ভারতের ভূ-প্রকৃতি সম্পর্কিত প্রশ্ন | ভারতের ভূগোল

ভারতের ভূ-প্রকৃতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই প্রশ্ন গুলি প্রতিটি চাকরি পরীক্ষায় বার বার আসে। 



১. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ?    


 উত্তরঃ আনাইমুদি   


২. নীলগিরি কী ধরনের পর্বত ?


 উত্তরঃ স্তূপ পর্বত 


৩. ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণিটি হল- 


 উত্তরঃ আরাবল্লি 


৪. ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোথায় অবস্থিত ?


উত্তরঃ সিকিম  


৫. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?


 উত্তরঃ সিয়াচেন    


৬. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী ?


 উত্তরঃ গডউইন অস্টিন  


৭.মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা কোন হিমালয়ের অংশ ?


 উত্তরঃ হিমাদ্রি হিমালয়                 


৮. গডউইন অস্টিন বা K2 এর অবস্থান কোথায় ? 


 উত্তরঃ টেথিস হিমালয় 


৯. ভারতের উচ্চতম মালভূমি নাম কি ?


 উত্তরঃ লাদাখ 


১০.  ভারতের একমাত্র শীতল মরুভূমির নাম কি ?


 উত্তরঃ লাদাখ      


১১. নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত ?


 উত্তরঃ সিকিম


১২. গঙ্গার নদী তীরবর্তী নবীন পলিগঠিত সমভূমি কি নামে পরিচিত ?   


 উত্তরঃ খাদার  


১৩. গঙ্গার তীরবর্তী প্রাচীন পলিগঠিত সমভূমি গুলি কি নামে পরিচিত ?       


 উত্তরঃ ভাঙর    


১৪ . নর্মদা ও তাপি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত ?        


 উত্তরঃ সাতপুরা      


১৫. সাতপুরা পর্বতের সর্বোচ্চ চূড়ার নাম কি ?  


 উত্তরঃ ধূপগড়   


১৬. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর কোন রাজ্যে অবস্থিত ?


 উত্তরঃ রাজস্থান 


১৭. ছোটনাগপুর মালভূমির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?


 উত্তরঃ পরেশ নাথ  


১৮.কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?   


 উত্তরঃ গুজরাট   


১৯. বিন্ধ্য কি ধরনের পর্বত ?


 উত্তরঃ স্তুপ পর্বত  


২০. পশ্চিম উপকূলের উপহ্রদ গুলি কে কি বলে ? 


 উত্তরঃ কয়াল 


২১. কোঙ্কণ উপকূল কোন রাজ্যে অবস্থিত ?     


 উত্তরঃ মহারাষ্ট্র 


22.কোন অঞ্চলটি কে "মরুস্থলী" বলা হয় ?


 উত্তরঃ থর মরুভূমি   


২৩. সরামতী কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?


 উত্তরঃ নাগা    


২৪. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?


 উত্তরঃ মাজুলি  


২৫. ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ(লেগুন) কোনটি ?


 উত্তরঃ চিলকা    


২৬. কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদ কী নামে পরিচিত ?


উত্তরঃ তাল    


২৭. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?


 উত্তরঃ স্যাডল পিক     


২৮. কোন অঞ্চল ভারতের খনিজ ভান্ডার নামে পরিচিত ?     


 উত্তরঃ ছোটনাগপুর মালভূমি     


২৯.ভারতের বৃহত্তম কয়াল কোনটি ?    


 উত্তরঃ ভেম্বানাদ   


৩০. ধ্রিয়ান বলতে কী বোঝায় ?


 উত্তরঃ চলমান বালিয়াড়ি    


👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2






3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post