কনস্টেবল প্রিলি পরীক্ষার প্রশ্ন | wbp practice set 19

বন্ধুরা, 
আজ আমরা এই পোস্টে খুব গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্ন ও উত্তর করবো। 




WBP GK MOCK TEST 18 : CLICK HERE


   ১. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?

মুম্বাই    ✅
চেন্নাই   
শ্রীহরিকোট্রা  
আহমেদাবাদ 





২. রমন ম্যগসেসাই পুরস্কার প্রদান করে কোন দেশ ?

মায়ানমার   
আমেরিকা  
ফিলিপিন্স     ✅
সাউথ আফ্রিকা  





৩. দ্যা গড অফ স্মল থিংস এর লেখক কে ?

পিপুল জয়কার   
শোভা দে  
শেখর কাপুর     
অরুন্ধতী রায়    ✅





৪. ১৫ জানুয়ারি পালিত হয়____দিবস। 

হিন্দি  
সেনা  ✅
যুব 
পর্যটন 



৫. নিচের কোন দেশ BIMSTEC-র সদস্য নয় ?

ভারত 
ভূটান  
নেপাল   
চীন    ✅


WBP GK MOCK TEST 18 : CLICK HERE




৬. “বুলস আই” শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

ক্রিকেট 
শুটিং ✅
রেসলিং
বেসবল 





৭. কোন দেশের মুদ্রা হল গুলট্রুম  ?

নেপাল
ভূটান ✅
মায়ানমার 
মালদ্বীপ 





৮. গুরু গোবিন্দ সিং খালসা পন্থ গঠন করেন ? 

১৬৭৮ সালে   
১৬৭৫ সালে  
১৬৯৯ সালে ✅
১৭৬৫ সালে





৯. কোন শহরে জিন্নার নামে স্তম্ভ রয়েছে ?

গুন্টুর✅
ক্যালিকট 
আলিগড়   
মুম্বাই  







১০. ফার্সি ভাষায় কে মহাভারত অনুবাদ করেছিলেন ?

আবুল ফজল  
বাবর 
বাদায়ুনি ✅
ইবন বতুতা  



WBP GK MOCK TEST 18 : CLICK HERE



১১. কবীরের গুরু কে ছিলেন ?

রামানন্দ✅
রামানুজ
বল্লভাচার্য 
নামদেব 





১২. তাশখন্দ শহরটি অবস্থীত কোথায় ?

রাশিয়া 
কাজাকিস্থান 
উজবেকিস্থান ✅
কিরগিজস্থান 




১৩. লাক্ষাদ্বীপের আধিবাসী কোন ভাষায় কথা বলে ?

তামিল  
তেলেগু   
কানাড়া   
মালায়ালাম  ✅







১৪. রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স হতে হবে ? 

২৫ বছর       
৩০ বছর      ✅
৩৫ বছর      
কোনটিই নয়    






১৫. নীতি আয়োগের বর্তমান CEO কে ?

সুমন বেরি 
নরেন্দ্র মোদী   
বিভিআর সুব্রহ্মণ্যম ✅
আর কে নারায়ন


WBP GK MOCK TEST 18 : CLICK HERE



১৬. কর্কটক্রান্তি রেখা কোন দেশের উপর দিয়ে যায়নি ? 

লিবিয়া  
নাইজেরিয়া  
আলজেরিয়া 
নেপাল ✅




১৭. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরপ্রদেশ 
মধ্যপ্রদেশ ✅
ছত্তিসগড়  
ঝাড়খণ্ড 






১৮. রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? 

রাইন       
এলবে      
দানিউব      
টাইবার       ✅




১৯. স্ট্রেসকে বলা যায় ___ রাশি। 

ভেক্টর      
ফাসর      
স্কেলার       
টেনসর       ✅



WBP GK MOCK TEST 18 : CLICK HERE




২০. তারাদের ঝিকমিক করার কারণ কি ?

আলোর বিচ্ছুরণ 
বায়ুমন্ডলীয় প্রতিফলন 
বায়ুমন্ডলীয় প্রতিফলন 
বায়ুমন্ডলীয় প্রতিসরণ ✅




২১. ফ্লাশ বাল্বের তার তৈরি করা হয় কি দ্বারা ?

তামা 
রুপো   
বেরিয়াম      
ম্যাগনেশিয়াম     ✅




২২. মানব শরীরে পরজীবী গোলকৃমি পাওয়া যায় কোথায় ?

লিভার          
ক্ষুদ্রান্ত্র
বৃহদান্ত্র ✅
পাকস্থলী 




২৩. কোনটি ইউনিভার্সাল ডোনার ? 

O নেগেটিভ ✅
O পজিটিভ 
AB নেগেটিভ 
AB পজিটিভ 




২৪. UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

ব্রুসেলস
নিউ ইর্য়ক     ✅
রোম 
জেনেভা 





২৫. বেথুয়াডহরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ? 

নদীয়া ✅
জলপাইগুড়ি
আলিপুরদুয়ার 
উত্তর ২৪ পরগণা    



WBP GK MOCK TEST 18 : CLICK HERE



H.W- কলকাতা কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয় ? 

১৮৭৫   
১৮৭৬     ✅
১৮৬৫   
১৮৯৮   




 




Post a Comment

Previous Post Next Post