1500+ Science Gk Set 10 | Railway Science Gk

Railway Group D Science Gk Question in Bengali | Important Gk Question For WBCS 


১. সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?


 উত্তরঃ বিউটেন 


২. একটি বস্তুর গতিবেগ বিগুণ হলে ভরবেগ- 


 উত্তরঃ দ্বিগুণ হবে 


৩. Cupellation পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত ?


 উত্তরঃ তামা      


৪. পিতলের উপাদান হল- 


 উত্তরঃ তামা ও দস্তা 


৫. একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় ?  


 উত্তরঃ মেরুতে   


৬. প্রেসারে দ্রুত রান্না হয়,কারণ তা- 


 উত্তরঃ স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে  


৭. কুরি কীসের একক ?


 উত্তরঃ তেজস্ক্রিয়তা 


৮. নিচের ধাতুগুলির মধ্যে কার বহুরুপতা ধর্ম দেখতে পাওয়া যায় ?


 উত্তরঃ টিন 


৯. সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌলটির নাম- 


 উত্তরঃ ফ্লোরিন 


১০.  পরমাণুর তিনটি উপাদানের মধ্যে কোনটির ভর সবথেকে কম ?


 উত্তরঃ ইলেক্ট্রন   


১১. ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে ?


 উত্তরঃ নাইট্রোজেন  


১২. পজিট্রন কণা কে আবিষ্কার করেন ?


 উত্তরঃ অ্যান্ডারসন                                                                                                                


১৩. অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন ?


 উত্তরঃ নিউল্যান্ড  


১৪ . মানুষের হাত কোন শ্রেণীর লিভার ?


 উত্তরঃ তৃতীয়   


১৫. টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে- 


 উত্তরঃ সম উত্তল লেন্স    


১৬. ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হল- 


 উত্তরঃ প্রজাতি



১৭. এক্স-রশ্মি যার মধ্য দিয়ে যেতে পারেনা ? 


 উত্তরঃ হাড় 


১৮.কোনও তরলের পৃষ্ঠটান পরিমাপের SI একক কী ?


 উত্তরঃ নিউটন/মিটার   


১৯. কোন ধাতুর ওপর আলোক পড়লে তার রোধ কমে যায় ?


 উত্তরঃ সেলেনিয়াম 


২০. যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে বলে- 


 উত্তরঃ হাইগ্রোমিটার   


২১. আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘসা কাচকে স্বচ্ছ দেখায় ? 


 উত্তরঃ প্রতিসরণ 


22.নীচের কোনটি ধাতু ও অধাতু উভয়ের মতো আচরণ করে ?


 উত্তরঃ বোরন  


২৩. হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস কী ? 


 উত্তরঃ সংযোজন 


২৪. একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল- 


 উত্তরঃ বেড়ে যায়    


২৫. সব থেকে কম স্ফুটনাঙ্কের নিস্ক্রিয় গ্যাস হল- 


 উত্তরঃ জেনন 


২৬. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মাত ?


 উত্তরঃ টাংস্টেন   



২৭. মহাকাশের গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণে কী ব্যবহৃত হয় ?


 উত্তরঃ টেলিস্কোপ  


২৮. নীচের ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা হালকা ? 


 উত্তরঃ লিথিয়াম  


২৯.আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষাটি কে করেছিলেন ?


 উত্তরঃ আর্নেট রাদারফোর্ড  


৩০. কর্বনেট যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ সুপারিবাহী 


 উত্তরঃ গ্রাফাইট  

👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 2









3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন