Top 100 History Gk For WBP Mains | WBCS Preliminary

Top 100 History Gk Question And Answer With Free PDF For Constable Mains Exam | WBCS Preliminary Exam 2022




১. "সত্যমের জয়তে" কথাটি যে গ্রন্থ থেকে গৃহীত ?


উত্তরঃ মুন্ডাক উপনিষদ 


২. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?


উত্তরঃ মহেন জো দারো  


৩. সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন- 


উত্তরঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়  



৪. গৌতম বুদ্ধ যেখানে প্রথম ধর্মপ্রচার করেন- 


উত্তরঃ সারনাথ  


৫. কুনিক নামে পরিচিত ? 


উত্তরঃ অজাতশত্রু 



৬. অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন - 


উত্তরঃ বিন্দুসার 



৭. ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন-


উত্তরঃ মেগাস্থিনিস  



৮. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন - 


উত্তরঃ সিমুক 



৯. কুষাণ রাজ্যের রাজধানী ছিল- 


উত্তরঃ পুরুষপুর  



১০. কণিষ্ক সিংহাসনে বসেন বা শকাব্দ শুরু হয় - 


উত্তরঃ ৭৮ খ্রীস্টাব্দে  



১১. বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন ?


উত্তরঃ অশ্বঘোষ 



১২. কোন সম্রাট কে "ভারতের নেপোলিয়ন" বলা হয় ?


উত্তরঃ সমুদ্রগুপ্ত 



১৩. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?


উত্তরঃ বানভট্ট  



১৪. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?


উত্তরঃ শ্রীগুপ্ত 



১৫. হরিষেণ কার সভাকবি ছিলেন ?


উত্তরঃ সমুদ্রগুপ্ত 



১৬. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?


উত্তরঃ কর্ণসুবর্ণ 


১৭. লীলাবতী গ্রন্থের ফারসি অনুবাদ কে করেন ?


উত্তরঃ ফৈজি


১৮. দোকানি মুদ্রার প্রবর্তন করেন 


উত্তরঃ মহম্মদ বিন তুঘলক 



১৯. মহম্মদ বিন কাশিম কত সালে সিন্ধু জয় করে ?


উত্তরঃ ৭১২ খ্রীস্টাব্দে  


২০. তহকিক ই হিন্দ কার লেখা ? 


উত্তরঃ অলবিরুনি  


২১. দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন ?


উত্তরঃ আলাউদ্দিন খলজি  



২২. পাগলা রাজা বলে পরিচিত  -


উত্তরঃ মহম্মদ বিন তুঘলক  


২৩. শ্রেণিক নামে পরিচিত ? 


উত্তরঃ বিম্বিসার 


২৪. ভারতের তোতাপাখি বলা হয় কাকে ?


উত্তরঃ আমির খসরু  



২৫. তৈমুর লঙ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে ?


উত্তরঃ ১৩৯৮ খ্রীস্টাব্দে  


২৬. সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ছিল ? 


উত্তরঃ আলাউদ্দিন খলজি 


২৭. সুলতানি যুগের আকবর কাকে বলা হয় - 


উত্তরঃ ফিরোজা শাহ তুঘলক  


২৮. লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন - 


উত্তরঃ বহলুল লোদি  


২৯. "কাকে কাশ্মীরের আকবর বলা হয় - 


উত্তরঃ জাইনাল আবেদিন  



৩০. কে রামমোহন কে রাজা উপাধিতে ভূষিত করেন ?


উত্তরঃ দ্বিতীয় আকবর  


৩১. ১৮৫৭ খ্রীস্টাব্দে বিদ্রোহে কোন মুঘল সম্রাট অংশ নিয়েছিলেন ?


উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ  



৩২. কোন ইংরেজ জাহাঙ্গীর কে " খান" উপাধি দিয়েছিলেন ? 


উত্তরঃ উইলিয়াম হকিন্স 


৩৩. আকবর জিজিয়া করের বিলুপ্ত ঘটান ? 


উত্তরঃ ১৫৬৪ খ্রীস্টাব্দে 


৩৪. আইনি আকবরী রচনা করেন ? 


উত্তরঃ আবুল ফজল  



৩৫. দিন ই ইলাহির প্রবর্তক হলেন - 


উত্তরঃ আকবর  


৩৬. শেরশাহ-র সেনাপতি ছিলেন - 


উত্তরঃ ব্রহ্মজিৎ গৌড় 


৩৭. টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন ? 


উত্তরঃ অর্থমন্ত্রী  


৩৮. কার রাজত্বকালে "জাবতি" ভূমি ব্যবস্থার প্রচলন হয় ? 


উত্তরঃ আকবর 


৩৯. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানির অধিকার দিয়েছিলেন ? 


উত্তরঃ দ্বিতীয় শাহ আলম 


৪০. টিপু সুলতান কার কাছে চুড়ান্ত পরাজিত হয়েছিল ? 


উত্তরঃ লর্ড ওয়েলেসলি 





৪১. ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন ?


উত্তরঃ ১৪৯৮ খ্রীস্টাব্দে 


৪২. সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন ? 


উত্তরঃ লর্ড কর্নওয়ালিস  


৪৩. কার সময় ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা হয় ? 


উত্তরঃ লর্ড কর্নওয়ালিস 


৪৪. কে চিরস্থায়ী বন্দোবস্ত(১৭৯৩) প্রবর্তন করেন ? 


উত্তরঃ লর্ড কর্নওয়ালিস  


৪৫. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনেরাল কে ছিলেন ? 


উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন 


৪৬. কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? 


উত্তরঃ লর্ড ডাফরিন 


৪৭. জালিয়ানওয়ালাবাগ হত্যা কান্ড কবে হয় ? 


উত্তরঃ ১৩ এপ্রিল ১৯১৯


৪৮. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ? 


উত্তরঃ ১৮৫৬ 


৪৯. ভারতে রেল ও তার ব্যাবস্থার প্রবর্তন করেন ? 


উত্তরঃ লর্ড ডালহৌসি  


৫০. ভারতের প্রথম ভাইসরয় কে ? 


উত্তরঃ লর্ড কানিং  


৫১. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ?


উত্তরঃ লর্ড ডালহৌসি 




৫২. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন ?


উত্তরঃ লর্ড লিটন 


৫৩. কবে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ? 


উত্তরঃ ১৮৫৫ 


৫৪. বাংলায় কখন তেভাগা আন্দোলনের সূচনা হয় ? 


উত্তরঃ ১৯৪৬ সালে 



৫৫. এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন ? 


উত্তরঃ উইলিয়াম জোন্স (১৭৮৪)


৫৬. কত সালে কলকাতা মেডিক্যাল কলেজ স্থাপিত হয়- 


উত্তরঃ ১৮৩৫ 


৫৭. সিপাহি বিদ্রোহের সময় গভর্নর জেনেরাল কে ছিলেন ?


উত্তরঃ লর্ড ক্যানিং 


৫৮. তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি ? 


উত্তরঃ রামচন্দ্র পান্ডুরঙ 



৫৯. ১৮৫৭ সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয় ?


উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ  


৬০. আর্যসমাজের প্রতিষ্ঠা করেন  -


উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী 


৬১. কে সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ?


উত্তরঃ মাদাম কামা 



৬২. কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ ডব্লিউ সি ব্যানার্জি



৬৩. কংগ্রেস প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ অ্যানি বেসান্ট 


৬৪. স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন ? 


উত্তরঃ বাল গঙ্গাধর তিলক 


৬৫. জাতীয় কংগ্রেসর প্রথম মুসলিম সভাপতি -


উত্তরঃ বদরুদ্দীন তৈয়াবজি 


৬৬. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় ? 


উত্তরঃ ১৯১১ সালে


৬৭. বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখ কী ছিল ? 


উত্তরঃ ১৬ অক্টোবর ১৯০৫ 


৬৮. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 


উত্তরঃ লালা হারদায়াল 


৬৯. কে স্যার কার্জন উইলি কে হত্যা করেন ? 


উত্তরঃ এম এল ধিংড়া 



৭০. চট্টগ্রাম অস্ত্রগার লুন্ঠনের(১৯৩০) নেতা কে ছিলেন ? 


উত্তরঃ সূর্য সেন 



৭১. ডান্ডি অভিযান শুরু হয় - 


উত্তরঃ ১২ মার্চ ১৯৩০


৭২. ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় ? 


উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৩০


৭৩. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা হয়-


উত্তরঃ ১৬ আগস্ট ১৯৩২ 




৭৪. লৌহমানব নামে পরিচিত ? 


উত্তরঃ সর্দার বল্লভভাই পাটেল 


৭৫. স্বাধীনতা কালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ জে বি কৃপালনী 


৭৬. কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় ? 


উত্তরঃ ১৯৪০ 


৭৭. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিল ? 


উত্তরঃ সুভাসচন্দ্র বসু


৭৮. ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভাইসরয় ছিলেন ? 


উত্তরঃ লর্ড লিনলিথগো 


৭৯. তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেবো- কার উক্তি 


উত্তরঃ সুভাসচন্দ্র বসু 


৮০. স্বরাজ দলের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ সি আর দাশ 


৮১. ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় ? 


উত্তরঃ মাদাম কামা 


৮২. প্রথম বার "বন্দেমাতরম" গাওয়া হয় -


উত্তরঃ ১৮৯৬ সালে


৮৩. সারা ভারতে মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন ? 


উত্তরঃ নবাব সলিমউল্লাহ 


৮৪. হরিজন পত্রিকার সম্পাদক কে ? 


উত্তরঃ মহাত্মা গান্ধী 


৮৫. পূর্ণ স্বাধীনতার প্রস্তাব(১৯২৯)গৃহীত হয় কোন অধিবেশনে ?


উত্তরঃ লাহোর অধিবেশনে


৮৬. পুনা চুক্তি স্বাক্ষরিত হয় -


উত্তরঃ ২৫ সেপ্টেম্বর ১৯৩২ 


৮৭. কত সালে ভারতে নৌবিদ্রোহ সংঘটিত হয় ? 


উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৪৬


৮৮. কে নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা ছিলেন ? 


উত্তরঃ ডিরোজিও 


৮৯. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন ? 


উত্তরঃ বেদেন্দ্রনাথ ঠাকুর 


৯০. চাঁদ বরদাই কার সভাকবি ? 


উত্তরঃ পৃথ্বীরাজ চৌহান 


৯১. শিবাজির রাজধানী কোথায় ছিল ? 


উত্তরঃ রায়গড় 


৯২. বাংলাদেশর আকবর কাকে বলে ? 


উত্তরঃ হুসেন শাহ 


৯৩. তিতুমির এর আসল নাম কি ? 


উত্তরঃ মির নিসার আলি 


৯৪. রামচরিত কার রচনা ? 


উত্তরঃ সন্ধ্যাকর নন্দী 


৯৫. ফা-হিয়েন কার সময় কালে ভারতে আসেন ? 


উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত 


৯৬. বক্সার যুদ্ধ কবে হয় ? 


উত্তরঃ ১৭৬৪


৯৭. সমাচার দর্পণ প্রকাশিত হয় ? 


উত্তরঃ ১৮১৮ সালে


৯৮. কিংসফোর্ড কে হত্যার চেষ্টা করে (১৯০৮) ? 


উত্তরঃ ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি


৯৯. সতীদাহ প্রথা নিবারণ করেন ? 


উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিংক 


১০০. জাতীয় কংগ্রেস এর গান্ধীজি সভাপতি হন ? 


উত্তরঃ বেলগাঁও (১৯২৪) 


👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 2









 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন