WBP Constable GK Mock Test Part-21

আজকের পোস্টে জিকে মক টেস্ট পর্ব-২১ এই প্রতিটি প্রশ্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 



   ১. হিরোসিমাতে ফেলা পরমাণু বোমার নাম কি ?

বিগ বয়      
লিটল বয়  ✅
ফ্যাট ম্যান   
থিন বয়   





২. মানুষের মাথার খুলি___সংখ্যাক হাড় দিয়ে তৈরি ?
৮ টি     
১২ টি   
১৪ টি     
২২ টি ✅





৩. ১৯১৯ সালের ১৩ নভেম্বর খিলাফৎ সম্মেলনের সভাপতি হন ?
জওহরলাল নেহেরু 
রাজাগোপালিচারি  
মহাত্মা গান্ধী ✅
ভগত সিং  





৪. নীচের কে কোল বিদ্রোহের নেতৃত্ব দেন ? 
সিধু
তিতুমির 
জোয়া ভগৎ✅
জগনাথ ধল 



৫. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
রামমোহন রায়  
দায়ানন্দ স্বরসতী  
আত্মারাম পান্ডুরঙ্গ     ✅
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়     





৬. হিউয়েন সাঙ দ্বারা রচিত গ্রন্থ কোনটি ?
গীত গোবিন্দ  
ফো কুয়ো কি   
সি ইউ কি✅
হান সু পান  





৭. গজাম লিপি কার সঙ্গে সম্পর্কীত ?
শশাঙ্ক  ✅
লক্ষণ সেন 
হষবর্ধন 
সাতবাহান 





৮. গৌতম বুদ্ধের পিতার নাম কি ? 
রাহুল 
শুদ্ধোধন ✅
কাশ্যপ বুদ্ধ 
মৈত্রেয় বুদ্ধ 





৯. দীন ই ইলাহি কত সালে প্রবর্তন করেন ?
১৫৭০ 
১৫৭৮  
১৫৭৫    
১৫৮২  ✅







১০. কাবেরি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ?
ত্রিম্বক পর্বত  
মহাদেব পর্বত   
ব্রহ্মগিরি শৃঙ্গ   ✅
মহাবালেশ্বর শৃঙ্গ  






১১. আনারস উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত ?
প্রথম ✅
দ্বিতীয় 
তৃতীয়   
চতুর্থ  





১২. ভারতের প্রথম পেট্রো-রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?
হরিয়ানা   
মহারাষ্ট্র  ✅
তামিলনাড়ু   
তেলেঙ্গানা   




১৩. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল- 
গুরু শিখর   ✅
ডোডাবেতা    
গোর্গাবুরু   
পাঁচমারি  







১৪. ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে ? 
ভারত-চিন✅
ভারত-পাকিস্থান
পাকিস্থান-আফগানিস্থান
আফগানিস্তান-উজবেকিস্থান






১৫. সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয় ?
বুদ্ধদেব বসু✅
যতীন্দ্রনাথ বিশ্বাস 
মোহিতলাল ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর 





১৬. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কত ? 
৫ টি 
৬ টি ✅
৭ টি 
১১ টি 




১৭. কোন বিল অর্থবিল কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেন কে ? 
রাষ্ট্রপতি   
রাজ্যসভা অধ্যক্ষ 
লোকসভার অধ্যক্ষ ✅
উপরাষ্ট্রপতি   






১৮. ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ? 
লোকসভার স্পিকার         
রাজ্যসভার সদস্য        
উপরাষ্ট্রপতি       ✅ 
রাষ্ট্রপতি        




১৯. মিড ডে মিল স্কিম কবে চালু হয় ?
১৯৮২       
১৯৮৫       
১৯৯০       
১৯৯৫       ✅







২০. ভারতীয় আয়কর হল- 
প্রত্যক্ষ ✅
অপ্রত্যক্ষ  
অনুপানিক 
অগ্রগতিমূলক  




২১. তাপের SI একক কি ?
জুল  
আার্গ     
পাস্কাল       
ক্যালোরি     ✅




২২. মানুষের হাত কোন শ্রেণির লিভার ?
প্রথম           
দ্বিতীয়  
তৃতীয়   ✅
সবকটি 




২৩. ব্রোঞ্জ কি কি উপাদান দ্বারা গঠিত ? 
তামা+অ্যামাল
টিন+তামা 
কপার+তামা
কপার+টিন✅




২৪. কোশের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে ?
নিউরোন  
নিউক্লিয়াস       
রাইবোজোম   ✅
মইট্রোকনড্রিয়া  





২৫. ধুতরা গাছের পাতা থেকে পাওয়া যায় ? 
ডাটুরিন  ✅
কুইনাইন  
নিকোটিন   
রেসারপিন     




২৬. ভ্রমর ছদ্মনামে কে লিখতেন ? 
সমরেশ বসু    ✅
সমরেস মজুমদার       
তারাশঙ্কর ব্যানার্জি    
হরিশ্চন্দ্র বন্ধ্যোপাধ্যায়    




 



২৭. “কাটি” লোকনৃত্য কোন রাজ্যের ? 
মহারাষ্ট্র  
ছত্তিসগড়   
ঝাড়খণ্ড   
পশ্চিমবঙ্গ ✅





২৮. কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক ?
কাঠ বিড়াল  
চড়ুইপাখি   
মেছো বিড়াল   ✅
একশৃঙ্গ গন্ডার 





২৯. লিমকা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত  ? 
দাবা ✅
হকি 
ফুটবল 
ক্রিকেট 





৩০. নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে ?  
১২ জানুয়ারি  
২৩ জানুয়ারি  ✅
৩১ অক্টোবর  
২৪ সেপ্টেম্বর  






H.W- লিটমাস এর ক্ষার দ্রবণে কী বর্ণের হয় ? 
লাল   
নীল ✅
সবুজ 
হলুদ 


Post a Comment

Previous Post Next Post