WBP GK MOCK TEST 16 : CLICK HERE
১. কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
কর্ণাটক ✅
কেরলা
তামিলনাড়ু
তেলেঙ্গানা
২. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
রামগড়
ডিবরুগড়
রামকালান
দার্জিলিং ✅
৩. কোনটি হ্যালোজেন মৌল ?
জেনন
হাইড্রোজেন
আয়োডিন ✅
সোডিয়াম
৪. ভিটামিন E এর রাসায়নিক নাম কি ?
রেটিনল
থায়ামিন
রিবোফ্লোবিন
টোকোফেরল✅
৫. মানুচি কার সময় কালে ভারতে আসেন ?
সাহাজাহান
ঔরঙ্গজেব ✅
জাহাঙ্গির
আকবর
WBP GK MOCK TEST 16 : CLICK HERE
৬. অক্সালিক অ্যাসিড কিসে থাকে ?
লেবু
আপেল
আঙ্গুর ✅
তেতুল
৭. লোকসভার প্রথম মহীলা অধ্যক্ষ কে ছিলেন ?
মাতঙ্গী হাজরা
মীরা কুমার ✅
সরোজিনী নাইডু
ইন্দ্রা গান্ধী
৮. নীচের কিসের একক ওহম ?
রোধ ✅
চাপ
রোধাঙ্ক
তড়িৎ বিভব
৯. নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশ
উত্তর প্রদেশ
তামিলনাড়ু
অরুণাচল প্রদেশ ✅
১০. লোদি বংশের শ্রেষ্ট রাজা কে ছিলেন ?
বহলুল লোদি
ইব্রাহিম লোদি
সিকান্দার লোদি ✅
সৈয়দ শাহ লোদি
১১. ফিফা এর সূচনাকাল কত ?
১৯০১
১৯০২
১৯০৩
১৯০৪✅
WBP GK MOCK TEST 16 : CLICK HERE
১২. ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত কোন শহর ?
হলদিয়া
কৃষ্ণনগর
চন্দনগর
রামনগর ✅
১৩. বাহরেন এর রাজধানীর নাম কি ?
মাসকট
ওয়ারস
মানামা ✅
ভিয়েনা
১৪. ভারতে জিন্না হাউস কোথায় অবস্থিত ?
মুম্বাই ✅
দিল্লি
কলকাতা
অমৃতসর
১৫. “খালসা” কে প্রতিষ্ঠা করেন ?
গুরু নানক
গুরু অর্জুন
গুরু অঙ্গদ
গুরু গোবিন্দ সিং ✅
১৬. ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন জেলা কোনটি ?
গয়া, বিহার
আলওয়ার,রাজস্থান
হাজারিবাগ,ঝাড়খণ্ড
উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ✅
১৭. দুধের P.H এর নাম কত ?
4.5
5.6
7.2
6.6 ✅
১৮. কোন রশ্মী সবথেকে বিপদজনক ?
আলফা
গামা ✅
বিটা
রঞ্জন
WBP GK MOCK TEST 16 : CLICK HERE
১৯. লেকটাক হ্রদ কোথায় অবস্থিত ?
মনিপুর ✅
কর্ণাটক
কেরলা
ইম্ফাল
২০. লোকসভায় নির্বাচিত হতে বয়স লাগে ?
২৫ বছর ✅
৩০ বছর
৩৫ বছর
১৮ বছর
২১. হাজার হ্রদের দেশ কাকে বলা হয় ?
উইক্রেন
নামিবিয়া
ফিনল্যান্ড ✅
রাশিয়া
২২. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উমেশচন্দ্র ব্যানার্জি ✅
দাদাভাই নৌরজি
বদরুদ্দীন তৈয়বজী
জর্জ ইয়ুল
২৩. দক্ষিণ গোলাধের সবচেয়ে বড়ো দিন ?
২১ জুন
২২ সেপ্টেম্বর
২২ ডিসেম্বর ✅
২১ জুলাই
২৪. হাতির জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যান ?
পেরিয়ার ✅
জলদাপাড়া
কানহা
কাজিরাঙ্গা
২৫. ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় ?
সরোজিনী নাইডু
অ্যানি বেসান্ট
মাতঙ্গিনী হাজরা
ভিকাজি রুস্তম কামা ✅
WBP GK MOCK TEST 16 : CLICK HERE
২৬. ভিলাই স্টিল প্লান্ট কোন রাজ্য অবস্থিত ?
বিহার
হরিয়ানা
ছত্তিসগড় ✅
ঝাড়খণ্ড
২৭. সংবিধানে প্রথম সংশোধন হয় কত সালে ?
১৯৫০
১৯৫১✅
১৯৫২
১৯৫৩
২৮. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
ভূপেন্দ্রনাথ দত্ত ✅
দেবব্রত বসু
কিরণময় ঘোষ
চারুচন্দ্র রায়
২৯. ইন্দিরা সাগর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে ?
যমুনা নদী
কয়না নদী
নর্মদা নদী ✅
কাবেরি নদী
৩০. ওয়াটর পোলো খেলায় প্রতিদলে খেলোয়াড় থাকে ?
৭ জন ✅
৯ জন
১১ জন
৫ জন
H.W- কোনটি রক্তে অনুপস্থিত ?
RBC
WBC
প্লাজমা
প্লাসেন্টা ✅