WBP CONSTABLE GK MOCK TEST 15 | জিকে মক টেস্ট


সামনে তোমাদের WBP Constable এর পরিক্ষা এই Gk প্রশ্ন গুলি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। wbp preliminary exam হতে চলেছে 30 November 2025




PRACTISE MORE : SET 14 : CLICK HERE


 ১. SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ঢাকা 
দিল্লি 
কাঠমান্ডু ✅
ইসলামাবাদ 





২. গুপি গাইন বাঘা বাইন কার লেখা ?
উপেন্দ্র কিশোর  ✅
জেরিন রেজবি
তারাপদ রায়  
সেলিম আনসারি





৩. সোমনাথ মন্দির কোথায় অবস্থিত ?
হরিয়ানা 
রাজস্থান 
পাঞ্জাব  
গুজরাট ✅





৪. ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন  ?  
জগজীবন রাম  
অমৃত কাউর  
আর কে এস চেট্টি✅
শ্যামাপ্রসাদ মুখার্জি  



৫. UPSC এর বর্তমান চেয়ারম্যান কে ?
মনোজ সানি 
অজয় কুমার  ✅
বিজয় অর্জুন 
সাকুন কোটারি


PRACTISE MORE : SET 14 : CLICK HERE


৬. লাবনি কোন রাজ্যের নৃত্যকলা ?
হরিয়ানা 
কেরলা  
মহারাষ্ট্র  ✅
রাজস্থান  





৭. কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক্রিকেট    
ব্যাডমিন্টন    ✅
ভলিবল    
ফুটবল   





৮. স্বপনবুড়ো কার ছদ্মনাম ? 
অখিল নিয়োগী  ✅
বলাইচাদ মুখার্জি  
বিমল ঘোষ 
অজিতকৃষ্ণ 





৯. ভারতের Pink City কাকে বলে ?
জয়পুর ✅
রায়পুর 
বেরিলি
উদয়পুর 







১০. লোকমান্য নামে কাকে অভিহিত করা হয় ?
জওহরলাল নেহেরু 
রাজাগোপালাচারি
বাল গঙ্গাধর তিলক ✅
মহাত্মা গান্ধী 


PRACTISE MORE : SET 14 : CLICK HERE



১১. মালদ্বীপের মুদ্রার নাম কি ?
টাকা 
ইয়েন 
রুফিয়া ✅
পেসো





১২. লিসবন কার রাজধানী ?
পেরু
পোলান্ড  
পর্তুগাল✅
ফিলিপিন্স 




১৩. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
১৩ মার্চ 
২৮ সেপ্টেম্বর 
২৮ ফেব্রুয়ারি ✅
৩০ এপ্রিল 







১৪. আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত ? 
যমুনা   ✅
কৃষ্ণা   
চেনাব  
কয়না 






১৫. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি ?
নাইট্রজেন সালফেট 
নাইট্রাস অক্সাইড ✅
নাইট্রাস অ্যাসিড 
সোডিয়াম ক্লোরাইড   





১৬. মহত্মা গান্ধী নিহত হয়েছিল ? 
২৬ জানুয়ারি ১৯৪৯   
১৪ আগস্ট ১৯৪৭ 
৩০ জানুয়ারি ১৯৪৮  ✅
৩০ জানুয়ারি ১৯৪৯  




১৭. রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত ?
২৪৫ জন    
২৫০ জন    ✅
২৩৩ জন  
২৪০ জন   






১৮. বৃক্কের কার্যকর একক কি ? 
নিউরন   
নিউক্লিয়াস   
নেফ্রন     ✅
আগ্নাশয়    




১৯. অর্থবিল সম্পর্কে কার সিদ্ধান্ত চূড়ান্ত ? 
রাজ্যসভা    
লোকসভা ✅    
রাষ্ট্রপতি    
প্রধানমন্ত্রী    







২০. সলবাই সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
১৭৬৫  
১৭৬৫  
১৭৭৮
১৭৮২✅


PRACTISE MORE : SET 14 : CLICK HERE


২১. তুলসীদাস ছিলেন ___এর রাজত্ব কালে ?
হুমায়ুন 
আকবর ✅
বাবর  
জাহাঙ্গীর 




২২. বাংলার দুঃখ কোন নদী কে বলা হয় ?
হুগলী        
দামোদর ✅
তিস্তা 
জলঢাকা 




২৩. আরাবল্লী কোন ধরনের পর্বতের উদাহরণ ? 
স্তুপ পর্বত   
আগ্নেয় পর্বত   
ক্ষয়জাত পর্বত   ✅
কোনটিই নয়   




২৪. ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ?
ফারাক্কা   
কোনার    
জয়ী    
হিরাকুদ ✅





২৫. মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ? 
জুনা খান  ✅
সেলিম খান     
মহম্মদ আলি  
জুনায়েদ খান 






HW. ফোর্ট উইলিয়াম দূর্গ কত সালে নির্মিত হয় ? 
১৬৫৭  
১৫৭৮  
১৬৯৯ 
১৭০০ ✅

PRACTISE MORE : SET 14 : CLICK HERE



Post a Comment

Previous Post Next Post