WBP Mains Current Affairs Question. Important Current Affairs in Bengali
১. কোন দেশ "যশ" ঘূর্নিঝড়ের নামকরণ করে ?
উত্তরঃ ওমান
২. ৫১ তম দাদাসাহেব ফালকে পুরষ্কার কে পেয়েছেন ?
উত্তরঃ রজনীকান্ত
৩. INDRA NAVY কোন দেশের নৌ মহড়া ?
উত্তরঃ ভারত-রাশিয়া
৪. ৩৯ তম ন্যাশনাল গেমস ২০২২ হবে কোন রাজ্যে ?
উত্তরঃ মেঘালয়
৫. ৫১ তম IFFI আয়োজিত হয়েছিল ?
উত্তরঃ গোয়া
৬. ২০২১ সালে সাহিত্যে নোবেল কে পেয়েছেন ?
উত্তরঃ আব্দুল রাজ্জাক গুনরাহ
৭. কোন শহরের দূর্গা পূজা UNESCO এর Intangible Heritage তালিকায় অন্তর্ভুক্ত হল ?
উত্তরঃ কলকাতা
৮. কোন রাজ্যের "মিথিলা মাখানা" GI Tag পেলো ?
উত্তরঃ বিহার
৯. সম্প্রতি "টাইফুন রাই" আঘাত এনেছে কোন দেশে ?
উত্তরঃ ফিলিপিন্স
১০. ঘুর্ণিঝড় "জাওয়াদ" এর নামকরণ করেছে ?
উত্তরঃ সৌদি আরব
১১. Babur Cruise Missile 1B এর টেস্ট লঞ্চ করলো কোন দেশ ?
উত্তরঃ পাকিস্তান
১২. Justice for the judge কার আত্মজীবনী ?
উত্তরঃ রঞ্জম গগৈ
১৩. বিজয় হাজরা ট্রফি ২০২১-২২ জিতলো ?
উত্তরঃ হিমাচল প্রদেশ
১৪. SAFF U 19 Women's Championship জিতলো ?
উত্তরঃ বাংলাদেশ
১৫. 11th National Billiards Tittle জিতলো ?
উত্তরঃ পঙ্কজ আদভানি
১৬. Abu Dhabi Grand Prix 2021 জিতলো ?
উত্তরঃ Max Verstappen
১৭. Asian Youth Para Games এ ভারত মোট পদক জিতেছে ?
উত্তরঃ ৪১ টি [ ১২ সোনা, ১৫ রুপো, ১৪ ব্রোঞ্জ ]
১৮. Davis Cup 2021 জিতলো ?
উত্তরঃ রাশিয়া
১৯. Saudi Arabian Grand Prix 2021 জিতলো ?
উত্তরঃ Lewis Hamilton
২০. Good Governance Index 2021 এ শীর্ষস্থানে আছে ?
উত্তরঃ গুজরাট
২১. Global Unicorn Index 2021 এ ভারতের স্থান কত ?
উত্তরঃ তৃতীয় [ প্রথম - আমেরিকা ]
২২. World Talent Ranking Report 2021 এ ভারতের স্থান ?
উত্তরঃ ৫৬
২৩. ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান Ngadag Pel Gi Khorlo দ্বারা সম্মানিত হলেন ?
উত্তরঃ নরেন্দ্র মোদি
২৪. ২০২১ Miss Universe শিরোপ জিতলো ?
উত্তরঃ হারনাজ সাঁধু
২৫. Kalinga Literary Award 2021 পেলেন ?
উত্তরঃ শ্রীনিবাস উদগতা এবং দিব্যা দত্ত
২৬. UNICEF এর হেড নিযুক্ত হলেন ?
উত্তরঃ Catherine Russell
২৭. ফেসবুকের নতুন নাম কি রাখা হল ?
উত্তরঃ Meta
২৮. ১৬ তম G20 Summit হোস্ট করলো ?
উত্তরঃ রোম
২৯. Syed Mushtaq Ali Trophy 2021 জিতেছে ?
উত্তরঃ তামিলনাড়ু
৩০. Nelson Mandela Nobel Peace Prize 2021 দ্বারা সম্মানিত হলেন ?
উত্তরঃ পুনিত রাজকুমার
৩১. 2021 Booker Prize পেলেন ?
উত্তরঃ Damon Galgut
৩২. কোন রাজ্যের সাদা পেঁয়াজ GI Tag পেলো ?
উত্তরঃ মহারাষ্ট্র
৩৩. ২০৩৬ Olympic Games হোট করবে ?
উত্তরঃ ভারত
৩৪. IPL 2021 ট্রফি জিতেছে ?
উত্তরঃ CSK
৩৫. Global Hunger Index 2021 ভারতের স্থান ?
উত্তরঃ ১০১
৩৬. Henley Passport Index 2021 ভারতের স্থান ?
উত্তরঃ ৯০
৩৭. 67th National Film Awards-এ সেরা অভিনেত্রী -
উত্তরঃ কঙ্গনা রানাউত
৩৮. Global Innovation Index 2021 এ ভারতের স্থান ?
উত্তরঃ ৪৬
৩৯. রামন ম্যাগসেসে পুরষ্কার ২০২১ জিতলো ?
উত্তরঃ ড. ফিরদৌসি কাদরী
৪০. কোন রাজ্যের সোজাত মেহেন্দি GI ট্যাগ পেলো ?
উত্তরঃ রাজস্থান
৪১. সুশীলা দেবী অ্যাওয়ার্ড ২০২১ কে জিতলো ?
উত্তরঃ অনুকৃতি উপাধ্যায়
৪২. Khelo India Youth Games 2022-23 হোস্ট করবে কোন রাজ্য ?
উত্তরঃ মধ্যপ্রদেশ
৪৩. Henley Passport Index 2022 এ ভারতের স্থান কত ?
উত্তরঃ ৮৩ তম
৪৪. Dr. Rimington Award পেলেন কোন বাঙ্গালি ?
উত্তরঃ উমাশঙ্কর মন্ডল
৪৫. Mrs World 2022 শিরোপ জিতলো কে ?
উত্তরঃ Shaylyn Ford
৪৬. AFC Women Asian Cup 2022 হোস্ট করবে ?
উত্তরঃ ভারত
৪৭. Genesis Prize জিতলেন কে ?
উত্তরঃ Albert Bourla
৪৮. অস্কার ২০২২ এর জন্য নমিনেটেড ভারতের কোন দুই সিনেমা ?
উত্তরঃ Jai Bhim & Marakkar
৪৯. Australian Open 2022 তকমা পেলো ?
উত্তরঃ পুরুষ- Rafael Nadal
মহিলা- Ashleigh Barty
৫০. মিড ডে মিল যোজনার নতুন নাম রাখা হল ?
উত্তরঃ পি এম পোষণ স্কীম