Food Si important gk question, food si expected gk, food si mcq question, food si class
1.গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
জে এম মুন্সি
জি ভি মাভলাঙ্কার
রাজেন্দ্র প্রসাদ✅
মোতিলাল নেহরু
2. একক নাগরিকত্বের ধারণাটি গৃহীত ?
ব্রিটেন ✅
আমেরিকা
আয়ারল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
3. কত সালে রাজ্য পুনর্গঠন আইনটি পাস হয় ?
1956 ✅
1961
1963
1972
4. জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন ?
মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী
উপরাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ✅
5. রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার কত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে ?
৬ মাস ✅
১ বছর
৩ মাস
কোনটিই নয়
6. অর্থবিল কেবলমাত্র কোন স্তরে উস্থাপিত হতে পারে ?
পার্লামেন্টের যেকোনো কক্ষে
কেবলমাত্র লোকসভায় ✅
কেবলমাত্র রাজ্যসভায়
পার্লামেন্টের যৌথসভায়
7. ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে ?
২ টি
৩ টি ✅
৪ টি
৫ টি
8. কার নেতৃত্বে ভাষা কমিশন গঠিত হয় ?
ভি পি সিং
জওহরলাল নেহেরু
বি জি খের ✅
এম এন থের
9. কততম সংশোধনিতে পঞ্চায়েতকে শাসনতন্ত্রীক মর্যাদা দেওয়া হয় ?
৭৩ তম ✅
৬৫ তম
৮৬ তম
৭৮ তম
10. কত সালে তথ্য অধিকার আইন পাস হয় ?
২০০২
২০০৪
২০০৫ ✅
২০১০
11. স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয় ?
ভর
ভার ✅
উভয় (a) & (b)
কোনটিই নয়
১২. কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় ?
জলে
বাতাসে
কাচে
শূন্যমাধ্যমে ✅
১৩. তড়িৎচালক বলের ব্যাবহারিক একক কি ?
ওহম
অ্যাম্পিয়ার
ভোল্ট ✅
কুলম্ব
১৪. লাউডস্পিকারে কোন শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয় ?
শব্দশক্তি-তড়িৎশক্তিতে
যান্ত্রিকশক্তি-শব্দশক্তিতে
শব্দশক্তি-যান্ত্রিকশক্তিতে
তড়িৎশক্তি-শব্দশক্তিতে ✅
১৫. আলফা রশ্মি হল-
ধনাত্মক ✅
ঋণাত্মক
নিঃস্তড়িৎ
কোনটিই নয়
১৬. আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন মনোক্সাইড
কার্বন ডাই-অক্সাইড ✅
১৭. গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে ?
মিথেন✅
ইথেন
CFC
কার্বন মনোক্সাইড
১৮. সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কী ?
আম্লিক ✅
ক্ষারীয়
প্রশমিত
কোনটিই নয়
১৯. তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায় ?
সাইট্রিক অ্যাসিড
ম্যালিক অ্যাসিড
টার্টারিক অ্যাসিড ✅
ফরমিক অ্যাসিড
২০. কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয় ?
বেঞ্জিন
ন্যাপথলিন ✅
কপার সালফেট
অ্যামোনিয়াম
২১. সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল-
আর্কিওপটেরিক্স ✅
জাভা এপম্যান
প্লাটিপাস
তিমি
২২. হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ হয় কোন অংশ দ্বারা-
মেডালা
থ্যালামাস
সেরিব্রাম
হাইপোথ্যালামাস ✅
২৩. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
ভিটামিন A
ভিটামিন D
ভিটামিন C✅
ভিটামিন K
২৪. বংশগতিবিদ্যার জনক কে ?
ডারউইন
মেন্ডেল ✅
ল্যামার্ক
ওপারিন
২৫. পিত্তরস কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে ?
ফ্যাট ✅
প্রোটিন
কার্বোহাইড্রেট
সবকটিয়
২৬. স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
মহাত্মা গান্ধী
সর্দার বল্লভভাই
জে বি কৃপালনি ✅
জওহরলাল নেহেরু
২৭. কোথায় আজাদ হিন্দ ফৌজ প্রথম গঠিত হয়েছিল ?
টোকিও
রেঙ্গুর
সিঙ্গাপুর✅
ব্যাঙ্কক
28. বল্লভভাই প্যাটেল কে সর্দার উপাধি দেন কে ?
মহত্মা গান্ধি ✅
জওহরলাল নেহেরু
সচ্চিদানন্দ সিনহা
মোতিলাল নেহরু
২৯. পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে ?
২৬ জানুয়ারি ১৯৩২
২৬ জানুয়ারি ১৯৩২
২৫ সেপ্টেম্বর ১৯৩২ ✅
৩১ ডিসেম্বর ১৯৩১
৩০. স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেন ?
বাল গঙ্গাধর তিলক ✅
বিপিনচন্দ্র পাল
লালা লাজপত রায়
মহত্মা গান্ধি
৩১. ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম কি ?
রাজ্যশ্রী
মীরাবাঈ
মণিকর্ণিকা ✅
রাজলক্ষ্মী
৩২. নীচের কে সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেননি ?
ভগৎ সিং ✅
কুনওয়ার সিং
তাঁতিয়া টোপি
বেগম হজরতমহল
৩৩. কার সময় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?
লর্ড ডালহৌসি
লর্ড কর্নওয়ালিস
লর্ড ওয়েলেসলি
ওয়ারেন হেস্টিংস ✅
34. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন কে ?
লর্ড নর্থব্রুক
লর্ড রিপন
লর্ড লিটন ✅
লর্ড মেয়ো
৩৫. বাবরনামর রচয়িতা হলেন কে ?
বাবর ✅
আরিফ
ফিরদৌস
আবুল ফজল
৩৬. কার সময় চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন ?
বলবন
ইলতুৎমিস ✅
আলাউদ্দিন খিলজি
মহম্মদ বিন কাশিম
৩৭. তহকিক ই হিন্দ কার লেখা ?
আলবিরুনি ✅
আল বিলাদুরি
সুলেমান
আল মাসুদি
৩৮. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?
ভানি
রবিকীর্তি
বাণভট্ট ✅
বিষ্ণুযশ
৩৯. কোন রাজা কে কবিরাজ আখ্যা দেওয়া হয় ?
প্রথম কুমারগুপ্ত
প্রথম চন্দ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সমুদ্রগুপ্ত ✅
৪০. নীচের কাকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করে ?
পুরু
অম্ভি
সেলুকাস ✅
আলেকজান্ডার
৪১. বিন্ধ্য কোন শ্রেণির পর্বত ?
স্তুপ ✅
ভঙ্গিল
ক্ষয়জাত
সঞ্চয়জাত
42. দুই নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে ?
দোয়াব ✅
ভাবর
অববাহিকা
নদী উপত্যকা
৪৩. মদিরা দ্বীপটি কোথায় অবস্থিত ?
সুমেরু মহাসাগরে
ভারত মহাসাগরে
প্রশান্ত মহাসাগরে
আটলান্টিক মহাসাগরের ✅
৪৪. সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতা দেখা যায় কোন ঋতুতে ?
গ্রীষ্মকালে
শীতকালে ✅
শরৎকালে
কোনটিই নয়
45. নীচের কোন রাজ্যের সঙ্গে চিনের সীমানা আছে ?
পশ্চিমবঙ্গ
হিমাচল প্রদেশে ✅
নাগাল্যান্ড
উত্তরপ্রদেশ
৪৬. ধুঁয়াধর জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত ?
নর্মদা ✅
তাপি
গঙ্গা
মহানদী
৪৭. কোন মাটিতে তরমুজ ভাল জন্মায় ?
পলি
বেলে ✅
রেগুর
ল্যাটেরাইট
48. ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
দিল্লি
কটক ✅
চেন্নাই
হায়দ্রাবাদ
৪৯. কাকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
জলপাইগুড়ি
কোচবিহার
শিলিগুড়ি ✅
আলিপুরদুয়ার
৫০. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
উত্তর ২৪ পরগণা
দক্ষিণ ২৪ পরগণা ✅
H.W. পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি ?
ঝাড়গ্রাম
কালিম্পং
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান✅
Download PDF : CLICK HERE