Top 100 west bengal gk in bengali for wbp mains exam and wbcs preliminary exam 2022
১. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
উত্তরঃ শিলিগুড়ি
২. পশ্চিমবঙ্গের অবস্থান -
উত্তরঃ ৮৫°৫০' পূর্ব-৮৯°৫০' পূর্ব
৩. পশ্চিমবঙ্গের আয়তনের দিক দিয়ে সমান ?
উত্তরঃ হাঙ্গেরি
৪. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ?
উত্তরঃ ২৩ টি
৫. পশ্চিমবঙ্গের মোট প্রশাসনিক বিভাগ ?
উত্তরঃ ৫ টি [ বর্তমান, মালদা, জলপাইগুড়ি, প্রেসিডেন্ট, মেদিনীপুর ]
৬. কর্কটক্রান্তি রেখা বিস্তারিত কোন জেলার ওপর দিয়ে ?
উত্তরঃ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া
৭. কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা সর্বাধিক -
উত্তরঃ ঝাড়খণ্ড
৮. কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা সর্বনিম্ন ?
উত্তরঃ সিকিম
৯. প্রতিবেশী কোন দেশের সঙ্গে সীমানা সর্বাধিক ?
উত্তরঃ বাংলাদেশ
১০. প্রতিবেশী কোন দেশের সঙ্গে সীমানা সর্বনিম্ন ?
উত্তরঃ নেপাল
১১. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি ?
উত্তরঃ মেছো বিড়াল
১২. পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি ?
উত্তরঃ মাছরাঙা
১৩. পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি ?
উত্তরঃ ছাতিম
১৪. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি ?
উত্তরঃ শিউলি ফুল
১৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
উত্তরঃ দক্ষিণ ২৪ পরগণা
১৬. পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি ?
উত্তরঃ পশ্চিম বর্ধমান
১৭. পশ্চিমবঙ্গের "ছৌ" নৃত্যের জন্য প্রসিদ্ধ ?
উত্তরঃ পুরুলিয়া
১৮. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উত্তরঃ সান্দাকফু
১৯. সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অর্ন্তগত ?
উত্তরঃ সিঙ্গালিলা পর্বতশ্রেণি
২০. তিস্তার পূর্বাংশে অবস্থিত সমতল ভূভাগ কী নামে পরিচিত ?
উত্তরঃ ডুয়ার্স
২১. তিস্তা নদীর পশ্চিম দিকে অবস্থিত সমতল ভূভাগ কী নামে পরিচিত ?
উত্তরঃ তরাই
২২. শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ বাঁকুড়া
২৩. বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান কোনটি ?
উত্তরঃ সাংচুলি
২৪. "দিয়ারা" অঞ্চলটি কোন জেলার সাথে সম্পর্কযুক্ত ?
উত্তরঃ মালদহ
২৫. পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ ফালুট
২৬. পুরুলিয়ার সর্বোচ্চ স্থান কোনটি ?
উত্তরঃ গোর্গাবুরু
২৭. পশ্চিমবঙ্গের কোন জেলায় অধিক বালিয়াড়ি দেখা যায় ?
উত্তরঃ পূর্ব মেদিনীপুর
২৮. ভারতের উচ্চতম রেলস্টেশন অবস্থিত কোন শহরে ?
উত্তরঃ ঘুম
২৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনি কোনটি ?
উত্তরঃ রানিগঞ্জ
৩০. পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?
উত্তরঃ মেজিয়া
৩১. পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?
উত্তরঃ সিদ্রাপং
৩২. পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ এর প্রধান উৎস কী ?
উত্তরঃ কয়লা
৩৩. পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ করা যায় ?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমি
৩৪. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় -
উত্তরঃ পুরুলিয়া
৩৫. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?
উত্তরঃ পুরুলিয়া
৩৬. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি ?
উত্তরঃ বক্সা-ডুয়ার্স
৩৭. কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে "ভারতের রূঢ়" বলা হয় ?
উত্তরঃ দুর্গাপুর
৩৮. পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কত সালে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৫৫
৩৯. ভারতের প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ শ্রীরামপুর
৪০. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ রিষড়া
৪১. পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ দামোদর
৪২. দামোদর নদীর উৎপত্তি কোথায় ?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমি
৪৩. বরাকর কোন নদীর প্রধান উপনদী ?
উত্তরঃ দামোদর
৪৪. উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় ?
উত্তরঃ তিস্তা
৪৫. পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় ?
উত্তরঃ দামোদর
৪৬. সুন্দরবনের আতঙ্কের নদী কাকে বলা হয় ?
উত্তরঃ মাতলা
৪৭. কোন নদীকে "পশ্চিমবঙ্গের জীবনরেখা" বলা হয় ?
উত্তরঃ ভাগীরথী - হুগলি
৪৮. তিলপাড়া জলাধার কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তরঃ ময়ূরাক্ষী
৪৯. পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার -
উত্তরঃ ৭৭.০৮%
৫০. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদন কারী জেল হল ?
উত্তরঃ পুরুলিয়া
৫১. জন সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গে স্থান -
উত্তরঃ চতুর্থ
৫২. পশ্চিমবঙ্গের "গনগনি" অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ?
উত্তরঃ ল্যাটেরাইট মাটি
৫৩. ভারতে প্রথম G.I Tag প্রাপ্ত পদার্থ হল-
উত্তরঃ দার্জিলিং চা
৫৪. রাম্পাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত ?
উত্তরঃ দার্জিলিং
৫৫. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ?
উত্তরঃ হাওড়া থেকে হুগলি
৫৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?
উত্তরঃ কোচবিহার
৫৭. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ তিস্তা ও করলা
৫৮. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
উত্তরঃ রায়ডাক
৫৯. পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় ?
উত্তরঃ বাঁকুড়া জেলায়
৬০. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে -
উত্তরঃ লোকোমোটিভ কারখানা
৬১. ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কি উদ্দেশ্যে -
উত্তরঃ হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
৬২. হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত ?
উত্তরঃ তরাই ও ডুয়ার্স
৬৩. পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় -
উত্তরঃ বাঁকুড়া
৬৪. পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরাংশ কে বলা হয়-
উত্তরঃ বারিন্দ ভূমি
৬৫. ফরাসি উপনিবেশ চন্দননগর কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় ?
উত্তরঃ ১৯৫৪ সালে
৬৬. কার উদ্যোগে কলকাতা মেডিকাল কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিংক
৬৭. গম্ভীরা কোন জেলার লোক উৎসব ?
উত্তরঃ মালদা
৬৮. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৬৯. কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল ?
উত্তরঃ ১৯১১
৭০. কলকাতা রাজভবনের নকশাকার কে ?
উত্তরঃ ক্যপ্টেন চার্লস ওয়াট
৭১. জাতীয় গ্রন্থাগার কে স্থাপন করেন ?
উত্তরঃ লর্ড কার্জন
৭২. পশ্চিমবঙ্গে কবে পাতাল রেল চালু হয় ?
উত্তরঃ ১৯৮৪
৭৩. পশ্চিমবঙ্গের জুনপুট কীসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ মৎস্য প্রকল্প
৭৪. পশ্চিমবঙ্গের কোথায় বন্দুক নির্মাণ কারখানা আছে ?
উত্তরঃ ইছাপুর
৭৫. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
উত্তরঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ
৭৬. পশ্চিমবঙ্গের বৃহত্তম ন্যাশনাল পার্ক হল-
উত্তরঃ সুন্দরবন
৭৭. পশ্চিমবঙ্গের রামসার তকমাপ্রাপ্ত জলভূমি হল -
উত্তরঃ পূর্ব কলকাতার জলাভূমি
৭৮. পশ্চিমবঙ্গের কোথায় টোটো উপজাতি বাস করে ?
উত্তরঃ আলিপুরদুয়ার
৭৯. পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে -
উত্তরঃ ১০২৯ জন
৮০. পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত -
উত্তরঃ ৯৩৪
৮১. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৫৭
৮২. কলকাতা মেডিকাল কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৩৫
৮৩. প্রেসিডেন্সি কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮১৭
৮৪. পশ্চিমবঙ্গের প্রধান মহিলা রাজ্যপাল ?
উত্তরঃ পদ্মজা নাইডু
৮৫. পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার অধ্যক্ষ ?
উত্তরঃ ঈশ্বরদাস জালান
৮৬. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালচারি
৮৭. বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় ?
উত্তরঃ নবদ্বীপ
৮৮. পশ্চিমবঙ্গে মোট কটি ওয়ার্ড হেরিটেজ সাইট আছে ?
উত্তরঃ দুটি
৮৯. পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি ?
উত্তরঃ সমাচার দর্পণ
৯০. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি ?
উত্তরঃ গঙ্গাসাগর মেলা
৯১. পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল ?
উত্তরঃ জগদীপ ধনখর
৯২. কলকাতা হাইকোর্টের মুখ্যবিচার পতি ?
উত্তরঃ প্রকাশ শ্রীবাস্তব
৯৩. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব ?
উত্তরঃ হরিকৃষ্ণ দ্বিবেদী
৯৪. পশ্চিমবঙ্গের বর্তমান বিধান সভার স্পিকার ?
উত্তরঃ বিমান বন্দ্যোপাধ্যায়
৯৫. পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র সচিব ?
উত্তরঃ বি পি গোপালিকা
৯৬. বর্তমান কলকাতা পুলিশের প্রধান ?
উত্তরঃ বিনীত গোয়েল
৯৭. পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেল ?
উত্তরঃ এস এন মুখার্জি
৯৮. পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার প্রকল্প শুরু হয় ?
উত্তরঃ ২০২০
৯৯. ৫ টাকায় ডিম ভাত খাওয়ানো হয় কোন প্রকল্পে ?
উত্তরঃ মা
১০০. ক্লাস ৯ থেকে ১২ সাইকেল প্রদান করা হয় কোন প্রকল্পে ?
উত্তরঃ সবুজ সাথী