পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কিত প্রশ্ন PDF | west bengal gk

বন্ধুরা আজ পশ্চিমবঙ্গে জলবায়ু থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো। এই প্রশ্ন গুলি প্রতিটি চাকরি পরীক্ষার আসে। 



১. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষকরা যায় ?


উত্তরঃ  ক্রান্তীয় মৌসুমি 


২. পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে- 


 উত্তরঃ শীত ঋতু তে 


৩. শীতকালীন তুষারপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় ?


 উত্তরঃ দার্জিলিং


৪. বঙ্গোপসাগরে ঘূর্ণবাতগুলি কীসের সাহায়্যে পর্যবেক্ষণ করা হয় ?


 উত্তরঃ উপগ্রহ চিত্র 


৫. আশ্বিনের ঝড় পশ্চিমবঙ্গে কোন ঋতুতে দেখা যায় ?


 উত্তরঃ শরৎকাল 


৬. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কোন পদ্ধতিতে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?  


 উত্তরঃ শৈলোৎক্ষেপ 


৭. পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটির গ্রীষ্মকালীন জলবায়ু আরামদায়ক নয় ?


 উত্তরঃ অযোধ্যা পাহাড়  


৮. পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত থাকে ?


 উত্তরঃ 30°-35°C 


৯. নীচের কোন ঝড় পশ্চিমবঙ্গে দেখায় যায়না ?


 উত্তরঃ আঁধি 


১০. পশ্শিমবঙ্গের কোন অংশে জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির ?


 উত্তরঃ পশ্চিমের মালভূমি অঞ্চল


১১. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটি হল ? 


 উত্তরঃ আসানসোল


১২. পশ্চিমবঙ্গের শীতলতম স্থান ? 


 উত্তরঃ সান্দাকফু 


১৩. পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় ? 


 উত্তরঃ বক্সা-ডুয়ার্স 


১৪. পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ?


 উত্তরঃ বীরভূমের ময়ুরেশ্বর 


১৫. পশ্চিমবঙ্গে সব থেকে বেশি গরম পড়ে কোন মাসে ?


 উত্তরঃ মে মাসে


১৬. পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাতের পরিমান ?


 উত্তরঃ ১৭৫-১৮০ সেমি


১৭. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?


 উত্তরঃ পুরুলিয়া 


১৮. বক্সা-ডুয়ার্সে বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ কত ?


 উত্তরঃ ৪৫০ সেমি


১৯. নীচের কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের বেশি প্রভাব পড়ে ?


 উত্তরঃ দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর 


২০. পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যের সঙ্গে কোনটি সঠিক ?


 উত্তরঃ গ্রীষ্ম আদ্র, শীত শুষ্ক 


👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2 





3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post