✅ মুঘল ইতিহাস: প্রশ্ন ও উত্তর (১-২৫)
-
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
➤ জহিরুদ্দিন মুহাম্মদ বাবর -
বাবরের প্রকৃত নাম কী ছিল?
➤ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর -
বাবর কোন যুদ্ধের মাধ্যমে ভারত দখল করেন?
➤ পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬ খ্রিষ্টাব্দ) -
পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
➤ ২১ এপ্রিল, ১৫২৬ -
পানিপথের প্রথম যুদ্ধে কারা যুদ্ধ করেছিল?
➤ বাবর ও ইব্রাহিম লোদী -
হুমায়ুনের পিতা কে ছিলেন?
➤ বাবর -
হুমায়ুনের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিল?
➤ শের শাহ সুরি -
শের শাহ সুরি কাকে পরাজিত করেন?
➤ হুমায়ুনকে -
শের শাহ সুরি কত বছর রাজত্ব করেন?
➤ প্রায় ৫ বছর (১৫৪০–১৫৪৫) -
আকবর কবে সিংহাসনে আরোহণ করেন?
➤ ১৫৫৬ খ্রিষ্টাব্দে -
আকবরের তানসেন কে ছিলেন?
➤ রাজসভার বিখ্যাত সংগীতজ্ঞ -
আকবর "দীন-ই-ইলাহি" ধর্ম চালু করেন কোন বছর?
➤ ১৫৮২ খ্রিষ্টাব্দে -
"নবরত্ন" শব্দটি কাদের সাথে জড়িত?
➤ সম্রাট আকবর -
আকবর কোন যুদ্ধের মাধ্যমে রাজপুতদের দমন করেন?
➤ হালদিঘাটের যুদ্ধ (১৫৭৬ খ্রিষ্টাব্দ) -
আকবরের আমলে জমিদারি প্রথা কে চালু করেন?
➤ রাজা টোডরমল -
ফতেপুর সিক্রি কে গড়ে তোলেন?
➤ আকবর -
জাহাঙ্গীরের পত্নী কে ছিলেন?
➤ নূরজাহান -
নূরজাহানের প্রকৃত নাম কী ছিল?
➤ মেহেরুন্নিসা -
"তুঝুক-ই-জাহাঙ্গীরি" কার আত্মজীবনী?
➤ সম্রাট জাহাঙ্গীর -
জাহাঙ্গীর কোন বিদেশী দূতকে রাজদরবারে প্রথম অনুমতি দেন?
➤ স্যার টমাস রো (ইংরেজ দূত) -
শাহজাহান কোন স্থাপত্য নির্মাণের জন্য বিখ্যাত?
➤ তাজমহল -
তাজমহল কার স্মৃতিতে নির্মিত হয়?
➤ মুমতাজ মহলের স্মৃতিতে -
মুমতাজ মহল কোথায় সমাহিত?
➤ আগ্রার তাজমহলে -
শাহজাহান কোন শাসকের পুত্র ছিলেন?
➤ জাহাঙ্গীর -
আওরঙ্গজেব কবে সিংহাসনে বসেন?
➤ ১৬৫৮ খ্রিষ্টাব্দে