WBCS Previous Year Question Solution in Bengali With Free PDF
১. ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হল-
যোগ
সাংখ্যা
বৈশেষিক
কর্মমীমাংসা
২.মেগাস্থিনিস কে ছিলেন ?
সেলুলাসের দূত
শ্রীক পরিব্রাজক
চীনা পরিভ্রমণকারী
চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
৩. ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিল আর্যভট্ট ও বরাহমিহির ?
মৌর্য যুগ
গুপ্ত যুগ
পাল যুগ
দিল্লি সাম্রাজ্য
৪. রাজতরঙ্গিনী কার লেখা ?
কৌটিল্য
মেগাস্থিনিস
কলহন
কোনটিয় নয়
৫. সুলতানী আমলে ইকতা বলতে বোঝাত -
এক প্রকার অভিবাদন
একজন গুরুত্বপূর্ণ কর্মচারী
বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান
উপরের কোনটিই নয়
৬. নাদিরশাহ ভারত আক্রমণ করেছিলেন ?
১৭৩৮
১৭৩৯
১৭৪০
১৭৪১
৭.কোন বছর ইংরেজের সঙ্গে রণজিৎ সুংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় ?
১৮০৭
১৮০৯
১৮১১
১৮১৩
৮.টিপু সুলতানের রাজধানী ছিল ?
মহীশূর
শ্রীরঙ্গপত্তম
শৃঙ্গেরী
বেলুড়
৯. শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল ?
১৬৭২
১৬৭৩
১৬৭৪
১৬৭৫
১০. লর্ড ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল ?
১৭৫৭
১৭৬৫
১৭৭২
১৭৮৪
১১. কলকাতা মেডিকাল কলেজ কোন বছর স্থাপিত হয় ?
১৮২৯
১৮৩৫
১৮৬০
১৮৭৪
১২. সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় ?
বিদ্যাসাগর
বিবেকানান্দ
রামমোহন
বি জি তিলক
১৩. কোন বছর সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয় ?
১৮২৯
১৮৩০
১৮৩৫
কোনটিয় নয়
১৪ . নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন ?
রামমোহন
ডিরোজিও
দেবেন্দ্রনাথ
ডেভিড হেয়ার
১৫. কোন আইনের দ্বারা রানি ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন ?
রয়্যাল টাইটেলস অ্যাক্ট ১৮৭৬
অ্যাক্ট অফ ১৮৫৮
কাউন্সিল অ্যাক্ট ১৮৬১
অ্যাক্ট অফ ১৮৭২
১৬. শাসন কার্যকালে কোন গভর্নর জেনেরাল নিহত হয়েছিলেন ?
লর্ড মায়ো
লর্ড হার্ডিঞ্জ
লর্ড নর্থব্রুক
লর্ড লিটন
১৭. ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনেরাল সিন্ধান্ত গ্রহণ করেছিলেন ?
লর্ড কর্নওয়ালিস
লর্ড বেন্টিংক
লর্ড রিপন
লর্ড কার্জন
১৮.কোন গভর্নর জেনেরালের আমলে বিধবাবিবাহ আইন প্রণীত হয়েছিল ?
লর্ড রিপন
লর্ড ক্যানিং
লর্ড ডালহৌসি
লর্ড বেন্টিংক
১৯. কে প্রথম ভারতের গভর্নর জেনেরাল উপাধি প্রাপ্ত হন ?
লর্ড ক্লাইড
জন শোর
ওয়ারেন হেস্টিংস
লর্ড কর্নওয়ালিস
২০. কবে দেশীয় ভাষায় সাংবাদপত্র আইন পাশ হয় ?
১৮৭০
১৮৭৫
১৮৮০
১৮৭৮
২১. লাইফ ডিভাইন এর লেখক কে ?
স্বামী বিবেকানান্দ
কেশবচন্দ্র সেন
সিস্টার নিবেদিতা
অরবিন্দ ঘোষ
২২. অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ?
শিশির কুমার ঘোষ
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
বারীন্দ্র ঘোষ
কৃষ্ণ কুমার মিত্র
২৩. বঙ্গভঙ্গ রদ হয়েছিল ?
১৯০৫
১৯০৬
১৯১১
১৯০৯
২৪. বাঘা যতীন নামে কে পরিচিত ?
যতীন দাস
যতীন্দ্রনাথ মুখার্জি
যতীন্দ্রমোহন দাস
কোনটিয় নয়
২৫. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উইলিয়াম জোন্স
হাইড ইস্ট
ডি বেথুন
ডেভিড হেয়ার
২৬. অলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয় ?
১৮৬৮
১৮৭৫
১৮৮৩
১৯০৬
২৭. নীল দর্পন ইংরাজিতে কে অনুবাদ করেন ?
মধুসূদন দত্ত
রেভ জেমস লং
সুভাষচন্দ্র বসু
কালীপ্রসন্ন সিংহ
২৮. লিখিত ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
লালা লাজপৎ রায়
দেওয়ান চমনলাল
চিত্তরঞ্জন দাশ
সুভাষচন্দ্র বসু
২৯. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
দাদাভাই নৌরজী
বদরুদ্দীন তৈয়াবজি
ফিরোজ শাহ মেহতা
কোনটিয় নয়
৩০. খিলাফৎ আন্দোলনের নেতৃত্ব দেন ?
সৈয়দ আহমেদ
মহম্মদ ও সৌকত আলি
রহমৎ আলি
ইকবাল
৩১. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল -
শিক্ষা সংস্কারের জন্য
শাসন সংস্কারের জন্য
জেল কোড সংস্কারের জন্য
ভারতের সংবিধানিক সংস্কারের জন্য
৩২. স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা-সভাপতি কে ছিলেন ?
মতিলাল নেহরু
সি আর দাশ
রাজেন্দ্রপ্রসাদ
রাজা গোপালাচারী
৩৩. শের ই পাঞ্জাব কাকে বলা হয় ?
রণজিৎ সিং
অমর সিং
ভগৎ সিং
লালা লাজপৎ রায়
৩৪. হিমালয় হচ্ছে -
ভঙ্গিল পর্বত
স্তুপ পর্বত
অবশিষ্ট পর্বত
টেবিল পর্বত
৩৫. ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়-
লাক্ষাদ্বীপে
দমন ও দিউে
সুন্দরবনে
নর্মদা নদীর মোহনায়
৩৬. "কপিলধারা" ফলসের অবস্থান-
শোন নদীর ওপর
চম্বল নদীর উপর
নর্মদা নদীর উপর
কৃষ্ণা নদীর উপর
৩৭. গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়-
মোহনার মাধ্যমে
বদ্বীপের মাধ্যমে
জলের মাধ্যমে
কোনটিয় নয়
৩৮. ভাকরানাঙ্গাল জলধারা কোন নদীর উপর অবস্থিত ?
ঝিলাম
শতুদ্রু
বিপাশা
সিন্ধু
৩৯. নাগার্জুন বহুমুখী প্রকল্পের বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
কৃষ্ণা
কাবেরী
তুঙ্গাভদ্রা
শোন
৪০. মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় -
ব্রোঞ্জ উৎপাদন
তামা উৎপাদন
অভ্র উৎপাদন
অ্যালুমিনিয়াম উৎপাদনে
৪১. শাল গাছ এক ধরনের-
সরলবর্গীয় গাছ
পর্ণমোচী গাছ
চিরহরিৎ গাছ
জেরোফাইটিক গাছ
৪২. বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে-
পডজল মৃত্তিকা
পলি মৃত্তিকা
কাদামাটি মৃত্তিকা
ল্যাটেরাইট মৃত্তিকা
৪৩. টোডা উপজাতি বসবাস করে-
ঝাড়খন্ড
ছত্তিশগড়
উত্তরাখণ্ড
নীলগিরি পাহাড়
৪৪. সুন্দরবন কে "ওয়ার্ল্ড হেরিটেজ সাইট" বলে ঘোষণা করা হয় ?
১৯৯৯
১৯৮৭
১৯৭৯
১৯৬৯
৪৫. পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি কোন জেলার বৈশিষ্ট্য ?
মালদা
দার্জিলিং
বাঁকুড়া
হাওড়া
৪৬. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিপ্লের জন্য বিখ্যাত ?
সার
লোহ ও ইস্পাত
লোকোমোটিভ
কোনটিয় নয়
৪৭. হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশ বিশেষ-
বৃক্ক
অস্থি
হৃদপিন্ড
মস্তিষ্ক
48. DNA পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন-
এইচ জি খোরানা
ওয়াটসন এবং ক্রিক
ফ্রেডারিক সেঞ্চার
ই এম সাউর্দান
৪৯. AIDS/HIV ভাইরাস একপ্রকারের-
DNA ভাইরাস
RNA ভাইরাস
উভয় ভাইরাস
কোনটিয় নয়
৫০. শ্বসনে,যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসল পালন করে,তা হল-
ক্রেবস চক্র
গ্লাইকোলাইসিস
অক্সিডেটিভ
কোনটিয় নয়
৫১. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে-
থার্মোস্ট্যাট
মোটর
ডায়ানামো
রেকটিফায়
৫২. ভারতের নতুন সংবিধান কবে গৃহিত হয়েছিল ?
২৬ নভেম্বর ১৯৪৯
২৫ ডিসেম্বর ১৯৪৯
২০ ডিসেম্বর ১৯৪৯
২৬ জানুয়ারি ১৯৫০
৫৩. সংবিধান সভার সভাপতি কে ছিলেন ?
বি আর আম্বেদকর
সি রাজাগোপালচারি
জওহরলাল নেহেরু
রাজেন্দ্র প্রসাদ
৫৪. নিম্নলিখিত কোন পদটি ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত নয়-
উপ-প্রধান মন্ত্রী
লোকসভার সহ অধ্যক্ষ
বিধান সভার সহ অধ্যক্ষ
রাজ্যসভার সহ সভাপতি
৫৫. ভারতের আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল ?
১৯৯০
১৯৯১
১৯৯২
১৯৯৩
👇👇👇👇👇👇👇👇👇👇
Answer Key :
1-d,2-a,3-b,4-c,5-c,6-b,7-b,8-b,9-c,10-b,11-b,12-a,13-a,14-b,15-b,16-a,17-b,18-c,19-c,20-d,21-d,22-a,23-c,24-b,25-d,26-b,27-a,28-a,29-a,30-b,31-d,32-b,33-a,34-a,35-a,36-c,37-b,38-b,39-a,40-d,41-b,42-d,43-d,44-b,45-b,46-c,47-b,48-c,49-b,50-b,51-b,52-a,53-d,54-a,55-c
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।