WBP Gk Question | WBP Gk Practice Set 2025 | WBP Gk Mock Test 2025 | পুলিশ পরীক্ষা


WBP GK MOCK TEST : SET 12 : CLICK HERE 


   ১. নীচের কে সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয় ?

  1. জওহরলাল নেহেরু 

  2. সুভাস চন্দ্র বোস 

  3. দাদাভাই নৌরজি✅
  4. সর্দার পাটেল


২. কত সালে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় ?

  1. অক্টোবর ১৯৪৬ 

  2. আগস্ট ১৯৪৭

  3. নভেম্বর ১৯৪৯

  4. আগস্ট ১৯৪৬✅


৩. ২০১৪ সালে তেলেঙ্গানা কত তম অঙ্গরাজ্য তৈরি হয় ?

  1. ২৭

  2. ২৮

  3. ২৯✅

  4. ৩০


৪. কত নং ধারায় বলা আছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে ?  

  1. ৫১ নং  

  2. ৫২ নং  ✅

  3. ৫৩ নং  

  4. ৫৪ নং  


৫. ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন ?

  1. বি আর আম্বেদকর ✅

  2. রাজেন্দ্র প্রসাদ 

  3. বল্লভাই পাটেল

  4. জওহরলাল নেহেরু 


৬. লোকসভার মেয়াদ ৫ থেকে ৬ বছর করা হয় ___ সংশোধনে।

  1. ৭৩ তম 

  2. ৬১ তম 

  3. ৪৪ তম 

  4. ৪২ তম ✅


৭. ভারতে প্রথম পঞ্চায়েতিরাজ প্রবর্তন হয়েছিল কোথায় ?

  1. হরিয়ানা  

  2. অন্ধ্রপ্রদেশ  

  3. গুজরাট  

  4. রাজস্থান ✅


৮. কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় ? 

  1. ১৮৫৭

  2. ১৮৫৬

  3. ১৮৬২✅

  4. ১৮৭৬


৯. সংবিধান প্রবর্তিত হওয়ার সময় সংবিধান স্বীকৃত ভাষা ছিল- 

  1. ১২ টি 

  2. ১৬ টি 

  3. ১৪ টি ✅

  4. ২২ টি 


১০. নাগরিকতা কোন তালিকার অন্তর্ভুক্ত ?

  1. রাজ্য   

  2. কেন্দ্র✅  

  3. যৌথ   

  4. আইনি  


১১. নীচের কোনটি বহিস্থ গ্রহ ?

  1. শনি ✅

  2. বুধ  

  3. মঙ্গল  

  4. পৃথিবী  




WBP GK MOCK TEST : SET 12 : CLICK HERE 


১২. একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ ?

  1. রকি

  2. আন্দিজ

  3. হিমালয় 

  4. আরাবল্লি✅


১৩. সেনসাস ২০১১ অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ?

  1. ৭৭.০৮% 

  2. ৭৪.০৪% ✅

  3. ৭৫.৭৭%      

  4. ৭৬.০৪%   


১৪. BRICS কবে প্রতিষ্ঠিত হয় ? 

  1. ২০০১  ✅

  2. ২০০৫   

  3. ১৯৯৯ 

  4. ২০০২


১৫. রালাম হিমবাহ কোথায় অবস্থিত ?

  1. ছত্তিসগড় 

  2. ঝাড়খণ্ড 

  3. উত্তরাখণ্ড ✅

  4. সিকিম 


১৬. ____ ভারতের একটি আগ্নেয় দ্বীপ ?

  1. রাম্বন  

  2. নিউ মূর 

  3. রামেবরাম 

  4. নারকোন্ডাম ✅


১৭. ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?

  1. উলার  ✅

  2. পুলিকট  

  3. কোলেরু

  4. প্যাংগং 


১৮. ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি ? 

  1. দিল্লি  

  2. জব্বলপুর  

  3. জয়সলমীর ✅  

  4. আহমেদাবাদ   


১৯. ভারতের মাটি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ? 

  1. ঝাঁসি  

  2. বারানসি  

  3. উদয়পুর   

  4. দেরাদুন  ✅



২০. কোন জাতীয় উদ্যানটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত ?

  1. কাজিরাঙ্গা ✅

  2. নন্দাদেবী 

  3. জলদাপারা

  4. সিমলিপাল


২১. ভিটিকালচার বলতে কি বোঝায় ?

  1. আম চাষ 

  2. চিংড়ি চাষ 

  3. আঙ্গুর চাষ ✅

  4. ধান চাষ 


২২. দাদরি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?

  1. হরিয়ানা      

  2. উত্তরপ্রদেশ ✅  

  3. উত্তরাখণ্ড     

  4. কর্ণাটক    


২৩. দক্ষিণ ভারতের ম্যাঞ্চেষ্টার কাকে বলা হয় ?

  1. আহমেদাবাদ 

  2. হায়দ্রাবাদ 

  3. কোয়েম্বাটোর ✅

  4. এলাহাবাদ 


২৪. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?

  1. ট্রাম্বে ✅

  2. কলকাতা  

  3. দিল্লি   

  4. নাগপুর  


WBP GK MOCK TEST : SET 12 : CLICK HERE 



২৫. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 

  1. ইংল্যান্ড ✅

  2. আমেরিকা    

  3. সুইজারল্যান্ড 

  4. সাউথ আফ্রিকা 


২৬. কি বোর্ড হল একটি__। 

  1. সিস্টেম 

  2. মেমরি 

  3. ইনপুট ডিভাইস ✅

  4. আউটপুট ডিভাইস 


২৭. মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হল একটি ? 

  1. উত্তল লেন্স 

  2. উত্তল দর্পন ✅

  3. সমতল দর্পন 

  4. অবতল দর্পন   


২৮. সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক ?

  1. গ্রিন হাউস   ✅

  2. বোলোমিটার

  3. পাইরোমিটার

  4. গ্যলভানোমিটার 


২৯. সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে ? 

  1. ফিসন 

  2. বিকিরণ 

  3. ফিউসন ✅

  4. বিস্ফোরণ 


৩০. মানুষের দেহের সবচেয়ে ছোটো অস্থি কি ? 

  1. স্টেপিস  ✅

  2. ফিমার 

  3. মেলিয়াম    

  4. হিউমেরাস 



H.W- ব্যারোমিটার কে আবিষ্কার করোন ? 

  1. ফ্যারাডে

  2. টমসন 

  3. টরিসেলি✅

  4. নেপিয়ার 





Post a Comment

Previous Post Next Post