SSC MTS Previous Year Gk Question 6 July 2022 | All Shift in Bengali

 

Download PDF : CLICK HERE

১. FIFA World Cup 2022 হোস্ট করে ?

  1. কতার✅                                                

  2. দুবাই                                                   

  3. ব্রাজিল                                               

  4. স্পেন                                                  

২. নীচের কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি ?

  1. কার্বন                                                      

  2. লিথিয়াম✅        

  3. বেরিলিয়াম        

  4. নাইট্রোজেন                                        

৩. আলুরি সিতারাম রাজু কোন রাজ্যের স্বাধীনতা সংগ্রামী ?

  1. বিহর                                                      

  2. গুজরাট                                 

  3. মহারাষ্ট্র                                             

  4. অন্ধ্রপ্রদেশ✅                                                                                       

৪. আকবর অর্থমন্ত্রী কে ছিলেন ?

  1. তানসেন                                                                                   

  2. মানসিং                                                                                     

  3. তোডরমল✅                                            

  4. বিরবল                                                                               

৫. কোন দেশ থেকে মৌলিক অধিকারের ধারণাটি গৃহীত ?                                                        

  1. রাশিয়া                               

  2. আমেরিকা✅                        

  3. ব্রিটেন             

  4. আয়ারল্যান্ড                                                                                         

৬. সুন্দরী গাছ কোথায় পাওয়া যায় ?

  1. মহানদী বদ্বীপে                             

  2. গোদাবরী বদ্বীপে                                     

  3. মথুপেট বদ্বীপে          

  4. গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপে✅               

৭. কোন রাজ্যে নাটয়াঞ্জলি উৎসব পালিত হয় ?

  1. মহারাষ্ট্র           

  2. তেলেঙ্গানা                                                                                

  3. তামিলনাড়ু✅                                                               

  4. কর্ণাটক                                                                              

৮. প্রতি ১০০০ জন পুরুষে সঙ্গে মহিলার সংখ্যার অনুপাত কে বলে ? 

  1. জন্ম অনুপাত                                                                 

  2. মৃত্যু অনুপাত                                                           

  3. লিঙ্গ অনুপাত ✅  

  4. শিক্ষার অনুপাত                                                                                            

৯. Gone Girl বইয়ের লেখক কে ?

  1. Gillian Flynn✅                               

  2. Damon Galgut                                                                                 

  3. Yann Martel                          

  4. Anna Burns                                                                                     

১০. 1967 এ পন্ডিত রভি সঙ্কর কোন অ্যালবাম এর জন্য Grammy Award পান ?

  1. Three Ragas                                                                    

  2. Full Cirlce                      

  3. Concert for Bangladesh                                                                              

  4. West Meets East

11. 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ?

  1. রাসবিহারী বসু 

  2. মোহন সিং           

  3. সুভাষচন্দ্র বসু✅ 

  4. মদন মোহন মালব

12. সাত্রীয়া কোন রাজ্যের নৃত্য ?

  1. আসাম ✅  

  2. সিকিম 

  3. মেঘালয় 

  4. ন্যাগাল্যান্ড        

13. কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে ?

  1. তাপি

  2. নর্মদা     

  3. মাহি      

  4. গোদাবরী✅

14. ভূটানের রাজধানীর নাম কি ?

  1. থিম্পু✅

  2. ঠাকা 

  3. বেজিং 

  4. পরো      

15. পিওরস নৃঃসিত হয় ?

  1. যকৃৎ থেকে✅

  2. অগ্ন্যাশয় থেকে

  3. পিটুইটারি থেকে

  4. পিনিয়াল থেকে

16. বোনালু উৎসব পালিত হয় ?

  1. তেলেঙ্গানা✅     

  2. রাজস্থান 

  3. কর্ণাটক 

  4. মেঘালয় 

১৭. পিপঁড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?

  1. টারটারিক অ্যাসিড  

  2. ল্যাকটিক অ্যাসিড   

  3. অ্যসিটিক অ্যাসিড     

  4. মিথেনয়িক অ্যাসিড ✅

18. মৌলিক অধিকারে শিক্ষার অধিকার কে যুক্ত করা হয় কবে ?

  1. 1996 

  2. 2002✅

  3. 2004

  4. 2006 

19. কোন রাজ্যে শ্রী ব্রাহ্মাপুরেসয়ারার মন্দির অবস্থিত ?

  1. রাজস্থান  

  2. তেলেঙ্গানা 

  3. তামিলনাড়ু ✅

  4. উত্তরপ্রদেশ   

20. Waiting for a Visa কার আত্মজীবনী ?

  1. বি আর আম্বেদকর✅ 

  2. জওহরলাল নেহেরু 

  3. রাজেন্দ্র প্রসাদ 

  4. জাসয়ান্ত সিংহ                                                                              

21. সিন্ধু সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগার আবিস্কৃত হয় ?

  1. হরপ্পা  

  2. চানহুদারো    

  3. কালিবঙ্গান 

  4. মহেন জো দারো✅ 

22. সেনসাস ২০১১ অনুযায়ী কোন রাজ্যের লিঙ্ক অনুপাত সর্বাধিক ? 

  1. কেরলা✅ 

  2. হরিয়ানা 

  3. গুজরাট   

  4. মহারাষ্ট্র   

23. বাল্যবিবাহ আইন করে নিষিদ্ধ করা হয় কবে ? 

  1. ১৮২৯ সলে

  2. ১৯২৯ সালে✅  

  3. ১৯৩৫ সালে 

  4. ১৮৫৬ সালে  

24. খারিফ ফসল কোন সময় হয় ? 

  1. শরৎ কালে

  2. শীত কালে 

  3. বর্ষা কালে✅

  4. বসন্ত কালে  

25. হিমালয় ও শিবালিকের মাঝের উপত্যকা কোনটি ?

  1. দুন ✅  

  2. হানা 

  3. সিন্ধ

  4. কাংগরা   

26. কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন ?

  1. দায়ানন্দ সরস্বতী   

  2. রাম মোহন রায় 

  3. জ্যোতিবা ফুলে✅  

  4. আত্মারম পান্ডুরং  

27. মাধাভি মুডগাল কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

  1. সট্রিয়া 

  2. কাথক   

  3. ওড়িশি✅   

  4. মনিপুর   

28. গোনচা উৎসব কোথায় পালিত হয় ?

  1. হরিয়ানা 

  2. উত্তর প্রদেশ   

  3. ছত্তিসগড় ✅  

  4. মধ্য প্রদেশ   

29. AR Rahman কত গুলি Grammy Award জিতেছে ? 

  1. 2 টি✅

  2. 3 টি  

  3. 4 টি

  4. 5 টি 

30. নিশাগান্ধি উৎসব পালিত হয় কোথায় ?

  1. সিকিম  

  2. আসাম  

  3. কেরলা✅ 

  4. পাঞ্জাব 

31. Aye Mere Watan ke Logo গানটি কার গাওয়া ?

  1. শ্রেয়া গোশাল 

  2. অরিজিৎ সিং 

  3. লতা মঙ্গেশকর✅ 

  4. আশা ভোসলে

32. খানওয়ার যুদ্ধের পর কে গাজি উপাধি নেন ?

  1. বাবর✅ 

  2. আকবর  

  3. শাহজাহান  

  4. ইব্রাহিম লোদি 

33. রাজ্য বিধানসভার সর্বাধিক আয়ুকাল কত বছর ? 

  1. ৪ বছর  

  2. ৫ বছর ✅

  3. ৬ বছর 

  4. ৩ বছর 

34. পানথি নৃত্য কোন রাজ্যে দেখা যায় ?

  1. হরিয়ানা 

  2. ঝাড়খন্ড  

  3. ছত্তিসগড়✅  

  4. উত্তরাখন্ড  

35. অমিত্রঘাত নামে কে পরিচিত ?

  1. বিন্দুসার✅   

  2. বিম্বিসার  

  3. অশোক 

  4. সমুদ্রগুপ্ত 

36. কোন ধারা গ্রাম পঞ্চায়েত সংগঠনের সাথে সম্পর্কিত ?

  1. ধারা ৩৪

  2. ধারা ৩৮

  3. ধারা ৪০✅  

  4. ধারা ৪২ 

37. নীচের কোনটি সবচেয়ে সক্রিয় ধাতু ?

  1. কপার 

  2. জিঙ্ক 

  3. আইরন 

  4. সোডিয়াম✅ 

38. নীচের কোনটি ঔরঙ্গজেব নির্মাণ করেন ?

  1. তাজমহল  

  2. জামা মসজিদ 

  3. তাজমহল 

  4. মতি মসজিদ✅  

39. ভারত ও শ্রীলঙ্কা যুক্ত হয়েছে ___ মাধ্যমে। 

  1. আদম ব্রিজ✅

  2. সিতারাম ব্রিজ

  3. ভুপেন হাজারি ব্রিজ 

  4. মহত্মা গান্ধী ব্রিজ 

40. নীচের কোন সংগঠন ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয় ?

  1. ভারতীয় জনতা পার্টি 

  2. ভারতীয় জাতীয় কংগ্রেস  

  3. সাইমন কমিশন   

  4. গদর পার্টি✅   

41. ICC Cricket World Cup 2011 এ কোন প্রাণী অফিসিয়াল মাসকট ছিল ? 

  1. হাতি ✅

  2. ঘোড়া   

  3. বাঘ   

  4. সিংহ 

42. নীচের কোন বন্দর ডায়মন্ড হারবার নামে পরিচিত ?

  1. পোর্ট ব্লে 

  2. কাচি 

  3. কলকাতা✅  

  4. ম্যাঙ্গালোর  

43. অভিনাভ বিন্দ্রারের আত্মজীবনী গ্রন্থ কি ?

  1. A Shooting Story  

  2. A Shot at History ✅

  3. A Life Changing  

  4. A Mind Story  

44. কোনটি রাজা রামমোহন রায় কর্তিক নির্মিত ?

  1. অকালি দল 

  2. আর্য সমাজ 

  3. ব্রাহ্ম সমাজ✅ 

  4. পার্থনা সমাজ 

45. সেনসাস ২০১১ অনুযায়ী সর্বাধিক জনবহুল রাজ্য ?

  1. উত্তরপ্রদেশ✅ 

  2. মধ্যপ্রদেশ  

  3. হরিয়ানা 

  4. রাজস্থান 

H.W- সালোকসংশ্লেষে সাহায্য করে ? 

  1. ল্যাকটিন

  2. গ্লুকোজ 

  3. ক্যারিকামিন

  4. ক্লোরোফিল✅  



Download PDF : CLICK HERE







আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন