WBCS Previous Year Question Set 8

WBCS Previous Year Question Solution | WBCS Expected Question 2022


১. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল ?

  1. লোহা   

  2. অ্যালুমিনিয়াম  

  3. দস্তা   

  4. তামা              

২.প্রধান বৌদ্ধ ধর্ম গ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত ?

  1. প্রাকৃত 

  2. সংস্কৃত 

  3. পালি  

  4. অর্ধ মাগধী                                     

৩. বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন ?

  1. সারনাথ 

  2. কাশী 

  3. বুদ্ধগয়া 

  4. কুশিনগর           

৪. কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন ?

  1. বিম্বিসার   

  2. বিন্দুসার      

  3. অশোক   

  4. কালাশোক 

৫. ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিস্কৃত হয়েছিল ? 

  1. ভারহুত 

  2. সাঁচি

  3. বুদ্ধগয়া  

  4. সারনাথ                               

৬. সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?

  1. অশ্বঘোষ  

  2. নাগার্জুন  

  3. হরিষেণ  

  4. বসুমিত্র  

৭.গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

  1. পাল 

  2. পল্লব                   

  3. প্রতিহার 

  4. চালুক্য  

৮.নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন ?

  1. গৌতমীপুত্র সাতকার্ণী   

  2. সমুদ্রগুপ্ত     

  3. হষবর্ধন     

  4. ধর্মপাল                               

৯. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ?

  1. আকবর 

  2. মহম্মদ বিন তুঘলক 

  3. ইলতুৎমিস 

  4. আলাউদ্দিন খলজি  

১০.  দিল্লীর কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?

  1. ইলতুৎমিস  

  2. বলবন 

  3. মহম্মদ বিন তুঘলক   

  4. ফিরোজ শাহ তুঘলক   

১১. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন ?

  1. ইলতুৎমিস 

  2. আলাউদ্দিন খিলজি 

  3. গিয়াসউদ্দিন বলবন  

  4. মহম্মদ বিন তুঘলক  

১২. দিল্লিতে কুতুবমিনার কে নির্মাণ করেণ ?

  1. বলবন   

  2. ইলতুৎমিস   

  3. কুতুবউদ্দিন আইবক                                                                         

  4. আলাউদ্দিন খলজি                                                                                  

১৩. দিল্লীর কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?

  1. ইলতুৎমিস  

  2. আলাউদ্দিন খলজি               

  3. মহম্মদ বিন তুঘলক  

  4. ফিরোজ শাহ তুঘলক 

১৪ . বাবরনামা লেখক ছিলেন ? 

  1. আবুল ফজল                 

  2. ফিরদৌস              

  3. আফিক   

  4. বাবর 

১৫. নীচের কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি ?

  1. আসাম                                

  2. কাশ্মীর

  3. বাংলা 

  4. বিহার 

১৬. কোন মুঘল সম্রাটের আমলে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ভারতে প্রথম কুঠী নির্মাণ করেণ ?

  1. শাহজাহান 

  2. ঔরঙ্গজেব 

  3. জাহাঙ্গীর 

  4. বাহাদুর শাহ                                        

১৭. দীন ই ইলাহি কে প্রবর্তন করেন ?

  1. কবীর 

  2. আকবর 

  3. মহম্মদ বিন তুঘলক 

  4. ফিরোজ শাহ তুঘলক                                        

১৮.লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন ?

  1. মহম্মদ ঘোরী   

  2. বখতিয়ার খিলজি

  3. কুতুবউদ্দিন 

  4. ইলতুৎমিস 

১৯. মুর্শিদকুলি খান ঢাকা থেকে তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?

  1. মুঙ্গের 

  2. মুর্শিদাবাদ 

  3. গৌড়       

  4. পান্ডুয়া                                       

২০. কোন বছর কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ?

  1. ১৮৫৪

  2. ১৮৫৭

  3. ১৮৬০  

  4. ১৮৭৪  

২১. ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন ?

  1. রাজা রামমোহন রায় 

  2. দেবেন্দ্রনাথ ঠাকুর

  3. এল ভি ডিরোজিও   

  4. ডেভিড হেয়ার 

২২. বাংলার নীল বিদ্রোহ ঘটেছিল কোন বছর ?

  1. ১৮৫৯

  2. ১৮৬০

  3. ১৮৬৩

  4. ১৮৬৯

২৩. ১৮৫৭ এর বিদ্রোহে কোন ভারতীয় শসক বন্দী হন ?

  1. ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ    

  2. নানা সাহেব    

  3. বাহাদুর শাহ জাফার    

  4. উপরের কোনটিই নয়   

২৪. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?

  1. লর্ড কর্নওয়ালিস 

  2. ওয়ারেন হেস্টিংস 

  3. জন শোর 

  4. লর্ড বেন্টিংক 

২৫. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন ?

  1. ডালহৌসি

  2. ক্যানিং 

  3. ওয়েলেসলি     

  4. ওয়ারেন হেস্টিংস 

২৬. কোন গভর্নর জেনেরালের কার্যকালে সিভিল সার্ভিস প্রবর্তিত হয় ?

  1. লর্ড ডালহৌসি 

  2. লর্ড কার্জন  

  3. উলিয়াম বেন্টিংক  

  4. লর্ড কর্নওয়ালিস       

২৭. ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি ?

  1. ব্রাহ্ম সমাজ

  2. অর্য সমাজ  

  3. ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন

  4. উপরের কোনটিই নয় 

২৮. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  1. এন এম যোশী 

  2. জে এল নেহেরু 

  3. লালা লাজপৎ রায় 

  4. মুজাফফর আহমেদ 

২৯. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?

  1. দাদাভাই নৌরজী  

  2. বদরুদ্দীন তৈয়াবজি     

  3. ফিরোজ শাহ মেহতা   

  4. কোনটিয় নয়   

৩০. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন ?

  1. সৈয়দ আহমেদ 

  2. দাদাভাই নৌরজী 

  3. রহমৎ আলি   

  4. ইকবাল

৩১. ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি ছিলেন ?

  1. জে এল নেহেরু 

  2. সর্দার পাটেল      

  3. জে বি কৃপালনী 

  4. আবুল কালাম    

৩২. বোম্বাইতে কোন বছর নৌ-বিদ্রহ ঘটেছিল ?

  1. ১৯৪২

  2. ১৯৪৪

  3. ১৯৪৫ 

  4. ১৯৪৬ 

৩৩. গান্ধিজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?

  1. বরদৌলি

  2. ডান্ডি

  3. চৌরিচৌরা 

  4. চম্পারণ  

৩৪. লৌহমানব কাকে বলা হয় ?

  1. জে এল নেহেরু 

  2. বল্লাভভাই পাটেল 

  3. মহত্মা গান্ধি

  4. সুভাষচন্দ্র বসু 

৩৫. ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন - 

  1. সুভাষচন্দ্র বসু     

  2. ভগৎ সিং 

  3. মহম্মদ ইকবাল       

  4. লালা লাজপৎ 

৩৬. ম্যাকমোহন সীমান্তরেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?

  1. ভারত ও পাকিস্তান  

  2. ভারত ও বাংলাদেশ 

  3. ভারত ও চিন 

  4. ভারত ও নেপাল      

৩৭. ডানকান প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?

  1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 

  2. দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান     

  3. ক্ষুদ্র আন্দামান ও নিকোবর 

  4. আমিনদিভি ও লাক্ষাদ্বীপ       

৩৮. কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুঢ় বলা হয় ?

  1. ভিলাই        

  2. দুর্গাপুর   

  3. রাউরকেল্লা   

  4. জামসেদপুর   

৩৯. ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল- 

  1. কূপ ও নলকূপ   

  2. খাল   

  3. জলাশয়   

  4. সাগর   

৪০. কোন মৃত্তিকা গুলি তুলাচাষের উপযোগী ? 

  1. লোহিত মৃত্তিকা 

  2. পলল মৃত্তিকা 

  3. রেগুর 

  4. ল্যাটেরাইট 

৪১. নীচের কোনটি ভারতের প্রাচীন শিলা দ্বারা গঠিত ?

  1. হিমালয় 

  2. সিন্ধু

  3. আরাবল্লী 

  4. শিবালিক 

৪২. কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ঐ স্থানের কৌণিক দূরত্ব- 

  1. দক্ষিণ মেরুর সাপেক্ষে 

  2. উত্তর মেরুর সাপেক্ষে  

  3. নিরক্ষরেখার সাপেক্ষে 

  4. কোনটিয় নয় 

৪৩. সুন্দরবনের অধিবাসীরা জীবিকা নির্বাহ করেন প্রধানত- 

  1. মাছচাষ  

  2. পর্যটন  

  3. বাঁধ নির্মাণ   

  4. চাষবাস  

৪৪. পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল- 

  1. মালদাহ     

  2. জলপাইগুড়ি      

  3. দার্জিলিং 

  4. কোচবিহার  

৪৫. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত ?

  1. তরাই ও ডুয়ার্স  

  2. বারেন্দ্র ভূমি    

  3. দিয়ারা  

  4. বাগরী    

৪৬. পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত-

  1. অসম ও বাংলাদেশ 

  2. বিহার ও ঝাড়খণ্ড   

  3. সিকিম ও ভূটান   

  4. উড়িশ্য ও ঝাড়খণ্ড 

৪৭. খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হল- 

  1. এক মাইক্রন

  2. ১০ মাইক্রন     

  3. ১০০ মাইক্রন   

  4. ১০০০ মাইক্রন  

48. ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত- 

  1. প্লাজমোডিয়াম 

  2. ভ্যাক্সিনিয়া 

  3. DNA এর গঠন 

  4. অ্যান্টিবডি 

৪৯. নীচের উদ্ভিদ গুলির কোনটি মূলবিহীন ?

  1. সেরাটোফাইলাম 

  2. আইকরনিয়া 

  3. মনোকোরিয়া  

  4. পিস্টিয়া  

৫০. নীচের কোনটি একটি এন্ডোমিক উদ্ভিদ ?

  1. ক্যুয়েরকাস ইনকানা 

  2. এলিউসাইন কোরাকানা 

  3. কাইডিয়া ক্যালিসিনা  

  4. কোনটিয় নয় 

৫১. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় - 

  1. নীল আলোয়  

  2. কমলা আলোয়  

  3. সবুজ আলোয় 

  4. লাল আলোয়  

৫২. উদ্ভিদ কোশের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি, তা হল- 

  1. সেলুলোজ 

  2. সুক্রোজ 

  3. স্টার্চ 

  4. লিগনিন  

৫৩. আন্টার্কটিকায় ওজন স্তরের ক্ষয়ের প্রধান করণ- 

  1. নাইট্রোজেন ডাই অক্সাইড 

  2. সালফার ডাই অক্সাইড 

  3. ক্লোরিন নাইট্রেট  

  4. ফ্রেয়ন 

৫৪. একটি স্কেলার রাশির উদাহরণ ?    

  1. বেগ  

  2. বল 

  3. ভরবেগ 

  4. শক্তি   

৫৫. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল- 

  1. 4f থেকে বেশি

  2. 4f থেকে কম 

  3. 2f এর সমান 

  4. 4f এর সমান 

৫৬. নিউক্লিয় চুল্লীতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল ? 

  1. ফিসন 

  2. ফিউজন

  3. স্প্যালেশন

  4. অ্যাবজর্পসন 

৫৭. পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সঙ্কর ? 

  1. লোহা ও তামা 

  2. তামা ও টিন

  3. তামা ও দস্তা 

  4. তামা ও অ্যলুমিনিয়াম 

৫৮. ভোট দানের অধিকার ২১ থেকে ১৮ করা হয় ? 

  1. ৬০ তম সংশোধনে

  2. ৬১ তম সংশোধনে

  3. ৬২ তম সংশোধনে

  4. ৬৩ তম সংশোধনে

৫৯. সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় ? 

  1. ২৪ তম সংশোধনে

  2. ৪২ তম সংশোধনে

  3. ৪৩ তম সংশোধনে

  4. ৪৪ তম সংশোধনে 

৬০. নীচের কোনটির ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ? 

  1. অন্ধ্রপ্রদেশ 

  2. গুজরাট 

  3. হরিয়ানা 

  4. কেরালা 

👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2



Answer Key : 

1-d,2-c,3-a,4-b,5-d,6-c,7-a,8-a,9-b,10-d,11-a,12-c,13-d,14-d,15-a,16-c,17-b,18-b,19-b,20-b,21-c,22-a,23-c,24-a,25-c,26-d,27-c,28-a,29-b,30-b,31-c,32-d,33-d,34-b,35-b,36-c,37-b,38-b,39-b,40-c,41-c,42-c,43-a,44-c,45-a,46-a,47-c,48-c,49-d,50-b,51-c,52-a,53-d,54-d,55-c, 56-a,57-c,58-b,59-b,60-a 




3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন