wbp gk practice set 18 / পশ্চিমনঙ্গ পুলিশ

 বন্ধুরা, 
আজ এই পোস্টের প্রশ্ন গুলি wbp constable প্রিলি পরীক্ষায় হুবহু কমন যোগ্য 

WBP Gk MCQ Question




   ১. মুর্শিদাবাদ কোন শাসকের রাজধানি ছিল ?

আকবর   
শাহজাহান  
শশাঙ্ক  
সিরাজ উদ দৌলা ✅  





২. হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত ?
গঙ্গা  ✅
যমুনা 
কৃষ্ণা    
অলকনন্দ 





৩. B1 ভিটামিনের অভাবে কোন রোগ হয় ?
স্কার্ভি  
রিকেট  
রাতকানা    
বেরিবেরি   ✅





৪. কোন ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় ?  
সাহিত্য 
খেলাধুলা 
শিল্পকলা 
সবকটি✅



৫. ঢোল কোন রাজ্যের লোকনৃত্য ?
মনিপুর ✅
মিজোরাম  
ত্রিপুরা  
কেরলা   





৬. IOC র সুচনা হয় কত সালে ?
১৮৮০ সালে 
১৯০৪ সালে   
১৮৯৪ সালে    ✅
১৯৪৫ সালে   





৭. অযোধ্যা পাহাড় এর উচ্চতা  ?
৭০০ মিটার
৭২০ মিটার✅
৮০০ মিটার 
৭৫০ মিটার





৮. লোথিয়ান দ্বীপ কোন রাজ্যে অবস্থিত ? 
দক্ষিণ ২৪ পরগণা   ✅
উত্তর ২৪ পরগণা  
পূর্ব মেদিনীপুর 
পশ্চিম মেদিনীপুর 





৯. নীচের কোন নদীর তীরে সর্বাধিক শহর গড়ে উঠেছে ?
ইচ্ছামতি
হুগলি✅
দামোদর  
জলঢাকা 







১০. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় ?
৪ ঠা ফেব্রুয়ারী ✅
৩ রা জানুয়ারি 
১ লা ডিসেম্বর 
১০ জানুয়ারি 






১১. ভারতে প্রথম নোবেল পুরস্কার পায় কে ?
সি ভি রমন  
মাদার টেরেসা 
রবীন্দ্রনাথ ঠাকুর  ✅
হরগবিন্দ খোরানা 





১২. ভারতের প্রথম অর্থ কমিশন নিযুক্ত হয় কবে ?
১৯৪৭ সালে 
১৯৪৯ সালে
১৯৫১ সালে ✅
১৯৫৪ সালে 




১৩. কোন রাজ্যে প্রথম প্রতিটি জেলায় সাইবার পুলিশ স্টেশন চালু হয় ?
মহারাষ্ট্র  ✅
কর্ণাটক   
কেরলা  
নতুন দিল্লি  







১৪. লেভ কোন দেশের মুদ্রা ? 
পোল্যান্ড      
বেলজিয়াম     
বুলগেরিয়া     ✅
কোনটিই নয়    






১৫. আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত ?
জয়পুর 
আজমীর  ✅
আগ্রা 
অমৃতসর





১৬. কোনটি SAARC এর সদস্য দেশ নয় ? 
শ্রীলঙ্কা 
ভুটান 
চীন ✅
নেপাল 




১৭. The Future of India বইটির লেখক কে ?
সমরেশ মজুমদার 
বিমল জালান ✅
অনিক মজুমদার 
জয়নাল আবেদীন 






১৮. দাদাসাহেব ফাল্কে পুরুষ্কার প্রাপ্ত প্রথম বাঙ্গালি অভিনেতা ? 
চিরঞ্জিত      
প্রসেনজিৎ     
রনজিৎ মল্লিক     
সৌমিত্র চট্টোপাধ্যায়      ✅




১৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী ? 
সাঁওতাল  ✅   
ওরাঁও     
মুন্ডা      
ভূমিজ      







২০. ব্রজাঙ্গনা কাব্যটি কার লেখা ?
স্বামী বিবেকানন্দ 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
মধুসূদন দত্ত ✅
সমরেশ মজুমদার 




২১. জয়দেব কার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ?
লক্ষ্মণ সেন    ✅
কণিষ্ক   
আকবর     
শশাঙ্ক    




২২. নীচের কোন সৌধের রঙ গোলাপী ?
বুলন্দ দারওয়াজা         
হওায়া মহল ✅
কুতুবমিনার
ইন্ডিয়া গেট




২৩. পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয় ? 
১৭৮৪✅
১৭৮৬
১৮৬৫
১৭৮৯ 




২৪. ভারতে সুলতানী সম্রাজ্যের সূচনা করেন কে ?
কুতুবউদ্দিন আইবক  ✅   
ইলতুতমিশ     
রাজিয়া সুলতান      
গিয়াসউদ্দিন বলবন   





২৫. তবকৎ ই নাসিরি গ্রন্থটি কে লেখেন ? 
আমির খসরু 
আবুল ফজল 
মিনহাজ ই সিরাজ   ✅  
ইবিন বতুতা   






২৬. চতুরাশ্রম কোন যুগে প্রচলিত ছিল ? 
পাল   
সেন     
বৈদিক   ✅
সুলতানি   





২৭. নীচের কোনটি গঙ্গার উপনদী ? 
গোমতী ✅
শায়ক 
গিলগিট 
টেল





২৮. বারউনি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
বিহার✅
রাজস্থান 
ঝাড়খন্ড 
ছত্তিসগড় 





২৯. কাকে ভারতের গ্লাসগো বলা হয় ? 
সিলিগুড়ি
দিল্লি
হাওড়া ✅
চেন্নাই 





৩০. নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত ?  
৫ বছর 
৬ বছর ✅
৪ বছর 
৭ বছর 






H.W- ভাকরা বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে ? 
যমুনা   
শতুদ্রু  ✅
গোদাবরী    
দামোদর    


Post a Comment

Previous Post Next Post