Top 75 Polity Gk | WBP Main Gk | WBCS Prelim Gk

Top 75 polity Gk Question For WBP Mains Exam And WBCS Preliminary Exam. 



১. সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি- 


উত্তরঃ ড.রাজেন্দ্র প্রসাদ 


২. সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ সচ্চিদানন্দ সিনহা 


৩. ভারতীয় সংবিধানে স্থপতি বলা হয় -


উত্তরঃ বি আর আম্বেদকর 


৪. কোন তারিখ সংবিধান কার্যকরী হয় ? 


উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৫০ 


৬. সংবিধানের পরামর্শ দাতা হিসাবে নিযুক্ত হন ? 


উত্তরঃ বি এন রাও 


৭. কে প্রথম উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেছিলেন ? 


উত্তরঃ জওহরলাল নেহেরু 


৮. জাতীয় পতাকা কবে গৃহীত হয় ? 


উত্তরঃ ২২ জুলাই ১৯৪৭ 


৯. স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? 


উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ 


১০. ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে ? 


উত্তরঃ ২৬ নভেম্বর ১৯৪৯


১১. ক্রিপস মিশন কত সালে ভারতে আসেন ? 


উত্তরঃ মার্চ ১৯৪২ 


১২. ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত ধারাগুলি হল- 


উত্তরঃ ৫ থেকে ১১ [ Part -II ] 


১৩. ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকত্ব হল- 


উত্তরঃ একনাগরিকত্ব 


১৪. একক নাগরিকত্ব ধারণাটি গৃহীত - 


উত্তরঃ ব্রিটেন সংবিধান থেকে


১৫. মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত - 


উত্তরঃ সোভিয়েত রাশিয়া থেকে


১৬. ভারতের সংবিধানের প্রস্তাবনার ধারনাটি গৃহীত - 


উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 


১৭. মৌলিক অধিকার ধারনাটি গৃহীত -


উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 


১৮. ভারতীয় সংবিধানের "রত্নসম্ভার/সংবিধানের প্রাণ" বলা হয়- 


উত্তরঃ প্রস্থাবনা কে


১৯. সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের যুক্ত হয়েছে -


উত্তরঃ ৪২ তম সংশোধন ১৯৭৬ সালে


২০. সংবিধানের প্রস্তাবনা কে "সংবিধানের আত্মা" বলেছেন - 


উত্তরঃ ঠাকুরদাস ভার্গব


২১. অস্পৃশ্যতা কে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে ? 


উত্তরঃ ১৭ নং ধারায় 


২২. মৌলিক অধিকার সংক্রান্ত অলোচনা রয়েছে ? 


উত্তরঃ পার্ট -III [ ধারা ১২ থেকে ৩৫ ] 


২৩. সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়ায় হয় ?  


উত্তরঃ ৪৪ তম সংশোধন ১৯৭৮


২৪. বর্তমানে সম্পত্তির অধিকার হল একটি- 


উত্তরঃ সাধারণ আইনি অধিকার 


২৫. জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন ? 


উত্তরঃ রাষ্ট্রপতি


২৬. সংবিধানের কত নং ধারায় বর্তমানে সম্পত্তির অধিকার স্বীকৃতি আছে ? 


উত্তরঃ 300(A)


২৭. নির্দেশমূলক নীতি গুলি সম্পর্কে উল্লেখ আছে  - 


উত্তরঃ ৩৬ থেকে ৫১ ধারা [ অধ্যায়-চতুর্থ ] 


২৮. রাষ্ট্রপতি রাজ্যসভায় কত জন সদস্য কে মনোনীত করতে পারে ? 


উত্তরঃ ১২ জন 


২৯. রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য কে মনোনীত করতে পারে ? 


উত্তরঃ ২ জন 


৩০. ভারতের উপরাষ্ট্রপতি কোন কক্ষের অধ্যক্ষ ? 


উত্তরঃ রাজ্যসভা 


৩১. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? 


উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ 


৩২. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ? 


উত্তরঃ ড. সর্বপল্লি রাধাকৃষ্ণণ


৩৩. ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন-


উত্তরঃ রাষ্ট্রপতি 


৩৪. ভারতের রাষ্ট্রপতি কে ইমপিচ করতে পারে-


উত্তরঃ সংসদ 


৩৫. ভারতের রাষ্ট্রপতি ইমপিচ করতে পারে কোন ধারার বলে ?


উত্তরঃ ধারা ৬১ 


৩৬. সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন-


উত্তরঃ লোকসভার স্পিকার 


৩৭. সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকে ? 


উত্তরঃ ৬ মাস


৩৭. লোকসভার প্রথম স্পিকার হলেন ? 


উত্তরঃ জি ভি মাভলাঙ্কার 


৩৮. কোন বিল অর্থবিল কিনা সে ব্যাপারে সিন্ধান্ত নেন- 


উত্তরঃ স্পিকার 


৩৯. লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন-


উত্তরঃ মীরা কুমার 


৪০. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন-


উত্তরঃ প্রফুল্ল ঘোষ 


৪১. মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স হল-


উত্তরঃ ২৫ বছর 


৪২. ভারতে পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে ? 


উত্তরঃ ৩ টি 


৪৩. ১৯৫৯ সালে ভারতবর্ষে প্রথম পঞ্চায়েতিরাজ প্রবর্তন হয়েছিল-


উত্তরঃ রাজস্থান 


৪৪. সংবিধানের কততম সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রীক মর্যাদা দেওয়া হয়েছে ? 


উত্তরঃ ৭৩ তম 


৪৫. ত্রিস্তর পঞ্চায়েতিরাজ ব্যাবস্থার মধ্যবর্তী স্তর কোনটি ? 


উত্তরঃ পঞ্চায়েত সমিতি 


৪৬. ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন ? 


উত্তরঃ ৬৫ বছর 


৪৭. হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন ? 


উত্তরঃ ৬২ বছর 


৪৮. সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন ? 


উত্তরঃ ফতেমা বিবি


৪৯. সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যার অধিকার রাখেন ? 


উত্তরঃ সুপ্রিমকোর্ট 


৫০. স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন- 


উত্তরঃ সরোজিনী নাইডু 


৫১. কবে গণ পরিষদের প্রথম সভা হয় ? 


উত্তরঃ ৯ ডিসেম্বর ১৯৪৬ 


৫২. ভারতীয় সংবিধানের গণ পরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ? 


উত্তরঃ বি আর আম্বেদকর 


৫৩. ভারতীয় জাতীয় পতাকা কে অঙ্কন করেন ? 


উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া 


৫৪. ভারতীয় জাতীয় গান কবে গৃহীত হয় ? 


উত্তরঃ ২৪ জানুয়ারি ১৯৫০


৫৫. জন গন মন কবে গাওয়া হয় ?  


উত্তরঃ ২৭ ডিসেম্বর ১৯১১


৫৬. সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত ? 


উত্তরঃ দক্ষিণ আফ্রিকা 


৫৭. সংবিধানের কোন ধারা অনুযায়ী নতুন রাজ্য গঠন করা যেতে পারে ? 


উত্তরঃ ৩ নং ধারা 


৫৮. ভারতীয় নাগরিকত্ব আইন কত সলে পাশ হয় ? 


উত্তরঃ ১৯৫৫


৫৯. বর্তমান ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে ? 


উত্তরঃ ৬ টি


৬০. কোন ধারা অনুযায়ী ভারতরত্ন এবং পদ্মশ্রী খেতাব প্রদান করে ? 


উত্তরঃ ১৮ নং 


৬১. বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা ? 


উত্তরঃ ১১ টি


৬২. ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স ? 


উত্তরঃ ৩৫ বছর 


৬৩. ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ? 


উত্তরঃ ৫ বছর


৬৪. সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন ? 


উত্তরঃ ৫২ নং ধারা 


৬৫. ভারতের উপরাষ্ট্রপতি কে নিবাচিত করেন? 


উত্তরঃ রাজ্যসভার সদস্যগণ


৬৬. রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র কাকে জমা দেবে ? 


উত্তরঃ উপরাষ্ট্রপতি 


৬৭. স্বাধীন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন ? 


উত্তরঃ জাকির হুসেন


৬৮. মন্ত্রীসভা কার কাছে যৌথ ভাবে দায়বদ্ধ থাকে ? 


উত্তরঃ লোকসভার কাছে


৬৯. লোকসভার ডেপুটি স্পিকার তার পদত্যাগ পত্র কাকে জমা দেন ? 


উত্তরঃ স্পিকার কে


৭০. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ? 


উত্তরঃ দিল্লি


৭১. উদ্দেশ্যমূলক প্রস্তাবিত উপস্থিত করেন ? 


উত্তরঃ ২২ জানুয়ারি ১৯৪৭


৭২. কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় ? 


উত্তরঃ আগস্ট, ১৯৪৬


৭৩. সংবিধানে লোকপালের ধারণাটি গৃহীত ? 


উত্তরঃ সুইডেন 


৭৪. ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে নূন্যতম বয়সসীমা হল-


উত্তরঃ ১৮ বছর 


৭৫. কততম সংশোধনে ভোটাধিকার ২১ থেকে ১৮ করা হয় ? 


উত্তরঃ ৬১ তম (১৯৮৯) 


👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2








Post a Comment

Previous Post Next Post