১. Nightingale of India নামে পরিচিত ?
লতা মঙ্গেশকর✅
সরোজ খান
অভিনাশ পাটিল
তারিয়া শোসী
২. Men's Hockey World Cup 2023 হোস্ট করবে ?
কর্ণাটক
মহারাষ্ট্র
উড়িশা ✅
উত্তরপ্রদেশ
৩. শিন কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
সিতার
ভোলাক
সানটোর✅
কোনটিয় নয়
৪. কোন রাজ্যে কোনার্ক নৃত্য উৎসব পালন করে ?
কর্ণাটক
উড়িশা✅
ঝাড়খন্ড
রাজস্থান
৫. নীচের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা আছে ?
গুজরাট
মহারাষ্ট্র✅
রাজস্থান
ঝাড়খন্ড
৬. ভারতীয় মরুভূমির একমাত্র বড়ো নদী কি ?
কোশি
বেতস্তা
বেয়াস
লুনি ✅
৭. আইহোল___এর রাজধানী ?
চালুক্য✅
পাল্লাভ
পান্ডার
চোলার
৮. Doctrine of Lapse কে প্রবর্তন করেন ?
লর্ড ডালহৌসি ✅
লর্ড ক্যানিং
লর্ড কার্জন
মাউন্টব্যাটেন
৯. কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ ?
বন
হ্রদ
পুকুর
বাগান ✅
১০. নীচের কোনটি জলে অদ্রাব্য ?
দুধ
চিনি
লবণ
চকের গুড়ো✅
11. সংবিধানে মোট মৌলিক কর্তব্য কটি ?
১১ টি✅
১০ টি
৭ টি
৫ টি
12. গৌতম বুদ্ধ তার ধর্মের বানি কোথায় প্রথম প্রচার করে ?
কুশিনগর
লুম্বিনি
সারনাথ✅
কুন্দগ্রাম
13. 1846 সালে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় ইংরেজ এবং ___ মধ্যে।
খারক সিং
রঞ্জিত সিং
চান্দ কুমার
দুলিপ সিং ✅
14. সেনসাস ২০১১ অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত ?
৯৪০ নারী প্রতি ১০০০ পুরুষে ✅
৮৪০ নারী প্রতি ১০০০ পুরুষে
৯৬০ নারী প্রতি ১০০০ পুরুষে
৯৮০ নারী প্রতি ১০০০ পুরুষে
15. ভারতীয় অর্থনীতির অর্থনৈতিক বছর হল-
১ জানুয়ারি to ৩১ ডিসেম্বর
১ মার্চ to ১ এপ্রিল
১ এপ্রিল to ৩১ মার্চ ✅
৩১ মার্চ to ১ এপ্রিল
16. ভারতের বর্তমান দ্রুততম রেল কোনটি ?
বন্দেভারত এক্সপ্রেস✅
সামপার্ক এক্সপ্রেস
রাজধানী এক্সপ্রেস
শতাব্দী এক্সপ্রেস
১৭. উড়িশি নৃত্য কোন রাজ্যে দেখা যায় ?
বিহার
উড়িশা ✅
রাজস্থান
ঝাড়খন্ড
18. গিয়াজউদ্দিন বলবন কোন উপাধি ধারন করেন ?
Nuraldin
Nurmahal
Zil i ilahi ✅
Jahanpanah
19. বেকিং সোডার সংকেত কি ?
NaHCO3 ✅
Na2CO3
NaCl
Na2HO3
20. Modi Government:New Surge of Communalism বইটি কার লেখা ?
প্রনব মুখোপাধ্যায়
সিতারাম য়েচুরি✅
এম জে আকবর
জাসয়ান্ত সিংহ
21. কিসের মাধ্যমে ভারতে ভোট হয় ?
Email
Blockchain
Ballot Paper
Electric Voting Machine ✅
22. সেনসাস অনুযায়ী ভারতের জনবহুল মেট্র শহর কোনটি ?
দিল্লি
মুম্বাই ✅
চেন্নাই
কলকাতা
23. নীচের কোন উৎসব রাজস্থানের ?
বোনালু উৎসব
বুন্ডী উৎসব✅
গুভি পডয়া
মাথো নারাং
24. নীচের কে তুঘলক বংশের রাজা নয় ?
মহম্মদ বিন তুঘলক
রুকনুদ্দিন তুঘলক ✅
গিয়াসউদ্দিন তুঘলক
ফিরোজ শাহ তুঘলক
25. NaCl এর নাম কি ?
সোডিয়াম ক্লোরাইড✅
লিথিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম ক্লোরাইড
সিসিউপ ক্লোরাইড
26. কিশের অভাবে কোয়াশিয়কর রোগ হয় ?
আয়োডিন
ভিটামিন A
প্রোটিন ✅
আইরন
27. কোন মৌর্য রাজা ২৬১ খ্রীস্টপূর্বে কলিঙ্গ যুদ্ধ করে ?
অশোক ✅
বৃহদ্রথ
বিন্দুসার
বিম্বিসার
28. ভারতের সঙ্গে মায়ানমার এর বর্ডার কোন দিকে ?
পূর্ব ✅
উত্তর
দক্ষিণ
পশ্চিম
29. গোরা উপন্যাস কে রচনা করে ?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর ✅
সমরেশ মজুমদার
30. Swaraj is my birth right & I Shall Have it কে বলেন ?
ভগত সিং
মহত্মা গান্ধী
বাল গঙ্গাধর তিলক ✅
আম্বিকা চারান মজুমদার
31. কোন ধারা equality before law সম্পর্কিত ?
ধারা ১০
ধারা ১৪✅
ধারা ১২
ধারা ১১
32. গিন্ধা নৃত্য কোন রাজ্যের ?
পাঞ্জাব ✅
হরিয়ানা
কেরলা
কর্ণাটক
33. কোনটি বারাক ওবামার আত্মজীবনী ?
Chronicles
The Test of My Life
Matters of Discretion
Dreams from my Father ✅
34. REGP কবে শুরু হয় ?
1995✅
1990
1999
1992
35. Yamini Krishnamurthy কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?
ভারতনাট্যম
কুচিপুড়ি
মহিনিঅট্রম
উভয় (a) & (b) ✅
36. নীচের কে তবলা বাজায়না ?
জাকির হোসেন
আল্লাহ রাখা
ক্রিশনা মাহারাজ
শেখ চিন্না মোল্লা ✅
37. লবণ সত্যাগ্রহের মহিলা দের নেতৃত্ব দেন ?
অ্যানি বেসান্ট
সরোজনী নাইডু
কমলাদেবী চট্টোপাধ্যায়✅
মাতঙ্গিনি হাজরা
38. মহাজনপদার সময় উৎপন্ন ফসলের কতখানি কর নিত ?
১/৩ অংশ
১/৫ অংশ
১/৪ অংশ
১/৬ অংশ✅
39. ভারতঅট্রম কোন রাজ্যের লোক নৃত্য ?
পাঞ্জাবে
রাজস্থানে
তামিলনাড়ু ✅
মধ্যপ্রদেশে
40. কোনটি Arthropada প্রাণী নয় ?
অক্টোপাস ✅
প্রজাপতি
আরশোলা
মাকড়শা
41. কোনটি হজমে সাহায্য করে ?
ট্রিপসিন
রেনিন
পেপসিন
অ্যামাইলেজ✅
42. প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে ?
রাষ্ট্রপতি ✅
স্পিকার
সুপ্রিম কোর্ট
সংসদ
43. কোন রাজ্যে Saga Dawa উৎসব পালিত হয় ?
আসাম
সিকিম ✅
রাজস্থান
মহারাষ্ট্র
44. কেরালার স্বাক্ষরতার হার কত ?
80-85%
86-90%
91-95%✅
96-99%
45. কোন দেশে Jhumming চাষ Conuco চাষ নামে পরিচিত ?
ইউ এস এ
ভেটিকান সিটি
ভেনেজুয়েলা✅
মাদাগাস্কার
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।