সামনে WBP & KP পরীক্ষা। Constable Prelims পরীক্ষায় হুবহু কমন আসার মতো বাছাই করা 30 টি MCQ Gk প্রশ্ন Mock Test এবং Practice Set থাকছে আজকেই এই পোস্টে।
১. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
সমুদ্রগুপ্ত✅
চন্দ্রগুপ্ত
অশোক
কনিষ্ক
২. নিচের কোন বীজটি একবীজপত্রী ?
গম ✅
তেতুল
আম
কুমড়ো
৩. Nightingle of India নামে কে পরিচিত ?
অ্যানি বেসান্ট
সরোজিনী নাইডু ✅
মাতঙ্গিনী হাজরা
ইন্দ্রা গান্ধী
৪. মহিনী অট্টম কোন রাজ্যর নৃত্য ?
কেরলা ✅
অন্ধ্রপ্রদেশ
তামিলনাডু
পশ্চিমবঙ্গ
৫. পেনিসিলিন কে আবিষ্কার করেন ?
আব্রাহাম জেন্সার
লুইস পাসৃুর
ইভার পাওয়েল
আলেকজান্ডার ফ্রেমিং✅
৬. খাইবার পাস কোথায় অবস্থিত ?
চিন
ভারত
পাকিস্থান ✅
আফগানিস্তান
৭. নিচের কোন গ্যাস সর্বাপেক্ষা হালকা ?
অক্সিজেন
নাইট্রোজেন
হিলিয়াম
হাইড্রোজেন ✅
৮. অশোক কার মৃত্যুর পর সিংহাসনে বসেন ?
বিম্বিসার
বিন্দুসার ✅
কনিষ্ক
হরিদাস
৯. আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয় ?
৮ মার্চ ✅
৫ মার্চ
৮ এপ্রিল
৫ এপ্রিল
১০. কততম সংশোধনীতে ১০ টি মৌলিক কর্তব্য সংযুক্ত হয় ?
৪২ তম ✅
৪৪ তম
৭৩ তম
৭৬ তম
১১. ক্ষারীয় দ্রবণের PH সর্বদা -
৭ এর কম
৭ এর সমান
৭ এর বেশি ✅
কোনটিই নয়
১২. ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কে ?
রাজনাথ সিং
এস জয়শঙ্কর ✅
শিবরাজ সিং
মনোহার লাল
১৩. পশ্চিমবঙ্গে ২০১১ সালে শিক্ষার হার কত ছিল ?
৭৭.০৮% ✅
৭৪.০৪%
৭৫.৭৭%
৭৬.০৪%
১৪. কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ?
যমুনা
কৃষ্ণা ✅
চেনাব
কয়না
১৫. কে ভারতে পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা ছিলেন ?
লর্ড ডালহৌসি
লর্ড ওয়েলেসলি
লর্ড বেন্টিংক
লর্ড কর্নওয়ালিস ✅
১৬. কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত___ রাজ্যে।
গুজরাট ✅
পাঞ্জাব
মহারাষ্ট্র
হরিয়ানা
১৭. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত ?
সিকিম
আসাম ✅
পশ্চিমবঙ্গ
রাজস্থান
১৮. মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায় ?
দিল্লি
কলকাতা
ঢাকা ✅
আহমেদাবাদ
১৯. শেরশাহ কোন দূর্গ আক্রমণ কালে মারা যান ?
মানড
কনৌজ
কালিঞ্জর ✅
মাড়বার
২০. বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত ?
হিন্দি
মাগধী
পালি✅
সংস্কৃত
২১. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
মুসি✅
কৃষ্ণা
গঙ্গা
কাবেরি
২২. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
ভিটামিন A
ভিটামিন D
ভিটামিন E
ভিটামিন K ✅
২৩. স্থানান্তর কৃষি কাজ ভারতে কি নামে পরিচিত ?
ঝুম ✅
লাডং
তৈগা
চেনা
২৪. হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ?
বৃহদ্রথ
নাগদশক ✅
দেবভূতি
বিষ্ণুগুপ্ত
২৫. নেতাজি কত সালে প্রথম কংগ্রেস সভাপতি হন ?
১৯৩৮ ✅
১৯৩৯
১৯৪১
১৯৪২
২৬. কোন ক্ষেত্রে পুলিৎজার পুরষ্কার প্রদান করা হয় ?
চলচিত্র
ব্যাটমিন্টন
সাংবাদিকতা ✅
সেনা বীরত্ব
২৭. গ্রন্থকীট ছদ্মনামে কে লিখতেন ?
তারাদাস বন্দ্যোপাদ্ধ্যায়
বিনয় ঘোষ
তারাপদ রায় ✅
সুনিলময় বসু
২৮. পুট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক্রিকেট
ভলিবল
গল্ফ ✅
টেনিস
২৯. পোঙ্গল উৎসব কোন রাজ্যে দেখা যায় ?
তেলেঙ্গানা
অন্ধ্রপ্রদেশ
তামিলনাড়ু ✅
কর্ণাটক
৩০. জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
আসাম
সিকিম
ঝাড়খণ্ড
পশ্চিমবঙ্গ ✅
H.W- কর্ণাটক এর রাজধানীর নাম কি ?
হায়দ্রাবাদ
বেঙ্গালুরু ✅
কোয়েম্বাটুর
আমরাবতি