বন্ধুরা আজ তোমাদের সঙ্গে ভারতীয় সংবিধান থেকে "রাষ্ট্রপতি" সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। gk for wbcs 2022
১. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ
২. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন কে মনোনীত করতে পারেন ?
উত্তরঃ ১২ জন
৩. রাষ্ট্রপতি লোকসভায় কতজন কে মনোনীত করতে পারেন ?
উত্তরঃ ২ জন
৪. ভারতবর্ষের "প্রথম নাগরিক" হিসাবে কাকে অভিহিত করা হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতি
৫. ভারতের রাষ্ট্রপতি হল-
উত্তরঃ রাষ্টের প্রধান
৬. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সের উর্দ্ধসীমা কত ?
উত্তরঃ কোন উর্দ্ধসীমা নেই
৭. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ প্রতিভা পাতিল
৮. সবথেকে কম সময়ের জন্য রাষ্ট্রপতি হয়েছেন-
উত্তরঃ জাকির হোসেন
৯. কোন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান ?
উত্তরঃ ফকরুদ্দিন আলি
১০. রাষ্ট্রপতির পদচ্যুতি-সংক্রান্ত প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা যায় ?
উত্তরঃ লোকসভা বা রাজ্যসভা
১১. রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো বিরোধ দেখা দিলে তার সমাধান করে ?
উত্তরঃ সুপ্রিমকোর্ট
১২. কোন রাষ্ট্রপতির নির্বাচনের সময় কোনোপ্রকার বিরোধিতা করা হয়নি ?
উত্তরঃ এন সঞ্জীব রেড্ডি
১৩. ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স ?
উত্তরঃ ৩৫ বছর
১৪. ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত ?
উত্তরঃ ৫ বছর
১৫. ভারতের রাষ্ট্রপতি কে ইমপিচ করতে পারে-
উত্তরঃ সংসদ
১৬. ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন-
উত্তরঃ রাষ্ট্রপতি
১৭. রাষ্ট্রপতির পদ সর্বাধিক কত দিন শূন্য থাকতে পারে ?
উত্তরঃ ৬ মাস
১৮. রাষ্টপতির পদ শূন্য থাকলে কে রাষ্ট্রপতির পদাধিকার পায় ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি
১৯. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ জাকির হোসেন
২০. ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি
২১. ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ রামস্বামী ভেঙ্কটরমন
২২. ভারতের প্রথম শিখ সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ জ্ঞানী জৈল সিং
২৩. ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ কে আর নারায়ণ
২৪. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ প্রণব মুখার্জি
২৫. ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি
২৬. ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় কবে ?
উত্তরঃ ১৯৫২
২৭. রাষ্ট্রপতি কে শপথবাক্য কে পাঠ করান ?
উত্তরঃ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
২৮. সারা ভারতে অপৎকালীন অবস্থা জারি করতে পারেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি
২৯. দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদন্ড দিলেও কে তা ক্ষমা করতে পারেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি
৩০. কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন আহবান করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি
৩১. কত তম ধারায় বলা আছে ভারতের একজন রষ্ট্রপতি নিযুক্ত হবে ?
উত্তরঃ ৫২ নং
৩২. কোন ধারার বলে কেন্দ্রীয় শাসন-সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে ?
উত্তরঃ ৫৩ নং
৩৩. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি গৃহীত হয়েছে-
উত্তরঃ আয়ারল্যান্ড
৩৪. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় বলা হয়েছে ?
উত্তরঃ ৫৫ নং
৩৫. রাষ্ট্রপতির পুনর্নিয়োগ বা পাননির্বাচনের ব্যবস্থা কত নম্বর ধারায় বলা হয়েছে ?
উত্তরঃ ৫৭ নং
৩৬. রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাবলি বলা আছে ?
উত্তরঃ ৫৮ নং
৩৭. রাষ্ট্রপতির পদচ্যুতি বা ইমপিচমেন্ট সংক্রান্ত বিষয় বলা আছে ?
উত্তরঃ ৬১ নং ধারা
৩৮. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বা শাস্তি মুকুব করার ক্ষমতা কত নম্বর ধারায় বলা হয়েছে ?
উত্তরঃ ৭২ নং
৩৯. লোকসভায় রাষ্ট্রপতি দু-জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করার ক্ষমতা আছে ?
উত্তরঃ ৩৩৩ নং ধারায়
৪০. রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্যের ধারণাটি গৃহীত-
উত্তরঃ আয়ারল্যান্ড
৪১. কত নম্বর ধারাবলে রাষ্ট্রপতি কোনও রাজ্য সরকার কে বরখাস্ত করতে পারে ?
উত্তরঃ ৩৫৬ নং
৪২. রাষ্ট্রপতির ধারনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
উত্তরঃ ব্রিটেন
৪৩. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির শপথ গ্রহন করান-
উত্তরঃ সুপ্রিমকোর্টের প্রবীণতম বিচারপতি
৪৪. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন-
উত্তরঃ সংসদ ও রাজ্য আইনসভার উভয় কক্ষ থেকে নির্বাচিত সদস্য দ্বারা
৪৫. রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র কাকে জমা দিতে পারেন ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।