পশ্চিমবঙ্গের জনগণনা ২০১১ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | Census 2011 Gk

Census Gk Question in Bengali | West Bengal Census 2011 Gk Question | WBCS Exam Gk Question | WBCS Question 2021 


১. ২০১১ জানগণনা অনুযায়ী কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ?


উত্তরঃ উত্তর দিনাজপুর      


২. পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষর জেলা কোনটি ?  



 উত্তরঃ পূর্ব মেদিনীপুর                     


৩. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি ?                


 উত্তরঃ কলকাতা

     

৪. পশ্চিমবঙ্গের গড় জনঘনত্ব প্রতি বর্গকিমিতে-


 উত্তরঃ ১০২৯ জন  


৫. পশ্চিমবঙ্গের গড় লিঙ্গ অনুপাত- 


 উত্তরঃ ৯৪৭ জন                                   


৬. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা কোনটি ?


 উত্তরঃ কালিম্পং 


৭. ২০১১ জনগণনা ভারতের কততম জাতীয় জনগণনা ?


 উত্তরঃ ১৫ তম 



৮. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন বা ঋণাত্মক ?


 উত্তরঃ কলকাতা


৯. পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বোচ্চ ?


 উত্তরঃ দার্জিলিং  


১০. পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বনিম্ন ? 


 উত্তরঃ কলকাতা 


১১. পশ্চিমবঙ্গের যে জেলায় মহিলাদের শিক্ষার হার সর্বোচ্চ ?       


 উত্তরঃ কলকাতা    


১২. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলাদের শিক্ষার হার সর্বনিম্ন ?


 উত্তরঃ পুরুলিয়া      


১৩. পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বনিম্ন ?


 উত্তরঃ উত্তর দিনাজপুর 


১৪. পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার কত ?


 উত্তরঃ ৭৭.০৮%


১৫. পশ্চিমবঙ্গের পুরুষ সাক্ষরতার হার কত ?


 উত্তরঃ ৮২.৬৭% 


১৬. পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার কি ?


 উত্তরঃ ৭১.১৬%


১৭. পশ্চিমবঙ্গের শিশুদের লিঙ্গ অনুপাত কত ?


 উত্তরঃ ৯৫০ জন 


১৮. ২০১১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায়- 


 উত্তরঃ ৯ কোটি ১৩ লক্ষ 


১৯. ২০১১ সালে পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল ?


 উত্তরঃ ১৩.৯%


২০. পশ্চিমবঙ্গের পুরুষদের জনসংখ্যা বৃদ্ধির হার কত ?


 উত্তরঃ ১৩.১৭% 


২১.পশ্চিমবঙ্গের মহিলাদের ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির হার কত ? 


 উত্তরঃ ১৪.৭৫% 


২২. ভারতের মোট জনসংখ্যার সাপেক্ষে পশ্চিমবঙ্গে বাস করে-


 উত্তরঃ ৭.৫৪%


২৩. কলকাতার পরে সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি ? 


 উত্তরঃ হাওড়া 


২৪. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তপশিলি জাতি বাস করে ?  


 উত্তরঃ দক্ষিণ ২৪ পরগণা 


২৫. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম তপশিলি জাতি বাস করে ?  


 উত্তরঃ দার্জিলিং 


👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3






3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post