Important Current Affairs for wbp constable mains and WBCS Preliminary Exam 2022
১. ২০২২ বাংলা আকাদেমি পুরস্কার প্রাপকের নাম কি ?
উত্তরঃ মমতা ব্যানার্জি
২. কোন দেশ ঘূর্ণিঝড় "অশনি" এর নামকরণ করেছে ?
উত্তরঃ শ্রীলঙ্কা
৩. কোন দেশ Shaheen - III নামক ব্যালেস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো ?
উত্তরঃ পাকিস্তান
৪. FIH Junior Women's Hockey World Cup 2022 জিতলো ?
উত্তরঃ নেদারল্যান্ডস
৫. ৫৬ তম জ্ঞানপীঠ পুরস্কার ২০২১ দ্বারা সম্মানিত হলেন ?
উত্তরঃ নীলমণি ফুকন
৬. NiTi Ayog এর ভাইস চেয়ারম্যান নিযুক্ত হলেন ?
উত্তরঃ ডঃ সুমন বেরি
৭. পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন-
উত্তরঃ শাহবাজ শীরফ
৮. কে সম্প্রতি আর্মি স্টাফ এর নতুন প্রধান নিযুক্ত হলেন ?
উত্তরঃ মনোজ পান্ডে
৯. ২০২২ উইন্টার প্যারালিম্পিক গেমস শুরু হলো -
উত্তরঃ চীনের বেজিং শহরে
১০. FIFA World Cup 2022 এর অফিসিয়াল স্পনসর হল -
উত্তরঃ Byju's
১১. দক্ষিণ করিয়ার নতুন রাষ্ট্রপতি হলেন ?
উত্তরঃ Yoon Suk Yeol
১২. হাঙ্গেরির প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ?
উত্তরঃ Katalin Novak
১৩. world happiness index 2022 ভারতের স্থান-
উত্তরঃ ১৩৬
১৪. নরেন্দ্র মোদী "বির বল দিবস" হিসাবে করলেন ?
উত্তরঃ ২৬ শে ডিসেম্বর
১৫. কলকাতা পুলিশের নতুন কমিশনার কে নিযুক্ত হলেন ?
উত্তরঃ বিনীত কুৃমার গোয়েল
১৬. isro এর নতুন চেয়ারম্যান হলেন-
উত্তরঃ ড. এস সোমনাথ
১৭. রাশিয়ার রাষ্ট্রদূত হিসাবে ভারতে নিযুক্ত হলেন ?
উত্তরঃ Denis Alipov
১৮. Netaji Award 2022 দ্বারা সম্মানিত হলেন-
উত্তরঃ Shinzo Abe
১৯. পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন পুরস্কার প্রত্যাখ্যান করেছে ?
উত্তরঃ পদ্মভূষণ
২০. কোন বইয়ের জন্য ব্রাত বসু ২০২১ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ?
উত্তরঃ মীরজাফর ও অন্যান্য নাটক
২১. Dhaka International Film Festival এ বেস্ট ফিল্ম জিতলো ?
উত্তরঃ Koozhangal
২২. ভারতের ৭৩ তম দাবা গ্রান্ড মাস্টার হলেন -
উত্তরঃ ভরথ সুব্রমনিয়াম
২৩. কোন দেশে G7 Summit 2022 করতে চলেছে ?
উত্তরঃ জার্মানি
২৪. সর্বপ্রথম কোন দেশে করোনা ভাইরাসের নতুন প্রজাতি IHU পাওয়া গেছিলো ?
উত্তরঃ ফ্রান্স
২৫. করোনা ভাইরাসের নতুন প্রজাতি "ডেল্টাক্রণ" প্রথম কোন দেশে পাওয়া গিছিল ?
উত্তরঃ সাইপ্রাস
২৬. ভারতের প্রথম কোন রাজ্য Smoke Free রাজ্যের তকমা পেল ?
উত্তরঃ হিমাচল প্রদেশ
২৭. ICC U19 World Cup 2022 জিতলো-
উত্তরঃ ভারত
২৮. সর্বপ্রথম কোন দেশ ভারতের UPI সিস্টেম গ্রহণ করেছে ?
উত্তরঃ নেপাল
২৯. "পাড়ায় শিক্ষালয়" প্রোগ্রাম চালু করলো-
উত্তরঃ পশ্চিমবঙ্গ
৩০. Asian Games 2022 হোস্ট করবে কোন দেশ ?
উত্তরঃ চীন
৩১. অ্যাবেল পুরস্কার দ্বারা সম্মানিত হলেন-
উত্তরঃ Dennis P. Sullivan
৩২. ICC Women's World Cup 2022 হোস্ট করবে কোন দেশ ?
উত্তরঃ নিউজিল্যান্ড
৩৩. কোন কম্পানির নাম পরিবর্তন করে নাম রাখলো Smart Bazaar ?
উত্তরঃ Big Bazaar
৩৪. নরসিংহপেট্টাই নাগেস্বরম বাদ্যযন্ত্রটি GI ট্যাগ পেল। এটি কোন রাজ্যের বাদ্যযন্ত্র ?
উত্তরঃ তামিলনাড়ু
৩৫. পাকিস্তানের পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচিত হলেন ?
উত্তরঃ রাজা পারভেজ আশরাফ
৩৬. ফ্রান্সের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বারে জন্য নির্বাচিত হলেন ?
উত্তরঃ Emmanuel Macron
৩৭. কোন দেশ ২০২৬ কমনওয়েলথ গেমস হোস্ট করবে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া
৩৮. ICC T20 Women's World Cup 2024 কোথায় হবে ?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
৩৯. কোন দেশ আফিম চাষের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা করল ?
উত্তরঃ আফগানিস্তান
৪০. ২০২২ মে মাসে ইতালির বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছিলেন। তার নাম কি ?
উত্তরঃ লুইজি ডি মায়োর
৪১. ইলন মাস্ক কত টাকা বিনিময়ে টুইটার কোম্পানিকে কিনলো ?
উত্তরঃ ৪৪ বিলিয়ান মার্কিন ডলার
৪২. ২০২৩ পুরুষদের হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে -
উত্তরঃ উড়িষ্যা
৪৩. সম্প্রতি স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন ?
উত্তরঃ Robert Golob
৪৪. UPSC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ?
উত্তরঃ মনোজ সোনী
৪৫. বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে ?
উত্তরঃ ৭ এপ্রিল [ Our Planet, Our Health ]
৪৬. ২৩ তম মহিলা দাবা গ্রান্ড মাস্টার হলেন ?
উত্তরঃ প্রিয়াঙ্কা নুটাক্কি
৪৭. পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন ?
উত্তরঃ ভগবন্ত মান
৪৮. মালদ্বীপ সরকার দ্বারা Sport Icon অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন ?
উত্তরঃ সুরেশ রায়না
৪৯. ২০২২ কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোন দেশ ?
উত্তরঃ বাংলাদেশ
৫০. মেজর ধ্যান চাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি কোন রাজ্যে তৈরী হতে চলেছে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ
৫১. ভারতের সর্বপ্রথম পেপারলেস হাইকোর্ট কোনটি ?
উত্তরঃ কেরালা হাইকোর্ট
৫২. বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোথায় তৈরী হয়েছে ?
উত্তরঃ চীনের সাংহাইয়ে
৫৩. IPL 2022 টাইটাল স্পন্সারের নাম কি ?
উত্তরঃ Tata Group Company
৫৪. Golden Globes Award 2022 পেলো ?
উত্তরঃ The Power of The Dog
৫৫. রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও CEO হিসাবে নিযুক্ত হলেন ?
উত্তরঃ বিনয় কুমার ত্রিপাঠী
৫৬. The Authorized Biography কার জীবনী বই ?
উত্তরঃ রতন টাটা
৫৭. Staff Selection Commission এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন ?
উত্তরঃ এস কিশোর
৫৮. How to Prevent the Next Pandemic গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ বিল গেটস
৫৯. EOS-04 নামক পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল ?
উত্তরঃ ISRO
৬০. ২০২২ ফিফা ওয়ার্ড কাপ এর অফিসিয়াল গানটির শিরোনাম হলো -
উত্তরঃ Hayya Hayya