WBCS 2022 Expected Gk Question | wbcs last 15 year question solution | wbcs gk question 2022
১. কিতাব উর রাহেলাব কে লিখেছিলেন ?
ইবন বতুতা
অলবিরুনি
হাসান নিজামী
আবুল ফজল
২. ভারতীয় জাতীয় কংগ্রেসর প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ?
এ ও হিউম
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
ডব্লিউ সি ব্যানার্জি
দাদাভাই নৌরজি
৩. সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়ে-
৪০ তম সংশোধনে
৪১ তম সংশোধনে
৪৩ তম সংশোধনে
৪৪ তম সংশোধনে
৪. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
সামন্ত সেন
হেমন্ত সেন
বল্লাল সেন
কোনটিই নয়
৫. কোন সুলতানের রাজত্ব কালে চেঙ্গিস থা ভারতে আসে ?
বকতিয়ার খলজি
সুলতান মামুদ
কুতিবুদ্দিন
ইলতুৎমিস
৬. আদম সেতু ভারতে কার সঙ্গে জুড়েছে ?
শ্রীলঙ্কা
পাকিস্তান
বাংলাদেশ
মালদ্বীপ
৭. কে অস্ত্র আইন পাশ করেছিলেন ?
লর্ড ক্যানিং
লর্ড লিটন
লর্ড কার্জন
লর্ড মিন্টো
৮. এক্স-রশ্মি যার মধ্য দিয়ে যেতে পারেনাঃ-
মাংস
হাড়
লোহা
সোনা
৯. ____পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান।
সাঁন্দাকফু
দার্জিলিং
গর্গাবারু
ঘুম
১০. ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি ?
অ্যাসেটিক অ্যাসিড
মিউরেটিল অ্যাসিড
অ্যাসকরবিক অ্যাসিড
ল্যাকটিক অ্যাসিড
১১. স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা-সভাপতি কে ছিলেন ?
মতিলাল নেহরু
সি আর দাশ
রাজেন্দ্রপ্রসাদ
কোনটিই নয়
১২. চট্টগ্রাম লুন্ঠন কোন সালে হয়েছিল ?
১৯২১
১৯৩০
১৯৩১
১৯২৯
১৩. বন্দেমাতরম গানটি নেওয়া হয়েছে -
পথের দাবী
দুর্গেশনদিনী
আনন্দমঠ
কোনটিই নয়
১৪. লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন -
জি এস ধীলন
হিকুম সিং
গণেশ মাভলাঙ্কর
কোনটিই নয়
১৫. মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই-কোন চারণ কবি গাইতেন ?
মুকুন্দ দাস
নবীনচন্দ্র সেন
দ্বিজেন্দ্রলাল রায়
কোনটিই নয়
১৬. শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় - কে বলেছিলেন ?
সি আর দাশ
গান্ধিজী
বালগঙ্গাধর তিলক
কোনটিই নয়
১৭. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় ?
A
B
AB
O
১৮. ১৮৫৭ সালের বিদ্রোহে কাকে সম্রাট হিসাবে ঘোষণা করা হয় ?
দ্বিতীয় বাহাদুর শাহ
তাঁতিয়া টোপি
নানা সাহেব
মঙ্গল পান্ডে
১৯. সাতবাহান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
কৃষ্ণা
সিমুক
আরাম শাহ
কোনটিই নয়
২০. ভারতে____রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে সীমারেখা দীর্ঘতম ?
ঝাড়খণ্ড
বিহার
উড়িষ্যা
আসাম
২১. Long walk to Freedom বইটির লেখক কে ?
বিল ক্লিনটন
ফ্রানজ ফ্যানন
নেলসন ম্যান্ডেলা
আব্দুল কালাম
২২. নীচের কোনটি মাপক যন্ত্র নয় ?
ব্যারোমিটার
থারমোমিটার
পিকোমিটার
হাইগ্রোমিটার
২৩. জাবতি প্রথা কে প্রবর্তন করেছিলেন ?
বাবর
হুমায়ুন
আকবর
শাহজাহান
২৪. কোন নদীর উপর পং বাঁধ গড়া হয়েছে ?
বিপাশা
নর্মদা
সোম
ইরাবতী
২৫. কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
১৭৬৫
১৭৯২
১৮০২
১৮০৫
২৬. we have nothing to fear, but fear itself কার উক্তি ?
সুভাষচন্দ্র বসু
আব্রাহাম লিঙ্কন
ফ্রাঙ্কলীন ডি রুজভেল্ট
জওহরলাল নেহেরু
২৭. কোন ভাইসরয় কে উজ্জ্বল বিফলতা বলা হয় ?
লর্ড কার্জন
লর্ড ক্যানিং
লর্ড রিপন
লর্ড লিটন
২৮. সিকিম কবে ভারতের অংশ হয় ?
১৯৭৫
১৯৭৮
১৯৮২
১৯৯০
২৯. শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল ?
১৮৯৩
১৮৫৬
১৮৯৬
১৮৮৫
৩০. মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?
ব্রহ্মপুত্র নদী, আসাম
গঙ্গা নদী, বিহার
কাবেরী নদী, কর্ণাটক
মহানন্দা, পশ্চিমবঙ্গ
৩১. বারবনামা-র রচয়িতা কে ছিলেন ?
আবুল ফজল
ফিরদৌস
আফিফ
বাবর
৩২. আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন ?
১৬ মাস
১৯ মাস
২০ মাস
২৪ মাস
৩৩. স্থামীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন ?
লর্ড মায়ো
লর্ড রিপন
লর্ড বেন্টিংক
লর্ড ডাফরিন
৩৪. লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
১৯১৬
১৯১৪
১৯০৮
১৯২০
৩৫. ভারতের কোন শহরে ভূ-গর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে ?
দিল্লী
মুম্বাই
চেন্নাই
কলকাতা
৩৬. ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয় ?
বিদ্যাসাগর
স্বামী বিবেকানন্দ
রামমোহন রায়
বালগঙ্গাধর তিলক
৩৭. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় -
জলপাইগুড়ি
কোচবিহার
শিলিগুড়ি
কোনটিই নয়
৩৮. সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোন রাজ্য সরকার কে বরখাস্ত করতে পারেন ?
ধারা ৩৫২
ধারা ৩৬০
ধারা ৩৫৪
ধারা ৩৫৬
৩৯. হিন্দু মেলা'র আয়োজন করেন-
নবগোপাল মিত্র
স্বামী বিবেকানন্দ
দায়ানন্দ স্বরস্বতী
কেশবচন্দ্র সেন
৪০. বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
লর্ড বেন্টিংক
লর্ড ডালহৌসি
লর্ড ক্যানিং
লর্ড রিপন
৪১. ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন ?
রাষ্ট্রপতি
উপরাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী
৪২. কাকাসাহেব নামে কে পরিচিত ?
জি ভি যোশী
এম জি রানাডে
জি এইচ দেশমুখ
নৌরজি ফাডুনজি
৪৩. বঙ্গভঙ্গ কবে রদ হয় ?
১৯০৫
১৯০৬
১৯১১
১৯০৯
৪৪. ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল ?
১৯০৯
১৯১০
১৯১১
১৯১২
৪৫. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন সালে ?
১৮৮৫
১৮৭৮
১৯২৮
১৮৬৮
৪৬. বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করা হয় কোথায় ?
কর্নাটকে
পশ্চিমবঙ্গে
কেরালায়
বিহারে
৪৭. New Lamps for old প্রবন্ধটি কে লিখেছিলেন ?
অরবিন্দ ঘোষ
বালগঙ্গাধর তিলক
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
জে এন ব্যানার্জি
৪৮. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
দাদাভাই নৌরজি
বদরুদ্দীন তায়েবজি
উমেশচন্দ্র ব্যানার্জি
ফিরোজশাহ মেহতা
৪৯. কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ?
মাহী নদী
তাপ্তী নদী
কৃষ্ণা নদী
কাবেরী নদী
৫০. সারা ভারতে আপৎকালীন অবস্থা কে জারী করতে পারেন ?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
উপরাষ্ট্রপতি
Answer Key:
1-a,2-c,3-d,4-c,5-d,6-a,7-b,8-b,9-a,10-c,11-b,12-b,13-c,14-c,15-a,16-b,17-d,18-a,19-b,20-a,21-c,22-c,23-c,24-a,25-c,26-c, 27-d,28-a,29-a,30-a,31-a,32-b,33-b,34-a,35-d,36-a,37-c,38-d,39-a,40-b,41-b,42-a,43-c,44-c,45-a,46-b,47-a,48-a,49-c,50-a
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।