বন্ধুরা আজ তোমাদের সঙ্গে ভূগোলের শিলার রুপভেদ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। প্রতিদিন এমন পোস্ট পেতে exam wbpsc ওয়েবসাইট কে ফলো করুন।
১. জীবাশ্ম কোন শিলায় দেখা যায় ?
উত্তরঃ পাললিক শিলা
২. গ্রানাইট কী জাতীয় শিলা ?
উত্তরঃ পাতালিক শিলা
৩. বেলেপাথর রূপান্তরিত হয়ে কীসে পরিনত হয় ?
উত্তরঃ কোয়ার্টজাইট
৪. একটি যান্ত্রিক ভাবে গঠিত পাললিক শিলা হল-
উত্তরঃ শেল
৫. প্লেসার সঞ্চয় কোন শিলায় দেখা যায় ?
উত্তরঃ পাললিক শিলা
৬. ফেসিজ কোন শিালয় দেখা যায় ?
উত্তরঃ পাললিক শিলা
৭. শিলাময় মরুভূমিকে কী বলা হয় ?
উত্তরঃ হামাদা
৮. ব্যাসল্ট কি ধরণের শিলা ?
উত্তরঃ লাভা শিলা
৯. যে পদ্ধতিতে ম্যাগমা শক্ত শিলার ভিতর দিয়ে ওপর দিকে উত্থিত হয়, তাকে কী বলে ?
উত্তরঃ স্টপিং
১০. কোন শিলা রুপান্তরিত হয়ে নিস শিলায় পরিণত হয় ?
উত্তরঃ গ্র্যানাইট
১১. ব্যাসাল্টের রুপান্তরিত রূপ কোনটি ?
উত্তরঃ অ্যাম্ফিবোলাইট
১২. খনিজের কঠিন্যমাত্রা নির্ণায়ক স্কেলের নাম কী ?
উত্তরঃ মোহের কাঠিন্যমাত্রা স্কেল
১৩. একটি পাতালিক শিলার উদাহরন ?
উত্তরঃ ডলোরাইট
১৪ . paleontology থেকে কী জানা যায় ?
উত্তরঃ জীবাশ্ম সংরক্ষণ বিদ্যা
১৫. ভার্ব এবং রিপল মার্ক প্রভূতি কোন শিলায় দেখা যায় ?
উত্তরঃ পাললিক শিলা
১৬.হিমালয় পর্বতমালায় কোন শিলার প্রাধান্য রয়েছে ?
উত্তরঃ পাললিক শিলা
১৭. মাধ্যমিক শিলা কাকে বলে ?
উত্তরঃ পাললিক শিলা
১৮. সার্পেন্টাইন কোন শিলার রুপান্তরিত রুপ ?
উত্তরঃ গ্যাব্রো
১৯. কয়লা, খনিজ তেল কোন শিলা থেকে উত্তোলিত হয় ?
উত্তরঃ পাললিক শিলা
২০. কোন শিলা শ্রেণিকে Glassy Rock বলে ?
উত্তরঃ লাভা
২১. মহাদেশীয় ভূত্বক কোন শিলা দিয়ে গঠিত ?
উত্তরঃ গ্র্যানাইট
২২. মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত ?
উত্তরঃ ব্যাসল্ট
২৩. পাললিক শিলাস্তরে ঢেউয়ের মতো ফাটল কে কি বলে ?
উত্তরঃ তরঙ্গ চিহ্ন
২৪. কোনটি আদি শিলা ?
উত্তরঃ আগ্নেয় শিলা
২৫. বাণিজ্যিক ভাবে খনিজ আহরণ কোন শিলা থেকে সম্ভব ?
উত্তরঃ রুপান্তরিত শিলা
২৬. মার্বেল কার রুপান্তরিত রুপ ?
উত্তরঃ চুনাপাথর
২৭. ৩টি কাদাপাথরের রুপভেদ ?
উত্তরঃ ফায়ার ক্লে, চায়না ক্লে , চিনামাটি
২৮. শিলা সম্পর্কিত বিদ্যাকে কি বলে ?
উত্তরঃ Petrology
২৯. ভারতের দাক্ষিণাত্য মালভূমি কি শিলা দ্বারা গঠিত ?
উত্তরঃ ব্যাসল্ট
৩০. সিমেন্ট উৎপাদনে প্রধান কাচামাল কি ?
উত্তরঃ জিপসাম
৩১. ব্লাকবোর্ড তৈরি হয় কি দিয়ে ?
উত্তরঃ স্লেটপাথর
৩২. কার্স্ট ভূমিরুপ সৃষ্টি হয় ____ অঞ্চলে ?
উত্তরঃ চুনাপাথর গঠিত
৩৩. ছোটোনাগপুর মালভূমি অঞ্চল কি শিলা দ্বারা গঠিত ?
উত্তরঃ গ্র্যানাইট শিলা
৩৪. ছোটো ছোটো নুড়ি, বালি প্রভৃতি যখন জমাট বাঁধে তখন কালে কি বলে ?
উত্তরঃ গ্রিট
৩৫. ব্ল্যাকবোর্ডে লেখার চক হল একধরনের কি শিলা ?
উত্তরঃ পাললিক
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[ আরও পড়ুনঃ নদী ও বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ]
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।