ভূগোলের বারিমন্ডল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | indian geography

বন্ধুরা আজ ভারতের ভূগোলের বারিমন্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল। wbcs 2022 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 


১. সমুদ্রের গভীরতা মাপাক একক হল- 


উত্তরঃ ফ্যাদম   


২. ১ ফ্যাদম = ___ ফুট ?


 উত্তরঃ ৬ ফুট


৩. সমুদ্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ?


 উত্তরঃ M.F Maury


৪. মোহানা অঞ্চলে অত্যধিক পলি ও প্ল্যাংটনের সঞ্চয়কে কী বলে ?


 উত্তরঃ লাল জোয়ার  


৫. ডায়ামেনটিন সমুদ্রখাত কোন সমুদ্রে অবস্থিত ?


 উত্তরঃ ভারত মহাসাগরে  


৬. কোন দেশের উপকূলীয় অংশে পৃথিবীর দীর্ঘতম প্রবালপ্রাচীর দেখা যায় ?


 উত্তরঃ অস্ট্রেলিয়া 


৭. মধ্য আটলান্টিক শৈলশিরার আকৃতি অনেকটা যে ইংরেজি অক্ষরের মতো- 


 উত্তরঃ S


৮. যে কাল্পনিক রেখা সমুদ্রতলের একই গভীরতা যুক্ত স্থানগুলিকে যুক্ত করেছে তাকে বলে-  


 উত্তরঃ আইসোহ্যালাইন      


৯. পৃথিবীর বৃহত্তম প্রবালপ্রাচীর হল- 


 উত্তরঃ মালদ্বীপ 


১০. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত হল-  


 উত্তরঃ মারিয়ানা খাত 


১১. চ্যালেঞ্জার উচ্চভূমি দেখা যায়-   


 উত্তরঃ আটলান্টিক মহাসাগরে   


১২. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত অবস্থিত ? 


 উত্তরঃ প্রশান্ত মহাসাগর   


১৩. টেলিগ্রাফ মালভূমিটি অবস্থিত-  


 উত্তরঃ আটলান্টিক মহাসাগরে 


১৪. সমুদ্রের যে অঞ্চল থেকে সর্বাধিক পরিমাণে খনিজ তৈল উত্তোলিত হয়- 


 উত্তরঃ মহীসোপান


১৫. আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্রখাতটি হল- 


 উত্তরঃ পুয়ের্তোরিকো খাত 


১৬. ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রখাতটি হল- 


 উত্তরঃ সুন্ডা খাত 


১৭. মদিরা দ্বীপটি কোথায় অবস্থিত ?


 উত্তরঃ আটলান্টিক মহাসাগরে  


১৮. "ভূমধ্যসাগরের চাবিকাঠি" বলা হয়- 


 উত্তরঃ জিব্রাল্টার প্রণালীকে 


১৯. প্রশান্ত মহাসাগরের অধিকাংশ দ্বীপ ও দ্বীপপুঞ্জ- 


 উত্তরঃ মহাদেশীয় দ্বীপ


২০. "আগ্নেয় মেখলা" দেখা যায়-


 উত্তরঃ প্রশান্ত মহাসাগর বরাবর  


২১. পৃথিবীর প্রশস্ততম মহীসোপান হল- 


 উত্তরঃ গ্রান্ড ব্যাংক 


২২.গ্রান্ড ব্যাংক অবস্থিত- 


 উত্তরঃ আটলান্টিক মহাসাগরে


২৩. মরিশাস দ্বীপটি অবস্থিত-


 উত্তরঃ ভারত মহাসাগরে


২৪. মহীসোপান অঞ্চলের গড় গভীরতা প্রায় ? 


 উত্তরঃ ২০০ মিটার


২৫. অ্যাটল হল এক ধরনের- 


 উত্তরঃ প্রবাল দ্বীপ 


👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2






3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here






Post a Comment

Previous Post Next Post