ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | vice president gk

বন্ধুরা আজ ভারতের উপরাষ্ট্রপতির উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো, যেগুলি চাকরি পরীক্ষায় বারবার আসে। 


১. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?


 উত্তরঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ


২. ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন করেন ?


 উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ  


৩. উপরাষ্ট্রপতির নির্বাচনে বিরোধ বা বিতর্ক দেখা দিলে কে মীমাংসা করে ?


 উত্তরঃ সুপ্রিমকোর্ট 


৪. ভারতের দ্বিতীয় নাগরিক হিসাবে কাকে ধরা হয় ?


 উত্তরঃ উপরাষ্ট্রপতি    


৫. রাজ্যসভার চেয়ারম্যান রুপে উপরাষ্ট্রপতি এই ধারণাটি গৃহীত-   


 উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র 


৬. ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন বলা আছে কত নম্বর ধারায় ?


 উত্তরঃ ৬৩ নম্বর 


৭. উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কোন ধারার বলে ?


 উত্তরঃ ৬৪ নং 


৮. রাষ্ট্রপতির অবর্তমানে সেই পদের দায়িত্বভাট নেবেন উপরাষ্ট্রপতি বলা আছে ?


 উত্তরঃ ৬৫ নং ধারায়  


৯. প্রথম কোন উপরাষ্ট্রপতি পরবর্তী কালে রাষ্ট্রপতি হন ?


 উত্তরঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ 


১০. ভারতের উপরাষ্ট্রপতি কোন কক্ষের অধ্যক্ষ ?   


উত্তরঃ রাজ্যসভা   


১১. উপরাষ্ট্রপতির শপথবাক্য কে পাঠ করান ? 


 উত্তরঃ রাষ্ট্রপতি


১২. কার্যকালের আগে উপরাষ্ট্রপতি কে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে- 


 উত্তরঃ রাজ্যসভার  


১৩. ভারেতর সংবিধানে মর্যাদার দিক থেকে উপরাষ্ট্রপতির স্থান কত ? 


 উত্তরঃ দ্বিতীয়  


১৪. উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর ?


 উত্তরঃ ৫ বছর 


১৫. উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উপস্থাপন করা যায় ?


 উত্তরঃ কেবলমাত্র রাজ্যসভায় 


১৬. ভারতের উপরাষ্ট্রপতির পুন-নির্বাচনের বিষয়ে বলা আছে ? 


 উত্তরঃ কিছু বলা নেই 


১৭. উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন যদি- 


 উত্তরঃ রাষ্ট্রপতি মারা যান, রাষ্ট্রপতি পদত্যাগ করে এনং অসুস্থতার জন্য অনুপস্থিত থাকে   


১৮. ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন ? 


 উত্তরঃ জাকির হোসেন 


১৯. উপরাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত লাগবে ? 


 উত্তরঃ ৩৫ বছর


২০. উপরাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগ পত্র জমা দেন ?


 উত্তরঃ রাষ্ট্রপতি

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2





3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন