বন্ধুরা আজ মগধ সাম্রাজ্য ইতিহাস থেকে ৪৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম যেগুলি প্রতিটি চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। প্রতিদিন এমন পোস্ট পেতে Follow করুন exam wbpsc ওয়েবসাইট কে।
১. গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন ?
উত্তরঃ বিম্বিসার
২. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
উত্তরঃ হর্যঙ্ক
৩. বিম্বিসারের পুত্রের নাম কি ছিল ?
উত্তরঃ অজাতশত্রু
৪. হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ বিম্বিসার
৫. ইতিহাসে কাকে "শ্রেণিক" বলা হয় ?
উত্তরঃ বিম্বিসার
৬. "জীবক" কোন শাসকের ব্যাক্তিগত চিকিৎসক ছিলেন ?
উত্তরঃ বিম্বিসার
৭. বিম্বিসার কোন ধর্ম গ্রহণ করেন ?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম
৮. বিম্বিসার কে হত্যা করেন কে ?
উত্তরঃ অজাতশত্রু
৯. ইতিহাসে "কুণিক" কার উপাধি ছিল ?
উত্তরঃ অজাতশত্রু
১০. মগধ সাম্রাজ্যের শ্রেষ্ট শাসক বংশ হল ?
উত্তরঃ মৌর্য বংশ
১১. পূর্ব ভারতের কোন শহর দীর্ঘদিন মগধের প্রধান রাজধানি ছিল ?
উত্তরঃ রাজগৃহ
১২. কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয় ?
উত্তরঃ বৈশালী
১৩. রাজগৃহের পাটলি গ্রামে কে জলদুর্গ নির্মাণ করেন ?
উত্তরঃ উদয়ন
১৪. হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ নাগদশক
১৫. শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ শিশুনাগ
১৬. শিশুনাগ কাকে হত্যা করে সিংহাসনে বসেন ?
উত্তরঃ নাগদশক
১৭. কে মগধের রাজধানী বৈশালী তে স্থানান্তর করেন ?
উত্তরঃ শিশুনাগ
১৮. শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ মহানন্দিন
১৯. মগধের প্রথম অ-ক্ষত্রিয় শাসক বংশ হল ?
উত্তরঃ নন্দ বংশ
২০. "দ্বিতীয় পরশুরাম" কার উপাধি ছিল ?
উত্তরঃ মহাপদ্মনন্দ
২১. নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ ধননন্দ
২২.আলেকজান্ডার যখন ভারতে আসেন তখন মগধের রাজা কে ছিলেন ?
উত্তরঃ ধননন্দ
২৩. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ৩২৬ খ্রীষ্টপূর্ব
২৪. আলেকজান্ডারের জন্ম কত খ্রীষ্টপূর্বে ?
উত্তরঃ ৩৫৬ খ্রীষ্টপূর্ব
২৫. আলেকজান্ডার সিন্ধু অতিক্রম করে-
উত্তরঃ ৩২৭ খ্রীষ্টপূর্বে
২৬. হিদাসপিসের যুদ্ধ কবে হয় ?
উত্তরঃ ৩২৬ খ্রীস্টপূর্বে
২৭. হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয় ?
উত্তরঃ অলেকজান্ডার ও পুরু
২৮. হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয় ?
উত্তরঃ ঝিলাম
২৯. আলেকজান্ডারের ভারতে অধিকৃত দক্ষিণ-পূর্ব অংশের শাসক ছিলেন-
উত্তরঃ সেলুকাস
৩০. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন ?
উত্তরঃ পুরু
৩১. কোন রাজা আলেক্সান্ডারের সমসাময়িক ?
উত্তরঃ ধননন্দ
৩২. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন-
উত্তরঃ অ্যারিস্টটোল
৩৩. কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
৩৪. আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন ?
উত্তরঃ ১৯ মাস
৩৫. আলেকজান্ডার মারা যায় কবে ?
উত্তরঃ ৩২৩ খ্রীস্টপূর্বে
৩৬. ধননন্দের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ পাটলিপুত্র
৩৭. কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় ?
উত্তরঃ অজাতশত্রু
৩৮. অজাতশত্রু কোথায় প্রথম বৌদ্ধ সম্মেলন স্থাপন করেন ?
উত্তরঃ রাজগৃহ
৩৯. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন ?
উত্তরঃ পুষ্যমিত্র শুঙ্গ
৪০. কে রাজা ডিমিট্রিয়াস কে পরাজিত করেন ?
উত্তরঃ পুষ্যমিত্র শুঙ্গ
৪১. শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ দেবভূতি
৪২. কার সময় মগধ উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসাবে অত্মপ্রকাশ পায় ?
উত্তরঃ অজাতশত্রু
৪৩. বিম্বিসার সম্রাজ্য বিস্তারের জন্য কি কৌশল নিয়েছিলেন ?
উত্তরঃ বিবাহ
৪৪. উত্তর ভারতের প্রথম সার্বভৌম শাসক কাকে বলা হয় ?
উত্তরঃ মহাপদ্মনন্দ
৪৫. কোন মগধ রাজার সময় কালে গৌতম বুদ্ধ মারা যায় ?
উত্তরঃ অজাতশত্রু
[ আরও পড়ুনঃ ষোড়শ মহাজপদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর With PDF ]
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।