Download PDF : CLICK HERE
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা ঃ CLICK HERE
১.বানভট্ট কার সভাকবি ছিলেন ?
হর্ষবর্ধন
২. সাতবাহান বংশের প্রতিষ্ঠাতা কে ?
সিমুক
৩. শশাঙ্কের রাজধানীর নাম কি ?
কর্ণসুবর্ণ
৪. শকারি কার উপাধি ছিল ?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৫. তাতিয়া টোটির আসল নাম কি ?
রামচন্দ্র পান্ডুরঙ্গ
৬. রাজতরঙ্গীনি কার লেখা ?
কলহন
৭. হিউয়েন সাঙ কার সময় কালে ভারতে আসেন ?
হর্ষবর্ধন
৮. হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল ?
৩২৬ খ্রীস্টপূর্বে
৯. গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
১৯৩১ সালে
১০. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
জ্যোতিবা ফুলে
১১. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
বাল গঙ্গাধর তিলক
১২. কার্জনউইলিকে কে হত্যা করেন ?
মদনলাল ধিংড়া
১৩. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব দেন কে ?
সূর্য সেন
১৪. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উমেশচন্দ্র ব্যানার্জি
১৫. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
ওয়ারেন হেস্টিংস
Download PDF : CLICK HERE
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা ঃ CLICK HERE
১৬. কত সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয় ?
১৭৫৭
১৭. খালসা কে প্রবর্তন করেন ?
গুরু গোবিন্দ সিং
১৮. বায়ুমন্ডলের কোন স্তর অতিবেগুনী রশ্মি শোষণ করে ?
স্ট্রাটোস্ফিয়ার
১৯. কোনটি গ্রহ লাল গ্রহ নামে পরিচিত ?
মঙ্গল
২০. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় কবে ?
৪ ঠা জুলাই
২১. নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয় ?
নরওয়ে
২২. K2 এর অপর নাম কি ?
গডউইন আস্টিন
২৩. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ?
বেঙ্গালুরুর
২৪. নাসিক কোন নদীর তীরে অবস্থিত ?
গোদাবরী
২৫. ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর অবস্থিত ?
শতুদ্রু
Download PDF : CLICK HERE
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা ঃ CLICK HERE
২৬. সিপাহীজলা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
ত্রিপুরা
২৭. তারাপুর পারমানবিক বিদুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
মহারাষ্ট্র
২৮. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত ?
মনিপুর
২৯. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
কুঞ্চিকল
৩০. গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ?
১৯৪৬ সালে
৩১. ভারতীয় জাতীয় পতাকা কবে স্বীকৃতি পায় ?
২২ জুলাই ১৯৪৭
৩২. সংবিধানের ৪২ তম সংশোধনী হয় কবে ?
১৯৭৬ সালে
৩৩. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন কে মনোনীত করতে পারে ?
১২ জন
৩৪. লোকসভার সভাপতিত্ব করেন কে ?
স্পিকার
৩৫. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
রাজেন্দ্র প্রসাদ
৩৬. সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন -
সচ্চিদানন্দ সিনহা
Download PDF : CLICK HERE
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা ঃ CLICK HERE
৩৭. রাজ্যের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অধ্যায়ে বর্নিত আছে ?
চতুর্থ অধ্যায়
৩৮. সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি কে ইমপিচ করা হয় ?
৬১ নং
৩৯. পঞ্চায়েতিরাজ ব্যাবস্থা প্রথম প্রবর্তিত হয়-
রাজস্থানে
৪০. সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন ?
বি এন রাও
৪১. রাজ্যসভার সভাপতিত্ব করেন কে ?
উপরাষ্ট্রপতি
৪২. ভোটাধিকার বয়স ২১ থেকে ১৮ করা হয় -
১৮৮৯ সালের ৬১ তম সংশোধনে
৪৩. অস্পৃশ্যতা সংবিধানের কোন ধারায় বাতিল করা হয়েছে ?
১৭ নং
৪৪. চাপের একক কি ?
পাস্কাল
৪৫. লেন্সের ক্ষমতার একক কি ?
ডায়োপ্টার
৪৬. কোন শ্রেণির লিভারের যান্ত্রিক সুবিধা ১ এর বেশি ?
দ্বিতীয় শ্রেণির
৪৭. বায়ুমন্ডলে সর্বাধিক উপস্থিত মৌল ?
নাইট্রোজেন
৪৮. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
লিথিয়াম
৪৯. সবচেয়ে ভারি অধাতু কি ?
আয়োডিন
৫০. নিস্ক্রিয় গ্যাসগুলি হল ?
হালিয়াম,নিয়ন,আর্গন,ক্রিপটন,জেনন,রেডন
৫১. কোনটি হ্যালোজেন মৌল ?
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন,আয়োডিন
৫২. দুষ্ট মৌল কাকে বলে ?
হাইড্রোজেন
৫৩. লিটমাস অ্যাসিড দ্রবনে কী হয় ?
লাল
Download PDF : CLICK HERE
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা ঃ CLICK HERE
৫৪. কোন বিজ্ঞানি নিউট্রন আবিস্কার করেন ?
স্যাডউইক
৫৫. গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে ?
মিথেন
৫৬. কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি ?
লাল
৫৭. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান তাপমাত্রা হয় -
-৪০° তে
৫৮. মানুষের হাত কোন শ্রেণির লিভার ?
তৃতীয়
৫৯. কোন গ্যাস মার্শ গ্যাস নামে পরিচিত ?
মিথেন
৬০. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয় ?
ভিটামিন সি
৬১. সর্পগন্ধা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায় ?
রেসারপিন
৬২. লেবুতে কোন অ্যাসিড থাকে ?
সাইট্রিক অ্যাসিড
৬৩. মানব শরীরে করোটীয় স্নায়ুর সংখ্যা কত ?
১২ জোড়া
৬৪. মানব শরীরের বৃহত্তম অন্তক্ষরা গ্রন্থি কি ?
থাইরয়েড
৬৫. ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কি ?
ভারতরত্ন
৬৬. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
১৭৮৪
৬৭. ভানু সিংহ ছদ্মনামে কে লিখতেন ?
রবীন্দ্রনাথ ঠাকুর
৬৮. কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের ?
অন্ধ্রপ্রদেশ
৬৯. কথাকলি কোন রাজ্যর লোকনৃত্য ?
কেরলা
৭০. বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
কটক (ওড়িশা)
৭১. আগাখান কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?
হকি
৭২. ফিফা এর সদর দপ্তর কোথায় ?
জুরিখ, সুইজারল্যান্ড
৭৩. বেসবল খেলার মাঠ কে কি বলে ?
ডায়মন্ড
৭৪. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ২০১১ অনুযায়ী ?
৭৭.০৮%
৭৫. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি ?
শিউলি
Download PDF : CLICK HERE
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা ঃ CLICK HERE
৭৬. সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
সান্দাকফু
৭৭. শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত ?
বাঁকুড়া
৭৮. লোথিয়ান দ্বীপ কোথায় অবস্থিত ?
দক্ষিণ ২৪ পরগণা
৭৯. সিদ্রাপং জলবিদুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
দার্জিলিং
৮০. কোন শহর কে ভারতের রূঢ় বলা হয় ?
দুর্গাপুর
৮১. কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল ?
১৯১১
৮২. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় ?
৪ ঠা ফেব্রুয়ারি
৮৩. বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় ?
২৪ মার্চ
৮৪. বিশ্ব AIDS দিবস কবে পালিত হয় ?
১ লা ডিসেম্বর
৮৫. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?
প্রতিভা পাটিল
৮৬. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?
সুকুৃামার সেন
৮৭. ভারতের লৌহ মানব কাকে বলা হয় ?
সর্দার বল্লভভাই প্যাটেল
৮৮. তিন বিঘা করিডোর সিমা রেখা নির্দেশ করে ?
ভারত ও বাংলাদেশ
৮৯. DRDO কবে স্থাপিত হয় ?
১৯৫৮
৯০. ডাকার কোন দেশের রাজধানী ?
সেনিগাল
Download PDF : CLICK HERE
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা ঃ CLICK HERE
৯১. আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত ?
আজমীর
৯২. ভোপাল গ্যাস দূর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস ?
মিথাইল আইসো সায়ানেট
৯৩. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
সমুদ্রগুপ্ত
৯৪. রামচরিত গ্রন্থটি কার লেখা ?
সন্ধ্যাকর নন্দীর
৯৫. বক্সার যুদ্ধ কত সালে হয় ?
১৭৬৪
৯৬. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন ?
সুভাসচন্দ্র বোস
৯৭. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
লর্ড কর্নওয়ালিস
৯৮. ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
জে বি কৃপালানি
৯৯. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
লর্ড মাউন্টব্যাটেন
১০০. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ ?
বৌদ্ধ
Thank You