1500+ general science gk set 7 | railway science gk

বন্ধুরা আজ তোমাদের সঙ্গে সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম। যে গুলি তোমাদের সামনের প্রতিটি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 


১. বর্তমানে বৈদ্যুতিক বালব বায়ুশূন্য না করে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি করা থাকে কেন ?


উত্তরঃ ফিলামেন্টের বাষ্পীভবন কম হয় 


২. প্রত্যেক বাড়িতে কত তড়িৎশক্তি খরচ হয়, তা কোন এককে মাপা হয় ?


 উত্তরঃ B.O.T একক


৩. টিন এবং সিসার সংকর ধাতুর ফিউজ তার ব্যবহার করা হয়। এইক্ষেত্রে টিনের পরিমান কত ?


 উত্তরঃ ২৫%


৪. স্ক্রুগেজ কেন ব্যাবহার করা হয় ?


 উত্তরঃ সরু তারের ব্যাস মাপতে


৫. অপটিক্যাল ফাইবার কোন নীতির উপরে কাজ করে ? 


 উত্তরঃ অভন্তরীণ পূর্ণপ্রতিফলন   


৬. জলের মধ্যে একটি বুদবুদ কোন বস্তুর মতো কাজ করে ?


 উত্তরঃ অবতল লেন্স 


৭. কোনগ্রহ থেকে নির্গত কোনো বস্তুর মুক্তিবেগ কোন বিষয়ের উপর নির্ভরশীল ?


 উত্তরঃ গ্রহের গড় ব্যাসার্ধ


৮. ফ্লিমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কী নর্দেশ করে ?


 উত্তরঃ তড়িৎ প্রবাহের দিক 


৯. মশা ওড়ার শব্দ কোন ধরনের শব্দ ?


 উত্তরঃ শ্রুতিগোচর শব্দ   


১০. সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে ?


 উত্তরঃ প্লাজমা 


১১. কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয় ? 


 উত্তরঃ অতি তরল 


১২. থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন ? 


 উত্তরঃ আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি


১৩. চাঁদের আকাশে পাখি উড়তে পারেনা কেন ?


 উত্তরঃ বায়ু নেই   


১৪. চলন্ত ট্রেনগাড়ি থেকে হকাররা কীভাবে নামে ?


 উত্তরঃ পিছন দিক হেলে


১৫. বায়ুতে শব্দের বেগ কত ?


 উত্তরঃ ৩৩২ মিটার/সেকেন্ড  


১৬. ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা হলেন-  


 উত্তরঃ জে জে থমসন 


১৭. সূর্য থেকে কোন পদ্ধতিতে আমরা আলো পাই ?


 উত্তরঃ বিকিরণ পদ্ধতি  


১৮. বাড়ির মেইন সুইচ সাধারণত কত ভোল্টের হয় ?


 উত্তরঃ ২৪০ ভোল্ট 


১৯. নিচের কোনটি ভেক্টর রাশি ?


 উত্তরঃ টর্ক


২০. একটি মাটির পাত্রে জলের ঠান্ডা হওয়া কিসের ওপর নির্ভর করে ?


 উত্তরঃ বাতাসের উষ্ণতা,  বাতাসের আর্দ্রতা  এবং বাতাসের গতি 


২১. ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়ার কারণ- 


 উত্তরঃ ঝড় 


২২. কোনটি তির্যক তরঙ্গ ?


 উত্তরঃ আলোক তরঙ্গ 


২৩. কোন থার্মোমিটার কে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয় ? 


 উত্তরঃ ডাক্তারী থার্মোমিটার 


২৪. নিউট্রন কথাটি কে প্রবর্তন করেন ? 


 উত্তরঃ স্যাডউইক  


২৫. নিচের কোন রশ্মিটির জাড্য ধর্ম নেই ?


 উত্তরঃ এক্স রশ্মি 


২৬. আকাশে রামধনু সৃষ্টিতে প্রিজমের ভূমিকা কে পালন করে ? 


 উত্তরঃ বৃষ্টিবিন্দু


২৭. রাডারের প্রযুক্তি কিসের ওপর নির্ভরশীল ? 


 উত্তরঃ বেতার তরঙ্গ 


২৮. তড়িতের সর্বাপেক্ষা উৎকৃষ্ট পরিবাহী হল- 


 উত্তরঃ রুপো 


২৯. লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলে- 


 উত্তরঃ Galvanization  


৩০. প্রতিধ্বনি "শব্দতরঙ্গের _____ এর সাথে যুক্ত। 


 উত্তরঃ প্রতিফলন   

👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3







3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন