wbp gk mock test in bengali [ Part-22 ]

Important Question for wbp preliminary exam 2025,Gk mock test for wbp,wbp exam preparation 2025



GK PRACTICE SET 21 : CLICK HERE


   ১. গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ? 

কানপুর ✅
ঝাঁসি
ফরিদপুর    
আহমেদাবাদ 





২. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন কে মনোনীত করতে পারেন ?
৮ জন     
১২ জন   ✅
১৪ জন    
২২ জন 





৩. অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে ?
কলকাতা
গুয়াহাটি   ✅
দিল্লি 
মাদ্রাজ 





৪. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ? 
হায়দ্রাবাদ 
আহমেদাবাদ  
বেঙ্গালুরু✅
কোয়েম্বাটুর 



৫. জলে বায়ুর বুদবুদ কে চকচক দেখার কারণ কি ?
আলোর বিচ্ছুরণ 
আলোর প্রতিফলন 
আলোর প্রতিসরণ 
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ✅





৬. হিউয়েন সাঙ ভারতে আসেন কার শাসন কালে ?
হর্ষবর্ধন✅
চন্দ্রগুপ্ত মৌর্য 
বিন্দুসার 
দ্বিতীয় চন্দ্রগুপ্ত 





৭. সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল ?
১৮২৮  
১৮২৯✅
১৮৫৬ 
১৮৫৭ 





৮. “আইনশৃঙ্খলা” কোন তালিকার অন্তর্ভুক্ত ? 
রাজ্য  ✅
কেন্দ্র  
যৌথ 
সবকটি 





৯. কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত ?
তামিলনাড়ু  ✅
তেলেঙ্গানা   
অন্ধ্রপ্রদেশ     
মহারাষ্ট্র   



GK PRACTICE SET 21 : CLICK HERE




১০. RBI স্থাপন করা হয়েছিল কবে ?
১৯১৯
১৯২৫
১৯৩০
১৯৩৫✅






১১. কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি প্রতিনিধিত্ব করেন ?
প্রথম 
দ্বিতীয় ✅
তৃতীয়   
চতুর্থ  





১২. ডান্ডি অভিযান শুরু হয় কত সালে ?
১৯২০   
১৯২১  
১৯৩০   ✅
১৯১৯   




১৩. ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ফ্রান্স ✅
ইংল্যান্ড     
আমেরিকা    
ফিলিপিন্স   







১৪. কোন দেশে প্রথম এশিয়ান গেসম অনুষ্ঠিত হয় ? 
ভারত ✅
কাতার
জাপান 
পাকিস্তান 






১৫. ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন ?
আইনমন্ত্রী
লোকসভার স্পিকার 
অ্যাটর্নি জেনারেল ✅
প্রধান বিচারপতি 



GK PRACTICE SET 21 : CLICK HERE


১৬. পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকেন-
রাজ্য সরকার 
কেন্দ্রীয় সরকার
কেন্দ্র নির্বাচন কমিশন
রাজ্য নির্বাচন কমিশন✅




১৭. কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পার্লামেন্টে পেশ করা যায়না ? 
রাষ্ট্রপতি   ✅
রাজ্যসভা অধ্যক্ষ 
লোকসভার অধ্যক্ষ 
উপরাষ্ট্রপতি   






১৮. আন্দামান ও নিকোবার কে পৃথক করেছে ? 
১০° চ্যানেল         ✅
২৩° চ্যানেল        
১৫° চ্যানেল        
১৭° চ্যানেল        




১৯. কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
জালিয়ানওয়ালাবাগ        
ফোর্ট উইলিয়াম আক্রমন       
চৌরিচৌরির ঘটনা    ✅    
কোনটিই নয়        







২০. ছত্রাক দ্বারা সৃষ্ট রোগটি হল-
পোলিও 
কলেরা   
ম্যালেরিয়া  
ডার্মাটাইটিস  ✅

GK PRACTICE SET 21 : CLICK HERE



২১. কোন রাজ্যে গোলকুণ্ডা ফোর্ট অবস্থিত ? 
তেলেঙ্গানা   ✅
তামিলনাড়ু      
মহারাষ্ট্র        
ঝাড়খণ্ড      




২২. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
রাজেন্দ্র প্রসাদ            
সর্বপল্লী রাধাকৃষ্ণণ  ✅
জওহরলাল নেহেরু    
রাজাগোপালাচারী  




২৩. সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে ? 
ডি ওয়াই চন্দ্রচূড় 
সুদরশন রেডডি
বি আর গাভাই✅
সি পি রাধাকৃষ্ণণ




২৪. থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
হকি  
দাবা        
রেসলিং   
ব্যাডমিন্টন  ✅





২৫. জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত ? 
১  
২  
৩   ✅
৪     




২৬. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সের উর্ধ্বসীমা কত ? 
৬০ বছর 
৬৫ বছর        
৭০ বছর 
কোন উর্ধ্বসীমা নেই     ✅




 



২৭. সংসদে যুগ্ম অধিবেশনের আহ্বান করেন ? 
রাষ্ট্রপতি  ✅
স্পিকার    
উপরাষ্ট্রপতি    
প্রধানমন্ত্রী  





২৮. ঔরঙ্গজেব কোন শিখ গুরু কে মৃত্যুদন্ড দেয় ?
অর্জুন
অঙ্গত    
তেগবাহাদুর   ✅
গোবিন্দ সিং 





২৯. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 
রামমোহন রায়  
মহাত্মা গান্ধী  ✅
বিদ্যাসাগর  
বিবেকানন্দ  





৩০. বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয় ?  
যান্ত্রীক শক্তি বৈদ্যুতিক শক্তিতে ✅
বৈদ্যুতিক শক্তি যান্ত্রীক শক্তিতে 
যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তিতে 
বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে



GK PRACTICE SET 21 : CLICK HERE



H.W- কে ভারতের রেপো রেট ঘোষণা করেন ? 
SBI   
RBI ✅
NABARD 
RBL  



Post a Comment

Previous Post Next Post