West Bengal Police Constable Gk Mock Test | SET 16

West Bengal Police Constable Gk Mock Test And Gk Practice Class 



বন্ধুরা, 
আজকের পোস্টে west bengal police প্রিলি পরীক্ষার জন্য ৩০ টি Gk Mcq প্রশ্ন শেয়ার করলাম 
এই প্রশ্নগুলি চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। wbp constable exam question. Wbp important gk question, wbp exam 2025


WBP GK PRACTISE SET 15 : CLICK HERE


   ১. রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ সংখ্যা কত ?

১৯০ 
১৯২ 
১৯৩✅
১৯৫ 






২. নীচের কোনটি বাণভট্টের লেখা ?
হর্ষচরিত
কাদম্বরী
উভয় (a) & (b) ✅
কোনটিই নয় 





৩. অলিন্ধ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
১৯৩২ 
১৯৩০ ✅
১৯৩৫  
১৯৩৭ 





৪. ভারতে প্রথম সংবাদপত্র কখন প্রকাশিত হয়  ?  
১৭৮০✅
১৮১৮
১৭৭৬
১৭৫৬



৫. পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে ?
কৃষ্ণা নদীর ✅
গোদাবরী নদীর
কাবেরি নদীর 
মহানদীর 





৬. ভারতের একটি অন্তবাহিনী নদী হল ?
লুনি ✅
মহানদী   
কৃষ্ণা   
কাবেরি  



WBP GK PRACTISE SET 15 : CLICK HERE



৭. ভারতের কোথায় প্রথম বিমানপোত প্রতিষ্ঠালাভ করে ?
মুম্বাই     
চেন্নাই     
ব্যাঙ্গালোর✅     
বিশাখাপত্তনাম   





৮. ভারতের হেরিটেজ সিটি বলা হয় কাকে ? 
মাইশোর ✅
জয়পুর
সুরাট
যোধপুর  





৯. পূর্ব রেলওয়ে কবে প্রতিষ্ঠিত হয় ?
১৯৫০ 
১৯৫১ 
১৯৫২✅
১৯৫৫ 







১০. সংবাদ কৌমুদি কার সঙ্গে সম্পর্ক যুক্ত ?
স্বামী বিবেকানন্দ
রাজাগোপালাচারি
বাল গঙ্গাধর তিলক 
রাজা রামমোহন রায় ✅






১১. সিকিম কবে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ?
১৯৫০ 
১৯৪৭ 
১৯৭৮ 
১৯৭৫✅





১২. নীচের কে বলেছিলেন “আমার জীবনই আমার বানী”  ?
স্বামী বিবেকানন্দ 
ঈশরচন্দ্র বিদ্যাসাগর   
লালা লাজপত রায় 
মহাত্মা গান্ধী  ✅




১৩. কোন রাজ্যের লোক চিত্রকলা হল মধুবনী ?
বিহার✅
ছত্তিশগড় 
ঝাড়খন্ড 
কেরলা 







১৪. মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য কোনটি ? 
ব্রজঙ্গনা    
বীরাঙ্গনা ✅   
অভিষেক   
বধ পূর্ণিমা  



WBP GK PRACTISE SET 15 : CLICK HERE




১৫. ভারতীয় মূল সংবিধানের কয়টি অংশ ছিল ?
২২ টি ✅
২০ টি
২৫ টি
২৬ টি     





১৬. কত নং ধারায় সুপ্রিমকোর্টকে নাগরিক অধিকার রক্ষাবর্তা বলা হয় ? 
১১(১)
১২(১)
১৩(১)✅
১৫(১)




১৭. কাকে ক্ষুদে জেলা শাসক বলা হয় ?
বিডিও    
পুলিশ সুপার 
মহকুমা শাসক   ✅
অতিরিক্ত জেলা শাসক    






১৮. তুর্কীর জাতীয় খেলার নাম কি ? 
গল্ফ    
রাগবি   
রেসলিং   ✅  
বাস্কেটবল     




১৯. অর্জুন পুরষ্কার কত সালে চালু হয় ? 
১৯৬৫    
১৯৮৭    
১৯৬১    ✅
১৯৭৫    







২০. রক্ততঞ্জনে কোন ভিটামিন প্রয়োজন ?
ভিটামিন A   
ভিটামিন K✅
ভিটামিন D
ভিটামিন C




২১. বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
পুরুলিয়া  
বীরভূম  ✅
বাঁকুড়া   
বর্ধমান  


WBP GK PRACTISE SET 15 : CLICK HERE



২২. বায়ুমন্ডলে ওজোন গ্যাসের স্তর রয়েছে কোথায় ?
স্ট্রোপোফ্রিয়ারে         
স্ট্রাটোস্ফিয়ারে  ✅
আয়নোস্ফিয়ারে 
মেসোস্ফিয়ারে  




২৩. ভোপাল গ্যাস দূর্ঘটনা কত সালে ঘটে ? 
১৯৮০
১৯৮২   
১৯৮৪✅
১৯৭৫




২৪. OS এর পুরো নাম কি ?
Optimum Syndrome    
Operating System ✅   
Open System     
Operating Switch  





২৫. রুদ্রদমন কোন বংশের শাসক ছিলেন ? 
শক ✅
পল্লব 
কুষাণ   
মৌর্য  






২৬. ভারতের প্রথম কোথায় লোক আদালত স্থাপিত হয় ? 
কলকাতা   
মুম্বাই   
জুনাগড়  ✅
পাটনা  





২৭. বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয় ? 
১০ জানুয়ারি  ✅
১৫ জানুয়ারি 
১০ ফেব্রুয়ারি 
১০ সেপ্টেম্বর 





২৮. সিভি রমন কতসালে নোবেল পুরস্কার পায় ?
১৯১৯ 
১৯৩০ ✅
১৯২০ 
১৯৩৩  





২৯. “রসুল আলি” ছদ্মনামে কে লিখতেন ? 
অবন ঠাকুর  ✅
প্রমথ চৌধুরী   
সমরেশ বসু  
সুনীল গঙ্গোপাধ্যায়  



WBP GK PRACTISE SET 15 : CLICK HERE



৩০. আলোক প্রবাহের একক কি ?  
জুল    
ক্রিস্টার   
লুমেন      ✅
আলোকবর্ষ  






H.W- নিশ্চুপ উপত্যকা কোথায় অবস্থিত ? 
কেরলা  ✅
কর্ণাটক  
রাজস্থান  
লাদাখ  



Post a Comment

Previous Post Next Post