নং ধারায় উল্লেখ আছে ? 

  1. শিক্ষার অধিকার 

  2. ধর্মের অধিকার 

  3. শোষণের বিরুদ্ধে অধিকার 

  4. ধর্মশিক্ষার উপর নিষেধাজ্ঞা 

৩১. কে সর্বপ্রথম পোর্টফলিও ব্যাবস্থা প্রবর্তন করেছিলেন ? 

  1. লর্ড ডালহৌসি 

  2. লর্ড ক্যানিং 

  3. লর্ড রিপন 

  4. লর্ড মিন্টো 

৩২. রাজরাজেশ্বর মন্দীরটি কে তৈরি করেছিলেন ? 

  1. প্রথম রাজেন্দ্র 

  2. প্রথম রাজরাজ

  3. প্রথম রাজাধিরাজ 

  4. বীর রাজেন্দ্র 

৩৩. দিল্লি আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সহযোগী ছিলেন কোন বিপ্লবী ? 

  1. সুকদেব

  2. রাজগুরু

  3. চন্দ্রশেখর আজাদ

  4. বটুকেশ্বর দত্ত 

৩৪. ভারতের ইতিহাসে কে "কুণিক" নামে পরিচিত ? 

  1. বিম্বিসার 

  2. অজাতশত্রু 

  3. বিন্দুসার 

  4. অশোক 

৩৫. অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ? 

  1. সুরেন্দ্রনাথ ব্যানার্জি

  2. বারীন্দ্র ঘোষ 

  3. কৃষ্ণকুমার মিত্র 

  4. শিশিরকুমার ঘোষ 

৩৬. অক্সিজেন কে আবিষ্কার করেন ? 

  1. প্রিস্টলে

  2. ল্যাভোসিয়ের

  3. চার্লস

  4. বয়েল 

৩৭. কে প্রথম রেশন ব্যাবস্থা চালু করেছিলেন ? 

  1. ইলতুৎমিস 

  2. আলাউদ্দিন খিলজি 

  3. মহম্মদ বিন তুঘলক 

  4. ইব্রাহিম লোদি 

৩৮. বলতোড়া হিমবাহ- পর্বতশ্রেণীতে অবস্থিত ? 

  1. কারাকোরাম 

  2. কৈলাস 

  3. পীরপঞ্জাল

  4. লাদাখ 

৩৯. কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন ? 

  1. বিন্দুসার 

  2. বিম্বিসার 

  3. অশোক

  4. কালাশোক 

৪০. সূর্যসিদ্ধান্ত এর লেখক কে ছিলেন ? 

  1. আর্যভট্ট

  2. বরাহমিহির 

  3. বররুচি

  4. সুশ্রুত 

৪১. তালিকোটার যুদ্ধ কোন বছর হয়েছিল ? 

  1. ১৫৫৬

  2. ১৫৬৫

  3. ১৫৭১

  4. ১৯৮১

৪২. পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন ? 

  1. ইব্রাহিম লোদী

  2. রানা সঙ্গ।

  3. মামুদ লোদী 

  4. মেদিনী রায় 

৪৩. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ? 

  1. অশ্বঘোষ 

  2. নাগার্জুন 

  3. হরিষেণ 

  4. বসুমিত্র 

৪৪. লীলাবতীর ফার্সী অনুবাদ কে করেছিলেন ? 

  1. ফৈজী 

  2. আবুল ফজল 

  3. আবু তালিব 

  4. দারা 

৪৫. আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ___ এর সমান ? 

  1. হাঙ্গেরি 

  2. ভিয়েতনাম 

  3. ডেনমার্ক 

  4. সুইজারল্যান্ড 

৪৬. পশ্চিমবঙ্গের আবস্থান - 

  1. 85°50'E-89°50'E

  2. 85°30'E-90°E 

  3. 85°E - 89°30'E 

  4. 85°E - 90° E 

৪৭. কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল ? 

  1. 1905

  2. 1919

  3. 1935

  4. 1947 

48. জাতীয় গৌরব সম্বর্ধনী সভা (১৮৬৬) কে প্রতিষ্ঠা করেন ? 

  1. দ্বারকানাথ ঠাকুর 

  2. ঈশ্বর গুপ্ত 

  3. রাজনারায়ণ বসু 

  4. রবীন্দ্রনাথ ঠাকুর 

৪৯. পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয় ? 

  1. ২০০১ সালে

  2. ২০০২ সালে

  3. ২০০৩ সালে

  4. ২০০৪ সালে 

৫০. ১৮৫৭ সালের বিদ্রোহের সময় গভর্নর জেনেরাল কে ছিলেন ? 

  1. লর্ড ডালহৌসি 

  2. লর্ড ক্যানিং

  3. লর্ড লিটন 

  4. লর্ড রিপন 

👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1 

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3



Answer Key : 

1-c,2-b,3-a,4-a,5-b,6-a,7-b,8-c,9-a,10-c,11-c,12-b,13-a,14-a,15-b,16-c,17-c,18-c,19-a,20-c,21-c,22-a,23-c,24-a,25-a,26-d,27-b,28-b,29-c,30-b,31-b,32-b,33-d,34-b,35-d,36-a,37-b,38-a,39-a,40-a,41-b,42-a,43-c,44-a,45-a,46-a,47-a,48-c,49-d,50-b 




3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন